Management Services And Employment Development Co
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Management Services And Employment Development Co, Salmiya.

ভারতের একটা শহরের পঞ্চম শ্রেণী প্রাথমিক স্কুলের এক শিক্ষিকা,যাঁর অভ্যাস ছিল, ক্লাস শুরু হওয়ার আগে রোজ তিনি "আই লাভ ইউ অল" বলতেন। কিন্তু তিনি জানতেন, তিনি সত্য বলছেন না। তিনি জানতেন ক্লাসের সবাই কে এক রকম ভাবে তিনি ভালবাসেন না।
রাজু নামে একটা বাচ্চা ক্লাসে যাকে তিনি মোটেও সহ্য করতে পারতেন না। রাজু ময়লা জামা-কাপড় পড়ে স্কুলে আসতো। তার চুলগুলো থাকত উষ্কো-খুষ্কো, খোলা থাকে জুতার বকলেস,শার্টের কলারে ময়লা দাগ, ক্লাসে পড়া বোঝানোর সময়ও সে থাকে খুব অন্য মনস্ক। মিস এর বকুনি খেয়ে, চমকে তাঁর দিকে তাকিয়ে থাকতো সে। কিন্তু তার শূন্য দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যেত যে, রাজু শারীরিক ভাবে ক্লাসে উপস্থিত থাকলেও তার মন অন্য কোনখানে উধাও হয়ে গেছে, রাজুর প্রতি ধীরে ধীরে মিস এর মনে ঘৃণার উদ্রেক হলো।
রাজু ক্লাসে ঢুকতেই, মিসের সমালোচনার শিকার হতো। সব রকম খারাপ কাজের উদাহরন রাজুর নামে হতে থাকল। বাচ্চারা তাকে দেখে আর খিলখিল করে হাসে, মিসও তাকে অপমান করে আনন্দ পান। রাজু যদিও এইসব কথার কোনও উত্তর দিতো না। মিস এর তাকে নিষ্প্রাণ পাথর বলে মনে হতো, যার মধ্যে অনুভূতি নামে কোন জিনিস ছিলো না। সমস্ত ধমক, ব্যঙ্গ-বিদ্রুপ আর শাস্তির জবাবে সে শুধু নিজের ভাবনায় শূন্য দৃষ্টিতে তাঁকে দেখতো, আর মাথা নীচু করে নিতো। এই ভাবে সে মিস এর অত্যন্ত বিরাগ ভাজন হয়ে উঠলো।
প্রথম সেমিস্টার শেষ হয়ে রিপোর্ট বেরোনোর সময় হলে মিস রেজাল্ট কার্ডে তার সম্পর্কে সব খারাপ কথা লিখে দিলেন l মা -বাবাকে দেখানোর আগে রিপোর্ট কার্ড হেড মিস্ট্রেসের কাছে পাঠাতে হতো। তিনি রাজুর রিপোর্ট দেখে মিসকে ডেকে পাঠালেন এবং বললেন, "মিস ! রিপোর্ট কার্ডে কিছু তো অনুপ্রেরণার কথা লেখা উচিত্ ! আপনি তো যা কিছু লিখেছেন তার থেকে রাজুর বাবা একদম নিরাশ হয়ে যাবেন।" মিস বললেন, "আমি মাফ চাইছি, কিন্তু রাজু এক খারাপ আর নিষ্কর্মা বাচ্চা, আমার মনে হয়না আমি ওর সম্পর্কে ভাল কিছু লিখতে পারবো !" মিস ঘৃণার সাথে এই কথা বলে উঠে এলেন সেখান থেকে।
হেড মিস্ট্রেস অদ্ভুত একটা ব্যাপার করলেন, তিনি চাপ রাশির হাত দিয়ে মিসের ডেস্কের ওপরে রাজুর আগের বছরের রিপোর্ট কার্ড রেখে দিলেন। পরের দিন যখন মিস ক্লাসে ঢুকলেন তখন রিপোর্টের ওপরে নজর পড়তে, উল্টে দেখেন সেটা রাজুরই রিপোর্ট কার্ড ! ভাবলেন আগের বছরও নিশ্চয়ই সে এইরকম আচরণ করেছে ! ভাবার সাথে সাথেই তৃতীয় শ্রেণীর রিপোর্টটা খোলেন, রিপোর্টের মন্তব্য পড়ে ওনার আশ্চর্যের সীমা রইলো না, রাজুর উচ্ছ্বসিত প্রশংসায় রিপোর্ট কার্ডটি ভরা, তাতে লেখা আছে, "রাজুর মতো বুদ্ধিমান বাচ্চা আমি আজ পর্যন্ত দেখিনি। অতি সংবেদনশীল বাচ্চা এবং নিজের সহপাঠী আর শিক্ষকের প্রতি সম্মান এবং সহযোগিতা করে। অন্তিম সেমিস্টারেও রাজু প্রথম স্থান আধিকার করে নেয়। অস্থির ভাবে মিস চতুর্থ শ্রেণীর রিপোর্ট খোলেন, সেখানে লেখা আছে "রাজুর লেখা পড়ার ওপর তার মায়ের অসুখের গভীর প্রভাব পড়ছে, পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে উঠছে। রাজুর মা মারা গেছে এবং সঙ্গে রাজুর জীবনের যাবতীয় আশা ভরসা আর সুন্দর ভবিষ্যতের আলোও, তাকে বাঁচাতে হবে। আরও দেরী হয়ে যাওয়ার আগে, মিস এর মাথায় যেন অত্যন্ত ভারী বোঝা চেপে আছে, কাঁপা হাতে তিনি রিপোর্ট কার্ড বন্ধ করেন। তার নয়ন অশ্রুসজল হয়ে উঠলো, টপ টপ করে চোখের জল ঝরতে লাগলো।
পরের দিন যখন ক্লাসে ঢুকলেন তাঁর নিজের চির অভ্যস্ত বাক্যের পুনরাবৃত্তি করলেন, "আই লাভ ইউ অল। কিন্তু বুঝতে পারছিলেন আজও তিনি সত্যের অপলাপ করছেন। কারণ এলোমেলো চুলে এই ক্লাসে বসে থাকা বাচ্চাটা, রাজুর প্রতি যে স্নেহ তিনি হৃদয়ে অনুভব করছিলেন, তা' ক্লাসের অন্য বাচ্চাদের জন্য হওয়া সম্ভবই ছিল না। পড়া বোঝানোর সময় রোজের দিনচর্চার মতো রাজুর দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দিলেন, আর রাজুও রোজের মতো মাথা নীচু করে নিলো। যখন বেশ কিছুক্ষণ পর্যন্ত মিস এর ধমক বা শ্লেষাত্মক কথার কোনটাই বা সহপাঠীদের সম্মিলিত হাসির শব্দ কানে এলো না তখন সে আচমকা মাথা উঁচু করে তাঁর দিকে চেয়ে রইলো। অপ্রত্যাশিতভাবে তার মাথা আজ মুন্ডিত, কেশহীন ছিলো। তাঁর মুখে মৃদু হাসি। তিনি রাজুকে কাছে ডাকলেন এবং প্রশ্নের উত্তর বলে দিয়ে তা' আওড়াতে বললেন। রাজু তিন-চারবার চেষ্টার পর অবশেষে বলতে পারলো। তার জবাব দেওয়ার সাথে সাথে মিস খুশি হয়ে শুধু নিজে তালি দিলেন না, বরং অন্য সব বাচ্চাদের দিয়েও তালি দেওয়ালেন। তারপরে এটা প্রত্যেক দিনের দিনচর্চা হয়ে গেলো। মিস সব উত্তর নিজের থেকে দিতেন, তারপর সস্নেহে রাজুকে বাহবা দিতেন। সব ভালো কাজের উদাহরণে রাজুর নাম বলা হতে লাগলো। ধীরে ধীরে বিষণ্ণতার কবর ফুঁড়ে রাজু বেরিয়ে আসলো। এখন থেকে আর মিস কে প্রশ্নের সাথে উত্তর বলে দেওয়ার প্রয়োজন হতো না। সে রোজ সঠিক উত্তর দিয়ে সবাই কে প্রভাবিত করতো এবং নতুন নতুন প্রশ্ন করেও হয়রানও করতো।তার চুলগুলো এখন অনেকটা পরিপাটি থাকে, জামাকাপড়ও যথেষ্ট পরিষ্কার থাকে, হয়তো সে নিজেই কাচঁতে শুরু করে ছিল। দেখতে দেখতে বছর শেষ হয়ে গেল, রাজু দ্বিতীয় স্থান অধিকার করে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলো।
