ZerOn Dream Association

ZerOn Dream Association

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ZerOn Dream Association, Clothing Company, .

30/05/2022

পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইসিস এর নাম - আইডেন্টিটি ক্রাইসিস।
অনার্স পাশ করা যেকোন ছেলে বা মেয়ের কাছে সবচেয়ে বিব্রতকর প্রশ্ন "তুমি এখন কী করো? " কোনো আত্মীয়ের বাসায় গেলে, গাড়িতে কারো সাথে হঠাৎ দেখা হলে, স্কুলের সেই প্রিয় স্যার এর সাথে দেখা হলে, কোন অনুষ্ঠানে মা কাউকে সালাম করতে বলে পরিচয় করিয়ে দিলে -সবার তখন একটাই প্রশ্ন "বাবা, তুমি এখন কী করো?" আপনি কী করছেন সেটাই যেন এক জাতীয় সমস্যা! রাস্তায় কিংবা গাড়িতে বা কোন অনুষ্ঠানে হঠাৎ পুরোনো বন্ধুর সাথে দেখা হলে তার ও একই প্রশ্ন, "দোস্ত এখন কী করিস?"

আপনার আজকের একটা কঠিন সিদ্ধান্তই আগামীতে উত্তর নিয়ে আসতে পারে এমন প্রশ্নের।

পৃথিবীতে এমন একজন লোক ও পাওয়া যাবে না, যে কি না সফল হতে চায়না। তবে "আমার দ্বারা হবেনা " এ কথা বলা লোকের সংখ্যা কিন্তু প্রচুর। যে বলে "আমার দ্বারা হবেনা " সে নিজেও কিন্তু সফল হতে চায়। শুধু ভয় তার ব্যর্থতার।

একটা কাজে ব্যর্থ হলে সে আর অন্য কাজে হাত বাড়াতে চায় না। চুন খেয়ে গাল পুড়ে গেলে তখন দই দেখলে ও ভয় লাগে। ব্যর্থতা ও জীবনের এক শিক্ষা।

APJ ABDUL KALAM বলেছেন - Don't read success stories, You will get only message. Read failure stories, You will get some ideas to get success.

যদি আপনি জীবনে ক্রমাগত ব্যর্থই হয়ে থাকেন, তবে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। যদি আপনি হতাশ না হয়ে কাজ করে যান, তবে আপনি সফল হবেনই হবেন, চ্যালেঞ্জ!

পুলিশের একজন নব্য এএসপি 'র কথা, আজ থেকে ৩ বছর আগেও নাকি কেউ তাকে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখালে তিনি তাকে পাগল বলতেন।

এতটাই অবিশ্বাস হচ্ছিল ওনার এই সফলতা! আরেকজন বলছেন, তিনি নাকি ম্যাজিস্ট্রেট হবেন এটা শুনে তার বন্ধুরা হাসাহাসি করত সামান্য একটা সেকেন্ড ক্লাস জব ও হচ্ছিলনা বলে। হ্যা, সত্যি তাঁর কোন ব্যাংক, সেকেন্ড ক্লাস জব কোথাও চাকরি হয়নি।

কিন্তু বিধাতার কি অপুর্ব খেলা, যার একটা সেকেন্ড ক্লাস জব ও হয়না, সেই তিনি আজ ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার; ম্যাজিস্ট্রেট। তাঁর যে বন্ধুরা এতদিন তাঁর স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল, আজ তারাই বলছে -"জানতাম তুই পারবি। " দেখেছেন কিভাবে মুখের কথা বদলে যায় একটি সফলতায়। মনে রাখবেন-"আপনি যদি প্রশিক্ষনের মাঠে ঘাম না ঝড়ান, তবে যুদ্ধের ময়দানে আপনাকে রক্ত ঝড়াতে হবে। " প্রসব বেদনা ছাড়া কেউ কখনো মাতৃত্বের স্বাদ পায়নি। আপনি কেন আশা করছেন কষ্ট ছাড়াই সফলতার স্বাদ পাবেন?

জীবনের আসল মানে বুঝবেন সেদিন ,যখন আপনার বন্ধুটি ফোন করে বলবে, "দোস্ত,কাল পার্টি আছে। আমি চাকরিটা পেয়ে গেছি। " এ সু-সংবাদটি পাওয়া মাত্র আপনার মনে হবে কেউ আপনার কানে গরম তেল ঢেলে দিল। কারণ এ ছেলেটিই আপনার ক্লাসমেট। সঠিক সময়ে সঠিক কাজটি শুরু করেছিল বলেই আজ সে সরকারি কর্মকর্তা।

আর আপনি...? পরের দিন একান্ত বাধ্য হয়ে পার্টিতে যোগ দিয়ে দেখলেন, আপনারই অনেক সমবয়সী ভিজিটিং কার্ড দিচ্ছে আপনাকে। এখন জনাব আমার প্রশ্ন আপনার কাছে, আপনার ভিজিটিং কার্ডটা কোথায়? কয়েক ইঞ্চির একটা ভিজিটিং কার্ডে ও যে এত সম্মান লুকিয়ে আছে জীবনে এই প্রথম অনুভব করলেন। যখন পার্টিতে বসে চিকেন টিক্কা খাচ্ছেন তখন মনে হবে যেন নিজের মাংস নিজেই খাচ্ছেন!! উফ!এত কষ্ট বেকারত্বের।

ব্যর্থতার আকাশেই জীবন্ত সফলতার উড়ন্ত ঘুড়ি দেখা যায়। কে কবে মাতৃত্ব পেয়েছে প্রসব বেদনা ছাড়া! পিচঢালা মসৃন রাজপথে কিংবা দামী টাইলস বা মোজাইকের উপর কখনো ফসল জন্মায় না, ফসল হয় কাদা মাখা বিশ্রী মাঠে। যখনই হতাশা আপনাকে ঘিরে ধরবে, ব্যর্থতা আপনাকে পেছনে টেনে রাখবে তখনই ব্যর্থতাকে ব্যর্থ করে দিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলবেন - I will win not immediately but definitely.

সফলতা আসবেই।

অপার সম্ভাবনার দুয়ার খোলা, চাইলে আপনিও লুফে নিতে পারেন। যোগ দিতে পারেন আমাদের কোম্পানিতে।কাজ করার সুযোগ আছে বিশ্ববেপী।
কাজ কি ভাবে করবেন শিখেয়ে দেওয়া হবে।
কারণ আমাদের আছে একজন অভিজ্ঞ সফল ব্যক্তি যারা আপনার স্বপ্ন পূরণ করতে কাজ করবে এবং আপনার লাইফ স্টাইল পরিবর্তন করবে।
বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। Join with us
www.zeronemi.net

14/05/2022

ZerOn Marketing Plan

Website