Darb Al Rayyan Limousine
Nearby event planning services
Retaj 77 Office
You may also like
1. Darb AL Rayyan Limousine
2. DAL Food Delivery Services
3. Darb AL Rayyan
4. Bike Center Muntazah
বিশ্বের সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড কার পার্কিং এখন কাতারের মুশায়রিবে। মাটির নিচে ১০ হাজারের বেশি গাড়ি পার্কিং-এর সুবিধা নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো কাতার
Summer Ban
Bike Center Open & Closing Time Announcement
Bike Center Motorcycle Business بايك سنتر تجارة الدرجات النارية
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিলো নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন...
বিস্তারিত-
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল ইউরোপের তিন দেশ ঢাকাবার্তা ডেস্ক ।। ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ মঙ্গলবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠান...
Darb Al Rayyan Limousine
প্রবাসীদের পাশে
বিশ্বস্ততার সাথে।
কোয়ালিটি পারফরমেন্স ও টপ অর্ডারের ভিত্তিতে তালাবাতে সেরা রাইডার ও ড্রাইভার নির্বাচিত করে ১২ জন কে পুরুষ্কৃত ঘোষণা করা হয়।
পুরুষ্কৃতদের কে কাতারি স্পনসর ও কোম্পানির CEO এর সাইন সম্বলিত Top Riders সার্টিফিকেট ও প্রত্যেক কে আকর্ষণীয় পুরুষ্কার দেওয়া হয়।
পুরুষ্কারের এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাল্লাহ।
Darb Al Rayyan Limousine সব সময় কাজ করে যাচ্ছে প্রবাসীদের আত্ন উন্নয়নের জন্য।
অভিনন্দন আপনাদের সেরা কর্মফলের জন্যে। সব সময় সেরাটা দিবেন বলে প্রত্যাশা করছি ।
ধন্যবাদ সবাইকে
অফিস এড্রেস :-
বি- রিং রোড, মুনতাযা-দোহা।
যোগাযোগ :- 55560761, 60030140, 60030123 , 60030129, 60030130, 60030151
Darb AL Rayyan Limousine
প্রবাসীদের পাশে
বিশ্বস্ততার সাথে।
কোয়ালিটি পারফরমেন্স ও টপ অর্ডারের ভিত্তিতে তালাবাতে সেরা রাইডার ও ড্রাইভার নির্বাচিত করে ১২ জন কে পুরুষ্কৃত ঘোষণা করা হয়।
পুরুষ্কৃতদের কে কাতারি স্পনসর ও কোম্পানির CEO এর সাইন সম্বলিত Top Riders সার্টিফিকেট ও প্রত্যেক কে আকর্ষণীয় পুরুষ্কার দেওয়া হয়।
পুরুষ্কারের এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাল্লাহ।
Darb Al Rayyan Limousine সব সময় কাজ করে যাচ্ছে প্রবাসীদের আত্ন উন্নয়নের জন্য।
অভিনন্দন আপনাদের সেরা কর্মফলের জন্যে। সব সময় সেরাটা দিবেন বলে প্রত্যাশা করছি ।
ধন্যবাদ সবাইকে
অফিস এড্রেস :-
বি- রিং রোড, মুনতাযা-দোহা।
যোগাযোগ :- 55560761, 6003 0140, 60030123 , 60030129, 60030130, 60030151
কাতারে অবস্থানরত ড্রাইভারদের জন্য বিশেষ সুযোগ।
এখনই কাজ করে আপনার ক্যারিয়ার গড়ুন। আপনার জন্য Darb Al Rayyan Limousine কোম্পানি বিশেষ সুযোগ সুবিধা দিতেছে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।
নিচের দেওয়া যে কোন নাম্বারে যোগাযোগ করুন।