বিদায় কালীন সমারোহে সব বাচ্চারা মিস এর জন্য সুন্দর সুন্দর উপহার নিয়ে এলো, আর মিস এর টেবিলের ওপর একের পর এক পাহাড় জমে গেলো। এত সুন্দর ভাবে প্যাক করা উপহারের মধ্যে পুরানো কাগজে অগোছালো ভাবে মোড়া একটা উপহার পড়ে ছিলো। বাচ্চারা তাই দেখে হাসতে লাগলো। কারও জানতে বাকি রইলো না যে, উপহার হিসেবে সেটা রাজুই এনেছে। মিস উপহারের এই ছোট পাহাড় থেকে সেটা বার করে আনলেন, খুলে দেখলেন তার ভিতরে মহিলাদের আতরের অর্ধেক ব্যবহার করা একটা শিশি আর এক হাতে পরার মতো বড় একটা বালা যার বেশির ভাগ মোতি ঝরে গিয়ে ছিলো। মিস চুপচাপ শিশি থেকে নিজের গায়ে আতর ছিটিয়ে দিলেন এবং বালাটা হাতে পরে নিলেন। বাচ্চারা এই দৃশ্য দেখে খুব অবাক হয়ে যায়। রাজু নিজেও, শেষ পর্যন্ত রাজু থাকতে না পেরে মিসের কাছে এসে দাঁড়িয়ে পড়লো। কিছুক্ষণ পর সে থমকে থমকে মিসকে বলল, "আজ আপনার গা' থেকে আমার মায়ের মতো গন্ধ আসছে।
সময় পাখা মেলে উড়তে লাগলো। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে আর মাস বছরে বদলাতে আর কোথায় সময় লাগে ? কিন্তু প্রত্যেক বছরের শেষে রাজুর কাছ থেকে একটা চিঠি নিয়মিত ভাবে আসতো, যাতে লেখা থাকে, "এই বছর অনেক নতুন টিচারের সংস্পর্শে এসেছি কিন্তু আপনার মতো কেউ ছিলো না। তারপর রাজুর স্কুল পর্ব শেষ হয়ে গেলো এবং চিঠির ধরাবাহিকতা হলো শেষ।
কয়েক বছর পর মিস এরও অবসর হয়ে গেল। একদিন তাঁর নিজের মেলে রাজুর চিঠি পেলেন যাতে লেখা ছিলো, "এই মাসের শেষে আমার বিয়ে, আপনাকে ছাড়া বিয়ের কথা ভাবতে পারি না, আরেকটা কথা, জীবনে আমি অনেক লোকের সাথে মিশেছি, আপনার মতো কেউ নেই, ডক্টর রাজু, সাথে প্লেনে যাওয়া আসার টিকিটও খামের মধ্যে দিয়েছিলো।
মিস নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিলেন না। তিনি স্বামীর থেকে অনুমতি নিয়ে অন্য শহরে যাওয়ার জন্য রওনা দিলেন। বিয়ের দিনে যখন বিয়ের আসরে উপস্থিত হলেন, তখন খানিকটা দেরী হয়ে গিয়েছিলো। তাঁর মনে হয়েছিল বিয়ের অনুষ্ঠান নিশ্চয়ই শেষ হয়ে গেছে, কিন্তু এটা দেখে তাঁর আশ্চর্য হওয়ার সীমা ছিলো না, শহরের বড় বড় ডাক্তার, বিজনেসম্যান, এমন কি বিয়ে দেবেন যিনি সেই পণ্ডিতজীও ক্লান্ত হয়ে পড়ে ছিলেন, যে এখনও কার আসা বাকি আছে, কিন্তু রাজু বিয়ের অনুষ্ঠানের মণ্ডপের বদলে গেটের দিকে চোখ লাগিয়ে তাঁর আসার অপেক্ষা করছিলো। তারপর সবাই দেখে ছোটবেলার সেই টিচার গেটের ভিতরে ঢুকতেই রাজু তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে হাত ধরেছে, যে হাতে তিনি এখনও সেই খারাপ হয়ে যাওয়া বালাটা পরে ছিলেন, তাঁকে সসম্মানে মঞ্চে নিয়ে যাওয়া হলো। মাইক হাতে নিয়ে সে এইরকম কিছু বললো, "বন্ধুরা ! আপনারা সবাই সব সময় আমাকে আমার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করতেন? আর আমি আপনাদের সবার কাছে প্রতিজ্ঞা করতাম যে, খুব শিগগির সবাই কে তাঁর সাথে পরিচয় করিয়ে দেবো, ইনি আমার মা "
(সংগৃহিত)
আমার আর্কাইভে এই নিবন্ধটি আছে আমি ইতিমধ্যেই পোস্ট করেছি । আমাকে জিজ্ঞেস করো না কেন আমি এটা পুনরাবৃত্তি করি । আমি এটা পুনরাবৃত্তি করার অনুভূতি পেয়েছি ।
💜 সুখ যদি আজ না থাকে, তাহলে কখন?
