Tin Nóng Đà Nẵng
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tin Nóng Đà Nẵng, News & Media Website, .
বিডি লুমস,
একটি সনামধন্য পোষাক সামগ্রি এর ব্যাবসা প্রতিষ্ঠান। এখানে আপনি আপনার পছন্দসই সব ধরনের থ্রিপিছ, শাড়ী, কুর্তি, শার্ট, পেন্ট, টিশার্ট ও বাচ্চাদের সব ধরনের জামা কাপর পাইকারি ও খুচরা অত্যন্ত সুলভ মুল্যে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
আমাদের প্রোডাক্ট গুলো খুবই মানসম্মত, রং পাকা ও রুচিসম্পন্ন। তাই আমাদের প্রোডাক্ট ক্রয় করলে আপনি ঠকবেন না এই কথা দিতে পারি। ব্যাবসাই আমাদের প্রধান লক্ষ নয় বরং কাস
👉 Exclusive 3pcs 💥
Welcome to #
Here you can find your exclusive👌 outfit💥💥
Please visit our page and grabe yours one.
For order pls inbox us.💞💞
হেলো ভাইয়া এবং আপুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?? নিশচই সবাই ভালো আছেন। উইন্টার কিন্তু চলে এসেছে। আর তাই এই উইন্টারে আপনার ছোট্ট সোনামনিদের জন্য আজকে নিয়ে এসেছি দারুন একটা উইন্টার সোয়েটার। ২ থেকে ৮ বছর বয়সের সব বেবিদের জন্য এটাই হতে পারে আপনার পারফেক্ট চয়েজ। তাহলে আর দেরি কেনো ঝটপট নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্ট টি। স্টক কিন্টু খুবি সিমিত। এইগুলা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি। 100% কিউসি করা তাই ফিনিশিং টাও চমৎকার। অরডার করতে এখনি আমাদের পেজে মেসেজ করার অনুরোধ রইলো। ধন্যবাদ। পেজে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন।
BD Looms
your trusted fashion partner,
hello guys, Assalamu Alaikum, hope you are well. I just want to say that please like our page and stay beside us. we provide our all products at wholesale prices all over the country by courier. you can trust us. thanks in advance.
😍হেলো ভাইয়া এবং আপুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। 👇
আজকে শুধু হোলসেল নিয়ে কথা বলবো। আমরা ঢাকাসহ সারা দেশে হোলসেল এ প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি। দাম জানার জন্য প্লিজ আমাদের পেজ এ এক্টা লাইক দিয়ে ইনবক্স করেন, সেখানেই দামের কথা আলোচনা করবো। আপ্নার বিশ্বাসের মরজাদা রাখার আপ্রান চেস্টা করবো ইনশা আল্লাহ। BDLooms
হেলো,
সকল আপু এবং ভাইয়ারা, নিশ্চই সবাই ভালো আছেন?
🥶শীত কিন্তু আর বেশি দূরে নেই। সকল আপু এবং ভাইয়াদের বলছি যাদের বেবি আছে এবার তাদের কথা চিন্তা করার পালা। আর সব বেবিদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি উইন্টার বেবি হট কালেকশন। তাহলে আর দেরি কেনো??
আসুন আসন্ন শীতের কথা মাথায় রেখে আমাদের সকলের বেবিদের কিছু শীতের হট কালেকশন দেখে নেই। জাস্ট আমাদের প্রোডাক্ট গুলো একটু দেখে জান। প্রোডাক্ট এর কোয়ালিটি অনেক ভালো এবং অনেক আরামদায়ক হবে ইনশা আল্লাহ। দাম ও হাতের নাগালে।
👉👉 ৩৬০ টাকা মাত্র।
ভালো লাগ্লে পছন্দের প্রোডাক্ট এর ছবি সহ বাচ্চার বয়স, আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন। আমরা তো আছি আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেয়ার দায়ীত্ব আমাদের।
আবারো সেই আগের কথাই বলছি একবার আমাদের উপর ভরষা করেই দেখুন, আশা করি ঠকবেন না কথা দিলাম। 🤝🤝🤝
👉👉থ্রিপিছ লাগবে থ্রিপিছ? হরেক রকমের থ্রিপিছ।👇👇
কেমন আছেন সবাই ভাইয়া এবং আপুরা। থ্রিপিছ লাগবেনা কারো? নতুন কালেকশন চলে এসেছে। এই গরমে সবচাইতে আরামদায়ক জেটা সেটাই আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। হে একদম ঠিক ধরেছেন।👍
👉👉নতুন কিছু চুনরি বাটিক এর থ্রিপিছ নিয়ে এসেছি আজকে।
আমাদের বাটিক থ্রিপিছ গুলো সাইজে পারফেক্ট এবং রং এ পাবেন ১০০% পাকা গেরান্টি। তাহলে আর দেরি কেনো???