আজ ২২ এপ্রিল সোমবার, বাংলাদেশ সময় বিকাল ৫ টায় দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের মহামান্য আমির শেইখ তামিম বিন হামাদ আল থানি।
আমিরের এই সফর দুই দেশের সম্পর্ককে আরো অনন্য মাত্রায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
অতি ব্যস্থতার মধ্যে ও বাংলাদেশ সফরে আসায় কাতার প্রবাসীদের পক্ষ থেকে মহামান্য আমিরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন 🌹❤️🇧🇩❤️🇶🇦
সু-খবর 😍😍 সু-খবর😍😍 সু-খবর😍😍
শুধু মাত্র গাড়ির লাইসেন্স থাকলেই আপনি তালবাত (TALABAT) এ কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ❤️কোম্পানি আপনাকে গাড়ি দিবে।
যোগাযোগ : 55560761 , 6003 0140 / 60030129
রওজা শরীফের বিপরীতে বরাবর দক্ষিণ পাশে একটি খোলা জানালা। সুদীর্ঘ ১৪০০ বছর যাবত জানালাটি খোলা রয়েছে। এটা ভালোবাসার খোলা জানালা! এটা হযরত হাফসা রাদি. এর জানালা। এ জানালা যুগের পরিবর্তনে বন্ধ হয়নি কখনো। এই জানালার একটি দারুণ ইতিহাস রয়েছে। যার জন্য এই জানালাটি প্রায় দেড় হাজার বছর যাবত খোলা।
রওজা মুবারকে সালাম দেয়ার জন্য পশ্চিম দিক থেকে প্রবেশ করে পূর্ব দিকে বের হতে হয়। রওজা শরীফ বরাবর এসে হাতের বামে উত্তর মুখি হয়ে সালাম প্রদান করতে হয়। যখন আপনি রওজা শরীফের দিকে মুখ করে সালাম পেশ করছেন তখন ঠিক আপনার পিঠের পেছনে দক্ষিণ পাশের দেয়ালে রয়েছে এই খোলা জানালা।
নবীজি সা. যেখানে শুয়ে আছেন সেটি হল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাযিয়াল্লাহু আনহার হুজরা মোবারক। বর্তমানে যেটি রওজা মুবারক। ঠিক তার বিপরীত দিকে দক্ষিণ পাশের দেয়ালে জানালাটি অবস্থিত। সেটি হল ওমর রাযিয়াল্লাহুর কন্যা আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহার বাসস্থান।
মসজিদে নববীর পূর্ব পাশে সারিবদ্ধভাবে নবীজির স্ত্রীদের হুজরা নির্মিত ছিল। আম্মাজান আয়েশা এবং আম্মাজান হাফসা রাযিআল্লাহু আনহুমাদের হুজরা দু'টি মুখোমুখি ছিল। মাঝে ছিল একটি গলিপথ। যে গলিপথ দিয়ে সবাই রওজায় সালাম করতো।
নবীজির ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহুর যুগ সমাপ্ত হলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ১৭ হিজরীতে মসজিদে নববী সম্প্রসারনের প্রয়োজন দেখা দিল। বিশেষ করে রওজায় সালাম দেয়ার সুবিধার্থে হাফসা রাযিআল্লাহু আনহার হুজরাটি সরিয়ে ফেলার প্রয়োজন দেখা দিল। যে হুজরায় তখনো তিনি অবস্থান করছিলেন।
নবীজি ভূপৃষ্ঠে নেই তো কি হয়েছে! চোখের সামনেই তো রয়েছে নবীজির রওজা। রওজার পাশেই এই হুজরা খানায় তিনি নবীজির স্মরণ নিয়ে বসবাস করতেন। আর যখনই মন চাইতো এই জানালা দিয়ে প্রাণপ্রিয় স্বামীর রওজার দিকে তাকিয়ে আত্মাকে প্রশান্ত করতেন। মন ভরে দুরুদ ও সালাম পেশ করতেন। আর অনুভব করতেন, এইতো কয়েক হাতের দূরত্বে নবীজির পাশে নবীজির সঙ্গেই তিনি আছেন। ওমর রাজিয়াল্লাহু আনহু বড় চিন্তায় পড়ে গেলেন। কিভাবে তিনি হাফসাকে বলবেন এই হুজরাটি ছেড়ে দেয়ার জন্য!