কল্পনা করুন যে আপনার জীবন একটি খেলা যেখানে আপনি পাঁচ বল বাতাসে ভেলকি করেন । এই বলগুলি কাজ, পরিবার, স্বাস্থ্য, বন্ধু এবং আত্মা - এবং এই সব কিছু পড়া উচিত নয় ।
শীঘ্রই আপনি বুঝতে পারবেন যে কাজ একটি রাবার বল । যখন তুমি তাকে ফেলে দিবে, তখন সে ভেঙ্গে তোমার কাছে ফিরে আসবে । কিন্তু অন্য চারটি লক্ষ্য - পরিবার, স্বাস্থ্য, বন্ধু এবং আত্মা - কাঁচের তৈরি । এগুলোর একটা ফেলে দিলে, অবশ্যই ক্ষতিগ্রস্থ, ঘষে, উদ্ধত বা ভেঙ্গে পড়বে । এবং এটা তার আগের রূপে পুনরুদ্ধার করা সহজ হবে না ।
তোমাকে এটা বুঝতে হবে এবং জীবনে ভারসাম্য রক্ষার জন্য সংগ্রাম করতে হবে । এটা কেমন হয়েছে? নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না । সর্বোপরি, আমরা প্রত্যেকেই অনন্য কারণ আমরা সবাই আলাদা । অন্যের দৃষ্টিকোণ থেকে নিজের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণ করবেন না । একমাত্র তুমিই জানো কোনটা তোমার জন্য সবচেয়ে ভালো । প্রিয় জিনিসকে হৃদয় থেকে গ্রহণ করবেন না । তাদেরকে এমনভাবে রাখুন যেন তারা আপনার জীবন, কারণ তাদের ছাড়া জীবনে কোন অনুভূতি নেই ।
আপনার জীবনকে আপনার আঙ্গুলের মাধ্যমে বালুর মত পড়তে দেবেন না, অতীতে বা অন্য কারো জন্য বেঁচে থাকুন । আজ বেঁচে আছি, সারা জীবন বেঁচে থাকবে ।
অন্য কিছু করতে গিয়ে হাল ছেড়ো না ।
কোন কিছুই শেষ হবে না যতক্ষণ না আপনি আরো চেষ্টা বন্ধ করেন ।
স্বীকার করতে ভয় পেয়ো না যে তুমি ভুল । এই পাতলা সুতো আমাদের বেঁধে রাখে ।
ঝুঁকি নিতে ভয় পেয়ো না । ঝুঁকিতে আছি যে আমরা সাহসী হতে শিখি ।
খুঁজে পাওয়া অসম্ভব ভেবে জীবন থেকে ভালোবাসা ফেলে দিও না ।
ভালোবাসা পাওয়ার সবচেয়ে ভালো উপায় হল এটা দেওয়া, ভালোবাসা হারানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাকে শক্ত করে ধরে রাখা, আর ভালোবাসা রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ডানা দেওয়া!
জীবনটাকে এমন গতিতে ছুটো না যে তুমি কোথায় ছিলে তা নয়, বরং কোথায় যাচ্ছ ।
মনে রাখবেন একজন মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আপনার অর্থ অনুভব করা ।
সর্বদা অধ্যয়ন করুন । জ্ঞান ওজনহীন, সম্পদ বহন করা সহজ ।
সময় এবং শব্দ বেপরোয়াভাবে ব্যবহার করবেন না । ফিরে পাওয়া যাবে না ।
জীবন একটি জাতি নয়, কিন্তু একটি যাত্রা যা প্রতিটি পদক্ষেপে আনন্দদায়ক ।
গতকাল ইতিহাস, আগামীকাল একটি রহস্য, এবং আজ একটি উপহার...
আমরা নিজেদেরকে বুঝাই যে বিয়ের পর জীবন আরো ভালো হবে, বাচ্চা হলে আরো অনেক কিছু হবে । তারপর দেখা যাচ্ছে যে বাচ্চারা যথেষ্ট বয়স্ক হয়নি এবং তারা বড় হলে আমরা খুশি হব । তারপর দেখা যাচ্ছে যে আমাদের তাদের রূপান্তর বয়সের সাথে তাল মিলিয়ে চলতে হবে । এবং অবশ্যই আমরা খুশি হব যখন তারা বড় হবে । আমরা নিজেদের বলি আমরা খুশি হব যখন আমাদের একটি ভাল গাড়ি থাকবে যখন আমরা ছুটিতে যেতে পারি যখন আমরা অবসর গ্রহণ করব ।
কিন্তু, সত্য এটাই, আজকের দিনের চেয়ে ভালো আনন্দের সময় আর নেই ।
যদি আজ না হয়, তাহলে কখন?