আপনার বিশ্বাসের মর্যাদা রাখার দায়িত্ব একবার আমাদের হাতে দিয়েই দেখুন। আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশা আল্লাহ।
কারন ব্যাবসা তো আর একদিনের না তাই না। জিনিষ ভালো হলেই তো আমরা আপনাদের পাশে পাবো।
🤝🤝অর্ডার করতে প্লিজ আপনাদের পছন্দের ড্রেস এর ছবিটি আমাদের পেজ এ ইনবক্স করে দিন। আর হে সাথে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না প্লিজ।
আমরা পৌঁছে জাবো আপনার কাছে আপনার পন্য নিয়ে। ঢাকার মধ্যে হোম ডেলিভারি।🏃♂️🏃♂️ আর ঢাকার বাইরে কুরিয়ার এ 🚛🚛
ধন্যবাদ পাশে থাকবেন। ❤️❤️BD Looms❤️❤️
একটা প্রশ্ন করি সবাইকে???
😲এত্ত রিজনেবল দামে এই শাড়ি মার্কেটে পাবেন????
অবশ্যই জাতায়াত খরচ টাও মাথায় রাখবেন আশা করি।
আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইছে আপনার ঘরে পৌঁছে দিতে পারি আমাদের প্রত্তেক টা শাড়ি। 👍👍👍
তাহলে আর দেড়ি কিসের জন্য। আপনার পছন্দের শাড়ি টি অর্ডার করে ফেলুন এক্ষুনি।
দাম মাত্র ৬৫০ টাকা।
আমাদের প্রোডাক্ট শতভাগ রং এর নিশ্চয়তা দিচ্ছি। আপনার আস্থা অর্জনে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টায় আমরা BD Looms আছি আপনাদের পাশে।
একবার আস্থা রেখেই দেখুন আমাদের উপর। আশা করি ঠকবেন না।
অর্ডার করতে এখুনি প্রোডাক্ট এর ছবি সহ নাম, ঠিকানা ও ফোন নাম্বার সহ আমাদের পেজ এ ইনবক্স করুন। ধন্যবাদ।
❤️❤️BD Looms❤️❤️
আসেন আপনাদের কিছু কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শাড়ি দেখাই।👇
বাঙালি রমনীদের প্রথম পছন্দ শাড়ি আর আমাদের কাছে পাচ্ছেন নিত্য নতুন শাড়ির এক বিশাল সম্ভার।
আমাদের এই বাটিক শাড়ি গুলা শতভাগ রং এর গেরান্টি আছে। ব্যাবসা তো এক দিনের না তাই আমাদের প্রোডাক্ট এর গুনগত মান অতুলনীয়। আপনাদের সন্তুষ্টি রক্ষায় আমরা বদ্ধপরিকর।👍👍
তাহলে আর দেরি কেন? আপনার পছন্দের শাড়ি টি অর্ডার করতে ছবি সহ নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ পেজ এ ইনবক্স করে ফেলুন।❤️❤️❤️
দাম ৯৫০ টাকা।
ঢাকার মধ্য হোম ডেলিভারি আর সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে জাবে আপনার কাছে। ✈️✈️✈️
তাঁত বাংলাদেশের সবচেয়ে বড় কুটির শিল্প:
"তাঁত বোনা" শব্দ কটি এসেছে "তন্তু বয়ন" থেকে। তাঁত বোনা যার পেশা সে হল তন্তুবায় বা তাঁতী। আর এই তাঁতের উপর যারা বিশেষ কৌশল প্রয়োগ করে তাদেরকে ফেব্রিক ইঞ্জিনিয়ার বলা হয়।
তাঁত হচ্ছে এক ধরণের যন্ত্র যা দিয়ে তুলা বা তুলা হতে উৎপন্ন সুতা থেকে কাপড় বানানো যায়। তাঁত বিভন্ন রকমের হতে পারে । খুব ছোট আকারের হাতে বহন যোগ্য তাঁত থেকে শুরু করে বিশাল আকৃতির স্থির তাঁত দেখা যায়। আধুনিক বস্ত্র কারখানা গুলোতে স্বয়ংক্রিয় তাঁত ব্যবহার করা হয়ে থাকে।
তাঁত শিল্পের ইতিহাসঃ