একদিন তিনি পিতৃস্নেহ ও পরম মমতা নিয়ে মেয়ের সাথে দেখা করতে গেলেন। খোঁজখবর নেয়ার পর কথা প্রসঙ্গে বিষয়টি তাঁর সামনে তুলে ধরলেন।
দীর্ঘ ৭ বছর যাবত নবীজির বিরহ যন্ত্রণায় যিনি ছটফট করছেন। আশা ছিলো জীবনের যে ক'টি দিন বাকি আছে অন্ততঃ রওজার পাশে থেকে কিছুটা শান্তনায় বাঁচবেন। এখানে এসে নবীজি তাঁর পাশে বসতেন। তাঁর সাথে সময় কাটাতেন। এই হুজরার প্রতিটি কোনায় নবীজির স্পর্শ ও স্মৃতি মেখে রয়েছে। এটিও তাঁকে ছাড়তে হবে! বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। তাঁর কান্না দেখে সেদিনের মতো ওমর রাযিয়াল্লাহু আনহু ফিরে গেলেন।
পরদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তাঁর কাছে পাঠালেন। আরো অনেকে তাঁকে অনুরোধ করলো। কিন্তু তিনি অনড়। ওমর রাঃ এর পক্ষ থেকে যখনই কেউ তার কাছে এই হুজরা সরানোর আবেদন নিয়ে আসতো তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন। তাঁকে বলা হলো, এই হুজরার বিনিময়ে মদিনার সবচেয়ে বড় বাড়িটি তাকে উপহার স্বরূপ দেওয়া হবে। তাতেও তিনি রাজি হলেন না। সারা পৃথিবীর সব সম্পদের বিনিময়েও যদি কেউ তাঁকে এই হুজরা ছাড়তে বলতো তবুও তিনি কিছুতেই তাতে রাজি হতেন না।
কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্র আবদুল্লাহকে সাথে নিয়ে পুনরায় তাঁর কাছে এলেন। এবার ভাই আবদুল্লাহ সবিনয়ে বোনের কাছে আবেদন রাখলেন যেন তিনি উম্মতে মুসলিমার ফায়দার স্বার্থে এ হুজরাটি ছেড়ে দেন। আবদুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহু আনহুর বাড়িও হাফসা রাযিআল্লাহু আনহার হুজরার সাথেই লাগোয়া ছিল। তিনি বোনকে অনুরোধ করলেন তার বাড়িতে এসে ওঠার জন্য। তিনি বোনের জন্য এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাবেন। আর এ বাড়িটিও তো তাঁর হুজরার সাথেই। সুতরাং তিনি নবীজির কাছেই অবস্থান করবেন।
এবার হাফসা রাদিয়াল্লাহু আনহার মন নরম হলো। তিনি তার হুজরা ভেঙে পথ সম্প্রসারণের অনুমতি দিলেন। তবে তিনি শর্ত রাখলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের যে বাড়িতে তিনি উঠছেন রওজা শরীফ বরাবর তার দেয়ালে একটি জানালা খুলতে হবে। আর এই জানালাটি কখনো বন্ধ করা যাবে না। যেন মন চাইলেই তিনি এই জানালা দিয়ে রওজা পানে তাকিয়ে থাকতে পারেন। হযরত ওমর রাজিয়াল্লাহু আনহু ওয়াদা করলেন যে, কখনোই এ জানালাটি বন্ধ করা হবে না।
খেলাফতে ওমর শেষ হলো। ওসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুমা এর যুগও সমাপ্ত হলো। হাফসা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন। আরো কত শত খলিফা ও রাজা বাদশা গত হলেন! কতবার মসজিদে নববীর পুনঃনির্মাণ ও সম্প্রসারণ হল! কিন্তু কেউই হযরত ওমর রাজিয়াল্লাহু আনহুর কৃত সেই ওয়াদা ভঙ্গ করলেন না।
১৪০০ বছর যাবত স্মৃতি হয়ে থাকল এই খোলা জানালাটি একটি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং ওয়াদা রক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্বরূপ!
এখানে ছবিতে লক্ষ্য করলে নবীজির স্ত্রীদের গৃহসমূহ এবং মসজিদে নববীর অবস্থান বোঝা যাবে। আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহার হুজরা তথা নবীজির রওজা এবং তার মুখোমুখি হাফসা রাদিয়াল্লাহু আনহার হুজরা। আর হাফসা রাযিয়াল্লাহু আনহার হুজরার সাথে লাগোয়া আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহুর ঘরও ছবির এই ম্যাপে ফুটে উঠেছে।
ইবনে কাসীর, তারীখুল খুলাফা লিল ইমাম সুয়ূতী, ওফাউল ওফা ফী আখবারি দারিল মুস্তাফা ২/২২৭ পৃষ্ঠা।
আসলেই মনে হচ্ছে সরাসরি আপনি পড়াচ্ছেন
" স্যার, আমি লেবার ভিসায় ওমানে এসেছি।
কিন্তু আলহামদুলিল্লাহ এখন সুপারভাইজারের জব করছি ইংলিশে কথা বলতে পারার কারণে।
স্পোকেন ইংলিশে আমার দক্ষতা দেখে অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমি কি ইন্ডিয়ান নাকি ?