হয়তো আপনার জীবন সবসময় বাধা বিপত্তি দিয়ে ভরে উঠবে । যাই হোক না কেন মেনে নেওয়া এবং সুখী হওয়া সবচেয়ে ভালো কাজ ।
ভালোবাসা এবং আলো, আলিঙ্গন । 💜
সিরাম কেন ব্যবহার করবেন?
১। আপনার ত্বক ফর্সা,উজ্জল,গ্লোয়িং করবে।
২। ব্রন+দাগ দূর করে।
৩। ত্বকের পোর মিনিমাইজ করে।
৮। ত্বক মসৃণ করে।
৯। ত্বকের কালো দাগ দূর করে।
৫। ত্বকে পুষ্টি যোগায়।
৬। ড্রাই ত্বকে ময়েশ্চারাইজার করে।
৭।সারাদিন আপনার ত্বককে টানটান রাখে।
৮। সূর্যের ক্ষতিকর থেকে ত্বক রক্ষা করে।
৯। ত্বক প্রদাহ থেকে বাচায়।
ব্যবহারঃ
পরিস্কার ত্বকে রাতে ঘুমানোর আগে ২-৩ ফোটা সিরাম ব্যবহার করুন।
#কালো দাগ দূর করে,ব্রনের গর্ত দূর করে,পোরস টাইট করে,বয়সের ছাপ দূর করে,রোদে পোড়া ভাব দূর করে ও স্কিন ফরশা হোয়াইট গ্লোয়িং করে😍
দ্বীন প্রচারের স্বার্থে, কোরআনের হক কথাগুলো সুন্দর ভাষায়, উত্তম ভাবে প্রচারের স্বার্থে, বাংলাদেশের কয়েক জন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরের নাম্বার দেয়া হলোঃ
(01) ক্বারী আব্দুল্লাহ আল আমিন (01712-053688)
(02) কামরুল ইসলাম সাঈদী আনসারী (01977-885599)
(03) জহিরুল ইসলাম আল জাবেরী (01711-195911)
(04) মিজানুর রহমান আল আজহারী ( 01785-500393)
(05) শেখ সিদ্দিকুর রহমান (01837-112233)
(06) ড.মুফতি আবুল কালাম আজাদ বাশার (01716-251834)
(07) মোল্লা নাজিম উদ্দিন (০1711-263570
(08) সাদিকুর রহমান আল আজহারী (01703-987070)
(09) ফখরুদ্দিন আহমেদ (01711-489714)
(10) রেজাউল করিম খান (01712-898448)
(11) মুহাদ্দিস মাহমুদুল হাসান (01712-646213)
(12) নাসির ইকবাল বিন শাফি (01711-451478)
(13) আব্দুল জব্বার আল মামুন (01818-843347)
(14) আবদুর রহমান নাদিমি (01712-181218)
(15) মেহেবুল্লাহ সিদ্দিকী (01723-471913)
(16) মুফতি আমীর হামজা (01727-964987)
(17) নুরুল ইসলাম কাশেমী (01849444578)
(18) নাসির উদ্দিন হেলালী (01711-134199)
(19) আবুল বাশার হেলালী (01718-614149)
(20) এ.টি.এম.তাজুল ইসলাম (01812-941914)
(21) গোলাম রাব্বানী যুক্তিবাদী (01719-802245)
(22) মাওলানা জামাল উদ্দিন (01716-760355)
(23) মুফতি আরিফ বিল্লাহ সিদ্দিকী (01711-958301)
(24) মাওলানা গোলাম আযম (01716-476467)
(25) মামুন হোসাইন হাবিবি (01973329033)
(26) দেলোয়ার হোসাইন হুজাইফি (01743-297585)
(27) অব্দুল মান্নান আনসারী (01710-764491)
(28) মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী (01828-128465)
(29) জালাল উদ্দিন রুমি (01863-183071)
(30) হাঃ মাওঃ শুয়াইব আহমদ আশরাফী (01735-891787)
(31) মাওঃ মাসুম ফারদিন (01721-991178)
(32) মাওঃ ইমাম উদ্দিন (01834-235070)
(33) মাওঃ হাচান আনসারী (01915-158858)
(34) আমিরুল ইসলাম কাওছার (01704-347750)
(35) মাওঃ আল আমিন হোসাঈন (০01787-703070)
(36) মাওঃ জসিম উদ্দিন (01813-5198804)
(37) মাওঃ মুফতি আমির হোসাইন লাকসামী (01624-591417)
(38) হাঃ মাওঃ হাবীবুল্লাহ মেসবাহ (01717-146988)
(39) মোস্তফা মাহবুবুল আলম (01767-798259)