তাঁত শিল্পের ইতিহাস সঠিক বলা মুশকিল ইতিহাস থেকে জানা যায়, আদি বসাক সম্প্রদায়ের তাঁতিরাই হচ্ছে আদি তাঁতি অর্থাৎ আদিকাল থেকেই এরা তন্তুবায়ী গোত্রের লোক। এদেরকে এক শ্রেণীর যাযাবর বলা চলে- শুরুতে এরা সিন্ধু অববাহিকা থেকে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদে এসে তাঁতের কাজ শুরু করেন। কিন্তু সেখানকার আবহাওয়া শাড়ির মান ভালো হচ্ছে না দেখে তারা নতুন জায়গার সন্ধানে বের হয়ে পড়েন, চলে আসেন বাংলাদেশের রাজশাহী অঞ্চলে। সেখানেও আবহাওয়া অনেকাংশে প্রতিকূল দেখে বসাকরা দু’দলে ভাগ হয়ে একদল চলে আসে কিশোরগঞ্জের বাজিতপুর, অন্যদল ঢাকার ধামরাইয়ে। তবে এদের কিছু অংশ সিল্কের কাজের সঙ্গে যুক্ত হয়ে রাজশাহীতেই থেকে যায়। ধামরাইয়ে কাজ শুরু করতে না করতেই বসাকরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়ে পড়ে। ফলে ভাগ হয়ে অনেক বসাক চলে যান প্রতিবেশী দেশের চোহাট্টা অঞ্চলে। এর পর থেকে বসাক তাঁতিরা চৌহাট্টা ও ধামরাইয়া’ এ দু’গ্রুপে স্থায়ীভাবে বিভক্ত হয়ে পড়েন।
তাছাড়া তাঁত শিল্পের ইতিহাস সম্পর্কে আরো জানা যায় যে তাঁত শিল্প মনিপুরীরা অনেক আদিকাল থেকে এই বস্ত্র তৈরি করে আসছে মনিপুরীদের বস্ত্র তৈরির তাঁতকল বা মেশিন প্রধানত তিন প্রকার যেমন, কোমরে বাঁধা তাঁত, হ্যান্ডলুম তাঁত ও থোয়াং। এই তাঁতগুলো দিয়ে সাধারণত টেবিল ক্লথ, স্কার্ফ, লেডিস চাদর, শাড়ি, তোয়ালে, মাফলার, গামছা, মশারী, ইত্যাদি ছোট কাপড় তৈরি হয়। প্রধানত নিজেদের তৈরি পোশাক দ্বারা নিজেদের প্রয়োজন মেটাতেই মনিপুরী সম্প্রদায়ের মধ্যে তাঁত শিল্প গড়ে উঠেছিল। পরবর্তীকালে তাঁত শিল্পে নির্মিত সামগ্রী বাঙালি সমাজে নন্দিত ও ব্যবহৃত হয়। বিশেষ করে নকশা করা ১২ হাত মনিপুরী শাড়ি, নকশি ওড়না, মনোহারী ডিজাইনের শীতের চাদর বাঙালি মহিলাদের সৌখিন পরিধেয়।
কালে কালে পোশাকের রকম-ধরনে নানা পরিবর্তন এসেছে। নিছক তর্কের খাতিরে নয়, চিন্তা বা মননের দিক থেকে এখনও ‘সভ্যতা’ এবং ‘পোশাক’ দুটোই আলাদা দুটি বিষয়। কিন্তু বাংলাদেশের সভ্যতায় এই দুটো বিষয়ই যেন একই সূত্রে গাঁথা। আমাদের দেশে পোশাক ছাড়া সভ্যতাকে কোনোভাবেই কল্পনা করা যায় না। আর পোশাক নিয়েই কাজ করে চলেছে বাংলাদেশের তাঁতিরা। বাস্তবতা হলো অসংখ্য সমস্যায় জর্জরিত থাকার পরেও আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি নিয়েই দেশের বিভিন্ন জেলার তাঁতশিল্পের দক্ষ কারিগররা তাদের বংশ পরম্পরায় তাঁতের নানা ধরনের কাপড় তৈরি করে চলেছেন। স্যালুট, তাঁতশিল্পের এই শিল্পীদের। আর তাঁত এবং তাঁতিদের সঙ্গে নিয়েই কাজ করে ‘তাঁতশিল্প’।
তাঁত আমাদের কৃষ্টি, আমাদের ঐতিহ্য। আর নিজস্ব ঐতিহ্যের সাথে থাকাটাও গর্বের বিষয়। ক্রয় করুন তাঁতের তৈরি শাড়ি-কাপড়সহ যেকোনো পোশাক। থাকুন তাঁতশিল্প’র সঙ্গেই…
BD Looms এর সাথেই থাকবেন। আরো অনেক তথ্য ও পন্যের সম্ভার নিয়ে আসছি আপনাদের দোড়গোড়ায়। প্লিজ লাইক দিয়ে আমাদের উৎসাহ যোগাবেন। ধন্যবাদ।