যখন আমি উত্তর দেই, না, আমি হলাম বাংলাদেশী, তখন সব্বাই তাজ্জব হয়ে যায়।
কেননা, আমরা বেশিরভাগ বাংলাদেশীই তো স্পিকিং পারি না।
দেশে থাকতে আপনার লেখা
সাইফুর্স ইংলিশে জিরো ঠু হিরো ও
সাইফুর্স পাসপোর্ট ঠু গ্রামার
বই দুটো
নিজে নিজে
তিন বার খতম দেয়াতে
আমি ইংলিশে কথা বলতে পারি। আর,
আসার আগে দেশে
সাইফুর্স এর কোর্স করে আরো
প্র্যাকটিসের সুযোগ পাই। "
কাতারপ্রবাসী বাংলাদেশী ভাইয়েরা
নিশ্চিন্ত মনে স্যারের লেখা ওই বইগুলো
পড়া শুরু করুন। আপনি একটা নতুন জগতে প্রবেশ করবেন। স্কুল কলেজ জীবনে
যেভাবে গ্রামার রুল মুখস্হ করেছিলেন, সেটা আসলে ইংলিশ শেখার ভুল পদ্ধতি। সাইফুর স্যারের স্লোগান হলো :
যতো রুল, ততো ভুল !
রুল দিয়ে ইংরেজি শেখার পদ্ধতি আসলে ভুল।
দেশে আপনার ছেলে-মেয়ের ইংলিশের প্রাইভেট ও কোচিং এর জন্য মাসে যে দুই / চার হাজার টাকা খরচ, সেটা আসলে পদ্মার পানিতে যায়।
দেশে আপনার ছেলে-মেয়েকে খবর দেন, ইংরেজির কোচিং / প্রাইভেট বাদ দিয়ে উপরের বই দুটো পড়তে। সে দুই মাস পড়ে তার স্কুল বা কলেজের ইংলিশ স্যারকে পড়াতে পারবে - এটা সাইফুর স্যারের গ্যারান্টি !
Darb AL Rayyan ও S@ifurs এর উদ্যোগে কাতারে প্রবাসী বাংলাদেশিদের ইংরেজি দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বইগুলো কেনার জন্য Darb AL Rayyan এর অফিসে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসুন 55560761, 6003 0140
ইংরেজি ভাষা ও দ্বিগুণ প্রবাসী আয়🥰
মাসুদ কামাল হিন্দোল
সরকারি হিসাবে বর্তমানে বিশ্বের ১৬৮টি দেশে কাজ করছে বাংলাদেশের প্রায় ১ কোটি ৩২ লাখ কর্মী (প্রকৃত সংখ্যা আরও বেশি)। জিডিপিতে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দিন দিন প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ মানুষই কাজ করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। শ্রমবাজারে ভাষাজ্ঞান একটি শক্তি। যে কোনো শ্রমবাজারে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয় ভাষাজ্ঞান। শুধুমাত্র ইংরেজি ভালো জানার জন্য আমাদের দেশের কর্মীদের তুলনায় ফিলিপাইন, ভারত ও শ্রীলঙ্কার কর্মীদের বেতন দ্বিগুণ বা তারচেয়েও বেশি বৈদেশিক শ্রমবাজারে।
বাংলাদেশের প্রায় সমপরিমাণ কর্মী ফিলিপাইনের প্রবাসে কাজ করে। তাদের প্রবাসী আয় বাংলাদেশের চেয়ে দ্বিগুণ ইংরেজির কারণে। পাঁচ দশকের বেশি সময় ধরে ভাষা ও সংস্কৃতি নিয়ে কাজ করছে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান এডুকেশন ফার্স্ট (ইএফ)। সংস্থাটির সমীক্ষায় ফিলিপাইন ইংরেজি দক্ষতায় উচ্চ অবস্থানে (২০) রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহী এক সভায় বলেছিলেন, ‘মধ্যপ্রাচ্যে ফিলিপাইনের লোকেরা বাংলাদেশিদের চেয়ে চারগুণ বেশি বেতন পান। কারণ তারা সাবলীল ইংরেজি বলতে পারেন। যে জন্য তারা মধ্যম সারির কাজ পান’। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ফিদেন রামোস বিবিসি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘বিদেশে আমাদের দেশের কর্মীরা ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন। ছোটবেলা থেকে তারা ইংরেজিতে অভ্যস্ত। তাই বিদেশে তাদের চাহিদা বেশি।’