(40) রাকিবুল ইসলাম শামীম (01786-470594)
(41) হাফেজ মনোয়ার হোসেন মোমীন (01740-593381)
(42) মুফতি মোহাম্মদ জাকারিয়া ( 01718-512714 )
(43) নূর মোহাম্মদ সিরাজি (01749-088031)
(44) নূর মোহাম্মদ বারাকাতী (01734-553312)
(45) আহমদ আলী মোল্লা (01858-365610)
(46) ইব্রাহিম খলিল (01714-557317)
(47) মুহাম্মদ হাবিবুর রশিদ (01718-006103)
(48) মাহবুব ইজ্জুদীন (01717-501491)
(49) হাফেজ এমদাদুল হক সুলতানী (01712-722785)
(50) আশরাফ বিন মোবারক সিদ্দিকী (01776-098023)
(51) আহসানুল্লাহ জীহাদি (01717-885437 )
(52) ওহেদুজ্জামান সেলিম (01723-318472)
(53) আব্দুল কাদের জিহাদি (01735-586387)
(01735-586327)
(54) ফখরুদ্দিন হেলালী (01824-832273)
(55) মাওলানা রেজাউল ইসলাম উজ্জল- (01712-766817)
(56) সাইয়্যেদ এইচ,এম,শহীদুল ইসলাম (01712-502223)
(57) রুহুল আমিন (01716-334746)
(58) মাহফুজুর রহমান দিনাজপুরী (01724-443401)
(59) আব্দুল মুমিন বিন দুরুল হুদা- (01737-779331)
(60) আব্দুল্লাহ আল মামুন (01716-571890)
(61) নাজমুল হাসান (01741-092982)
(62) হাফেজ আফতাব আহমেদ (01717-883612)
(63) মাওঃ নাজমুল হক (01718-897215)
(64) রেজাউল করিম নওগাঁ (01711-451435)
(65) শাহজাহান সাঈদী (01714-501885)
(66) হাফেজ ইদ্রিস আলী (01751-188583)
(67) ইমাম হাসান সাঈফী (01721-540444)
(68) আব্দুর রহিম আল মাদানী (01703-520012)
(69) শাইখুল ইসলাম শাইখ (01718-057335)
(70) মুহাদ্দিস মনিরুজ্জামান (01918-095088)
(71) আখিরুজ্জামান আজাদি (01734-675870)
(72) আবু বকর সিদ্দিক (01710-245548)
(73) অব্দুল বারি রাশিদী (01736-597617)
(74) মাওলানাঃ গোলজার হুসাইন (01711-964697)
(75) ড. শিবলী মাহমুদ সাঈদী (01912-707222)
(76) মুফতি আব্দুল কুদ্দুস (01911-177242)
(77) ফয়সাল আহমেদ হেলালী (01975-243454)
(78) আবুল কালাম আজাদ (01716-824567)
(79) আবুল কালাম আজাদ (01781-358926)
(81) আব্দুল গফ্ফার যশোরী (01711-341240)
(82) গোলাম মাওলা ফারুকী (01819-174144)
(83) মাওলানা মহিউদ্দিন (01712-212996)
(84) মুফতি আব্দুর রহমান (01721-990793)
(85) আব্দুর রহিম জামালী (01918824896)
(86) মুফতি মুহাঃ আফজাল হুসাইন (01914718878)
(87) প্রচারেঃ Shilpy M. Kopil Uddin Shanto (01846-842242)
(88) মাওলানা জহিরুল ইসলাম জিহাদী 01718957485 বাংলাদেশ মুফাসসির পরিষদ ।(89)হাফেজ মাওলানা মহিউদ্দিন সাঈফী ০১৭৬৬৭৩৩২২৩
নামের তালিকায় সিরিয়াল এলোমেলো হওয়ায় আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ও অনেকের অনুমতি ছাড়া মোবাইল নম্বর fb তে প্রকাশ করার জন্য আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী, অত'এব আরো অনেক মুফাস্সিরের নাম্বার না থাকার কারনে উল্লেখ করতে পারিনি,, যদি এমন কোন মুফাস্সির থাকেন, কমেন্টের মধ্যে নাম ও নাম্বার যদি দেন তাহলে কৃতজ্ঞ থাকবো, একমাত্র কোরআন প্রচারের স্বার্থে,, আর কারো কাছে যদি এমন কোন মুফাস্সির'দের নাম্বার থাকে তাহলে কমেন্টের মধ্যে দয়া করে নাম ও নাম্বার রাখবেন, উপক্রিত হবো !
Hang Out
সামনে ১৪ই ফেব্রুয়ারি।আর নয় সিঙ্গেল এখন হাতের নাগালে gf চাইয়া লন,😂01721641550 বাইচ্ছ্যা লন। 😯😯কেউ ঠেলাঠেলি করবেন না।😂😂 😛অহনা- 0171157875. 😛অর্পিতা -0183689679. 😛অদিতী-0161154738. 😛আকলিমা-0173744845. 😛আখী-0198359175. 😛আসমা-0179236926. 😛আফসানা-0181543795. 😛মিহি(বিবাহিতা)-0178140738 😛রুমু-0199384532 😛সিমা-0192842995 😛সুমু-0179984861 😛আরিফা-0185447416. 😛আনিকা-0198457474. 😛বুশরা-0195477279. 😛বেবি- 0168487474. 😛ইশিতা-0164477392. 😛ফারিয়া-0173945247. 😛রিয়া-0168473837. 😛সাদিয়া -0182439685. 😛তানিয়া-0195822936. 😛ফাহিমা-0184847743. 😛বিথী-0184854937. 😛মারিয়া-0195863377. 😛ইতি-0195268467. 😛সুমাইয়া-0183632384. 😛সারমিন-0183735016. 😛রিতু- 0179527728. 😛সনিয়া-0195383855. 😛নুসরাত-0174477386. 😛মীম-0167725826. 😛মিমি-0173735788. 😛মুসকান-0192647472. 😛সুরাইয়া-0184737374. 😛সানজিদা-0193636852 😛সাবিলা-0168387848. 😛সাথী -0184777375. 😛দৃষ্টি-01767893467. 😛সামিনা-0192774063. 😛রুশি -0173384696. 😛সাহানা-0194747784. 😛সাকিরা-0168838660. 😛সামিরা-0193774483. 😛মিথীলা-0195330374. 😛মেগলা-0184884185. 😛মাইসা-0167727458. 😛রুমি-0176806285. 😛রিমা-0193664368. 😛রিমি-0168335678. 😛রাইসা-0183473884. 😛কলি-0195665274. 😛তুবা-0167654209. 😛নওসিন-0194737634. 😛নীহা-0184746463. 😛নাদিয়া - 0184738478. 😛নুপুর-018472206. 😛পিয়া-019468834. 😛সাবা-0168473848. 😛এনা-0168463749. 😛নীলা-0184006746. 😛পপি-0179363747. 😛তমা-0183766368. 😛শিউলী-0194835574. 😛মেহেজাবিন-0184747485. 😛লুবনা-0169344789 😛সানি লিওন- +9907787 ক্যাটরিনা কাইফ- +222388. 😜😜😜😜😜😜😜😜
জ্যাঁ জ্যাঁক রুশো - 0112828........................আর নয় সিঙ্গেল এখন হাতের নাগালে gf চাইয়া লন,😂 বাইচ্ছ্যা লন। 😯😯কেউ ঠেলাঠেলি করবেন না।😂😂 😛অহনা- 0171157875. 😛অর্পিতা -0183689679. 😛অদিতী-0161154738. 😛আকলিমা-0173744845. 😛আখী-0198359175. 😛আসমা-0179236926. 😛আফসানা-0181543795. 😛মিহি(বিবাহিতা)-0178140738 😛রুমু-0199384532 😛সিমা-0192842995 😛সুমু-0179984861 😛আরিফা-0185447416. 😛আনিকা-0198457474. 😛বুশরা-0195477279. 😛বেবি- 0168487474. 😛ইশিতা-0164477392. 😛ফারিয়া-0173945247. 😛রিয়া-0168473837. 😛সাদিয়া -0182439685. 😛তানিয়া-0195822936. 😛ফাহিমা-0184847743. 😛বিথী-0184854937. 😛মারিয়া-0195863377. 😛ইতি-0195268467. 😛সুমাইয়া-0183632384. 😛সারমিন-0183735016. 😛রিতু- 0179527728. 😛সনিয়া-0195383855. 😛নুসরাত-0174477386. 😛মীম-0167725826. 😛মিমি-0173735788. 😛মুসকান-0192647472. 😛সুরাইয়া-0184737374. 😛সানজিদা-0193636852 😛সাবিলা-0168387848. 😛সাথী -0184777375. 😛দৃষ্টি-01767893467. 😛সামিনা-0192774063. 😛রুশি -0173384696. 😛সাহানা-0194747784. 😛সাকিরা-0168838660. 😛সামিরা-0193774483. 😛মিথীলা-0195330374. 😛মেগলা-nkl0184884185. 😛মাইসা-0167727458. 😛রুমি-0176806285. 😛রিমা-0193664368. 😛রিমি-0168335678. 😛রাইসা-0183473884. 😛কলি-0195665274. 😛তুবা-0167654209. 😛নওসিন-0194737634. 😛নীহা-0184746463. 😛নাদিয়া - 0184738478. 😛নুপুর-018472206. 😛পিয়া-019468834. 😛সাবা-0168473848. 😛এনা-0168463749. 😛নীলা-0184006746. 😛পপি-0179363747. 😛তমা-0183766368. 😛শিউলী-0194835574. 😛মেহেজাবিন-0184747485. 😛লুবনা-0169344789 😛সানি লিওন- +9907787 ক্যাটরিনা কাইফ- +222388. 😜😜😜😜😜😜😜😜