শুধুমাত্র ইংরেজি ভালো না জানার কারণে আমরা প্রবাসে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছি মেধা থাকা সত্ত্বেও। ক্যারিয়ার গঠনে ইংরেজি যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা ভুক্তভোগী প্রবাসীরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘ইংরেজি দক্ষতার অভাবে আমরা আন্তর্জাতিক দেন-দরবারেও ক্ষতিগ্রস্ত হচ্ছি।’ এত প্রতিকূলতার পরও ইংরেজি ভাষাকে আমরা এখনো ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবেই শিখছি। ‘সেকেন্ড ল্যাঙ্গুয়েজ’ ঘোষণা করতে পারলাম না আজও। ইংরেজি দক্ষতায় বাংলাদেশের অবস্থা খুবই নিম্নস্তরে এমন তথ্য উঠে এসেছে এক আন্তর্জাতিক সমীক্ষায়। অর্থনীতি ফোরামের হিসাবে ‘পৃথিবীতে ইংরেজি ভাষায় কথা বলেন ১৫০ কোটি মানুষ। কিন্তু এদের মধ্যে ৪০ কোটিরও কম মানুষের মাতৃভাষা এটি (বিবিসি বাংলা)’। সারা পৃথিবীতে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি যতটা ব্যবহার হয় অন্য কোনো ভাষা এতটা ব্যবহার হয় না। বিভিন্ন জরিপে দেখা গেছে ইংরেজি সবচেয়ে শক্তিশালী ভাষা। ২০৫০ সালেও ইংরেজি সবচেয়ে শক্তিশালী ভাষাই থাকবে (বিবিসি বাংলা ২৬ আগস্ট ২০২০)’। সাহিত্য সংস্কৃতি, জ্ঞানবিজ্ঞান চর্চায় ইংরেজি এখনো শীর্ষস্থানেই আছে।
আমেরিকার নাগরিকরা অনলাইনে চাইনিজদের ইংরেজি ভাষা শিখিয়ে লাখ লাখ ডলার উপার্জন করছে। ইউরোপের দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মীরা ইংরেজি ভাষার সুবিধা পেয়ে থাকে শ্রমবাজারে। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই ৫টি দেশ ইংরেজি ভাষার সুবিধা নিয়ে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে আধিপত্য বিস্তার করে রয়েছে। বাংলাদেশের শ্রমবাজারেও ভারত ও শ্রীলঙ্কার ইংরেজিতে দক্ষ কর্মীরা অতিরিক্ত বেতনভাতা পাচ্ছে। আমাদের শ্রমবাজারের ঘাটতি পোষাতে ভারত ও শ্রীলঙ্কা থেকে ইংরেজিতে দক্ষ কর্মী আনতে হয়। পেশাগত প্রয়োজনে ইংরেজি শেখার বিকল্প নেই। যদিও দুঃখজনক হলেও সত্য যে কোনো কর্মকর্তা পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে ইংরেজিতে প্রত্যাশিত দক্ষ জনবল পাওয়া যাচ্ছে না।
বাংলাদেশের অর্থনীতি মূলত ৩ খাতের আয়ের ওপর নির্ভরশীল। কৃষি, গার্মেন্টস ও প্রবাসী আয়। যত সহজে প্রবাসী আয় বৃদ্ধি করে অর্থনীতিতে গতি সঞ্চার করা যাবে; তত সহজে অন্য দুটি খাতে আয় বৃদ্ধি করা সম্ভব না। তাই অর্থনীতির গতি ত্বরান্বিত করতে এই মুহূর্তে প্রবাসী আয়কে গুরুত্ব দেওয়া উচিত। ইংরেজিতে কথা বলা ও শুনে বোঝা খুব কঠিন কাজ নয়। প্রয়োজন দেশব্যাপী একটি সমন্বিত পরিকল্পনা। দক্ষ শ্রমিক তৈরি করতে যত অর্থ, সময় ও শ্রম ব্যয় হবে তার চেয়ে অনেক কম শ্রমে ও অর্থে ইংরেজির মাধ্যমে প্রবাসী আয় বৃদ্ধি করা সম্ভব। সরকারি খরচে ইংরেজি ভাষা শিক্ষাগ্রহণের ব্যবস্থা করতে হবে। বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাড়াতে হলে প্রাথমিক শিক্ষা থেকেই ভাষার ওপর জোর দিতে হবে। ভাষাচর্চার ব্যাপক ও সুদূরপ্রসারী পরিকল্পনা থাকা দরকার।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাখ লাখ কর্মীকে ইংরেজি শেখানো সম্ভব। আমাদের দেশে এখন ইংরেজি শেখানোর মতো দক্ষ জনবল রয়েছে। মাত্র কয়েকশ কোটি টাকা খরচ করে কয়েক লাখ নাগরিককে কমিউনিকেটিভ বা বিজনেস ইংলিশ শেখনো যাবে না কেন? আন্তর্জাতিক শ্রমবাজারে ভাষা এক বিরাট শক্তি। আর এ শক্তি অর্জন করতে হলে ইংরেজির গুরুত্ব উপলব্ধি করতে হবে রাষ্ট্রীয়ভাবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে ও ২০৩০ সালের মধ্যে সাসটেইনেইবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে ইংরেজি ভাষার ব্যবহার বাড়াতে হবে কর্মক্ষেত্রে। জাতীয় উন্নয়নের স্বার্থে দেশে ইংরেজি ভাষা চর্চার ব্যবস্থা করে এ ভাষায় দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর ব্যবস্থা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ভাষাই বয়ে আনতে পারে বাংলাদেশের অর্থনীতিতে অপার সম্ভাবনা।
লেখক : সাংবাদিক
[email protected]
লিংক কমেন্টে...
দারব আল রাইয়্যান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিলের খবর CNN Bangla24 -এ ❤️❤️❤️
কাতারের আল রাইয়ান লিমোজিনের উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কাতারের আল রাইয়ান লিমোজিনের উদ্যোগ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Welcome to the Official YouTube Channel of Cnn bangla24====================================...
দারব আল রাইয়্যান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিলের নিউজ TBN24 -এ 🥰🥰🤲🤲
কাতারে গাড়ি চালক ও ফুড ডেলিভারির রাইডারদের নিয়ে ইফতার | TBN24 NEWS | Qatar Iftar Party কাতার প্রবাসী লিমুজন ও ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত চালক ও রাইডারদের নিয়ে বিশেষ আইনি সেমিনার, ইফতার ও দোয়া ম.....
দারব আল রাইয়্যান গ্রুপ কাতার এর দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।
দারব আল রাইয়্যান গ্রুপ কাতার এর 'প্রবাসে সিয়াম সাধনা' শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
২২ রমাদ্বান মুতাবেক ১লা এপ্রিল ২০২৪
রোজ সোমবার কাতারের রাজধানীর মুনতাজাস্থ আল মুন্তাজা পার্কে দারব আল রাইয়্যান গ্রুপ এর আয়োজনে 'প্রবাসে সিয়াম সাধনা' শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।দারব আল রায়্যান গ্রুপের সন্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মহিউদ্দিন আহমাদ আইকন -এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দারব আল রাইয়্যান গ্রুপের কাতারি স্পনসর শায়খ হামাদ সাউদ আল হিনযাব, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সভাপতি জনাব আশ্রাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ দূতাবাস কাতার এর মাননীয় কাউন্সেলর (শ্রম) জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস কাতার এর মাননীয় কাউন্সেলর (শ্রম- স্থানীয়)
জনাব তন্ময় ইসলাম
বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার এর সাধারণ সম্পাদক জনাব নুর আলম বিপ্লব ভূইয়া, প্রবাসী কল্যাণ সংস্থা কাতারের যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব নোমান বিন ইউসুফ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজার আব্দুল হান্নান,মান্দুব সিদ্দিকুর রহমান কোম্পানির সিনিয়র সুপারভাইজার ফারদিন রুবেল ও যুহাইব হাসান। সুপারভাইজার আব্দুল মমিন ও ওয়াক্কাস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মাহমুদুল হাসান, ওয়ানার স্মার্ট ভিশন ট্রেডিং কন্ট্রাক্টিং সার্ভিসেস।তিনি বলেন দারব আল রায়্যান লিমোজিন কোম্পানিতে প্রায় ৮০০ প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই কোম্পানিতে প্রায় ৫০০ রাইডার ও ড্রাইভার ফুড ডেলিভারি কাজের সাথে সম্পৃক্ত আছে বাকি সকলেই লিমোজিন চালক।
সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মুফতী মুর্শিদ শেখ
মোনাজাত পরিচালনা করেন শায়খ হামাদ সাউদ আল হিনযাব । উপস্হিত ছিলেন মোহাম্মদ ফাহাদ ম্যানেজিং পার্ট আল রাহিল লিমোজিন এন্ড ফুড ডেলিভারি সার্ভিস
মোহাম্মদ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও মো: দিদার হোসেন ম্যানেজিং পার্টনার, দারব আল রায়্যান কার পলিশ, নিহাদ, রেজাউল করিম ত্বহা ডিবিসি রিপোর্টার আমিন বেপারি, টিবিএন রিপোর্টার ই এম আকাশ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শ্রম কাউন্সেলর মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, কাতারে অবস্থিত সকল বাংলাদেশিকে কাতার সরকারে সকল আইন মেনে চলার ও বৈধ ভাবে দেশে টাকা পাঠানোর ব্যপারে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ দূতাবাস কাতার এর মাননীয় কাউন্সেলর (শ্রম- স্থানীয়)
জনাব তন্ময় ইসলাম বলেন সার্বিক সহযোগিতা ও দারব আল রাইয়্যান কোম্পানির বিভিন্ন অনুপ্রেরণা মূলককাজের ভূয়সী প্রশাংসা করেন।
দারব আল রায়্যান লিমোজিন কোম্পানির কাতারি স্পনসর শায়খ হামাদ সাউদ আল হিনযাব বলেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে।
দারব আল রাইয়্যান সবসময়ই প্রবাসীদের পাশে বিশ্বস্ততার সাথে বহুমুখী কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছে ইং শা আল্লাহ আগামীতেও কাজ করে যাবে। দারব আল রাইয়্যান লিমোজিন ও ফুড ডেলিভারিতে প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি সাথে সাথে
দারব আল রাইয়্যান ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড সার্ভিসেসও প্রবাসীদের বিভিন্ন কর্মসংস্থানের ভুমিকা রেখে যাচ্ছে।
মুফতী মুর্শিদ শেখ অনুষ্ঠানে প্রবাসে সিয়াম সাধনা বিষয় আলোচনা করেন।
আজ ২৪ রমাদ্বান বিকালে ৫ টা মাইজার আল কেনারি স্ট্রিট দোহা, কাতার Darb AL Rayyan Car Polish এর শুভ উদ্ভোদন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত
Darb AL Rayyan Group আয়োজন করেছে 'প্রবাসে সিয়াম সাধনা' শীর্ষক আলোচনা ,দোয়া ও ইফতার মাহফিল। আল্লাহ তায়া’লা আমাদের ইবাদাত গুলো কবুল করেন। আমীন 🤲🤲
ইনশাআল্লাহ আজও থাকছে
রেডিও ধ্বনিতে 91.2 FM
ইসলামিক সাওয়াল জবাব অনুষ্ঠানে।
ঠিক ৩টা থেকে ৪.৪৫ পর্যন্ত
রমজান বিষয়ক যেকোনো প্রশ্ন করতে পারেন।
শেয়ার করেও সবাইকে শোনার সুযোগ করে দিতে পারেন।
🚕🚙🚗 Urgent Hiring Car Drivers 🚗🚕🚙
We are Hiring urgent 200 Car Drivers For Talabat Food Delivery through
Darb AL Rayyan Limousine.
you should be have :
🔸 Own Car or Rental
🔹 Valid Qatar ID
🔸 Valid Driving Licence
If anyone interest pls contact with us
📲 : 6003 0140, 60030130, 55560761, 60030123, 60030129, ,60030151
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Website
Address
Doha
7GFF+WXDOHA
RETAJ 77 OFFICE BUILDING
Doha, 24
We provide best service to fulfill your expectations
Building B, First Floor, Door 104, Office 20, Golden Tower, Al Khalidiya Street 00000 Doha
Doha
Coastal Car Limousine is a company which provides professional services in Qatar. We are your reliable partner for secure traveling style
Doha
"👑 Welcome to Royal Limousine Qatar! 👑 Discover the pinnacle of luxury travel in Qatar