জ্যাঁ জ্যাঁক রুশো - 0112828আর নয় সিঙ্গেল এখন হাতের নাগালে gf চাইয়া লন,😂01721641550 বাইচ্ছ্যা লন। 😯😯কেউ ঠেলাঠেলি করবেন না।😂😂 😛অহনা- 0171157875. 😛অর্পিতা -0183689679. 😛অদিতী-0161154738. 😛আকলিমা-0173744845. 😛আখী-0198359175. 😛আসমা-0179236926. 😛আফসানা-0181543795. 😛মিহি(বিবাহিতা)-0178140738 😛রুমু-0199384532 😛সিমা-0192842995 😛সুমু-0179984861 😛আরিফা-0185447416. 😛আনিকা-0198457474. 😛বুশরা-0195477279. 😛বেবি- 0168487474. 😛ইশিতা-0164477392. 😛ফারিয়া-0173945247. 😛রিয়া-0168473837. 😛সাদিয়া -0182439685. 😛তানিয়া-0195822936. 😛ফাহিমা-0184847743. 😛বিথী-0184854937. 😛মারিয়া-0195863377. 😛ইতি-0195268467. 😛সুমাইয়া-0183632384. 😛সারমিন-0183735016. 😛রিতু- 0179527728. 😛সনিয়া-0195383855. 😛নুসরাত-0174477386. 😛মীম-0167725826. 😛মিমি-0173735788. 😛মুসকান-0192647472. 😛সুরাইয়া-0184737374. 😛সানজিদা-0193636852 😛সাবিলা-0168387848. 😛সাথী -0184777375. 😛দৃষ্টি-01767893467. 😛সামিনা-0192774063. 😛রুশি -0173384696. 😛সাহানা-0194747784. 😛সাকিরা-0168838660. 😛সামিরা-0193774483. 😛মিথীলা-0195330374. 😛মেগলা-0184884185. 😛মাইসা-0167727458. 😛রুমি-0176806285. 😛রিমা-0193664368. 😛রিমি-0168335678. 😛রাইসা-0183473884. 😛কলি-0195665274. 😛তুবা-0167654209. 😛নওসিন-0194737634. 😛নীহা-0184746463. 😛নাদিয়া - 0184738478. 😛নুপুর-018472206. 😛পিয়া-019468834. 😛সাবা-0168473848. 😛এনা-0168463749. 😛নীলা-0184006746. 😛পপি-0179363747. 😛তমা-0183766368. 😛শিউলী-0194835574. 😛মেহেজাবিন-0184747485. 😛লুবনা-0169344789 😛সানি লিওন- +9907787 ক্যাটরিনা কাইফ- +222388. 😜😜😜😜😜😜😜😜
জ্যাঁ জ্যাঁক রুশো - 0112828........................আর নয় সিঙ্গেল এখন হাতের নাগালে gf চাইয়া লন,😂 বাইচ্ছ্যা লন। 😯😯কেউ ঠেলাঠেলি করবেন না।😂😂 😛অহনা- 0171157875. 😛অর্পিতা -0183689679. 😛অদিতী-0161154738. 😛আকলিমা-0173744845. 😛আখী-0198359175. 😛আসমা-0179236926. 😛আফসানা-0181543795. 😛মিহি(বিবাহিতা)-0178140738 😛রুমু-0199384532 😛সিমা-0192842995 😛সুমু-0179984861 😛আরিফা-0185447416. 😛আনিকা-0198457474. 😛বুশরা-0195477279. 😛বেবি- 0168487474. 😛ইশিতা-0164477392. 😛ফারিয়া-0173945247. 😛রিয়া-0168473837. 😛সাদিয়া -0182439685. 😛তানিয়া-0195822936. 😛ফাহিমা-0184847743. 😛বিথী-0184854937. 😛মারিয়া-0195863377. 😛ইতি-0195268467. 😛সুমাইয়া-0183632384. 😛সারমিন-0183735016. 😛রিতু- 0179527728. 😛সনিয়া-0195383855. 😛নুসরাত-0174477386. 😛মীম-0167725826. 😛মিমি-0173735788. 😛মুসকান-0192647472. 😛সুরাইয়া-0184737374. 😛সানজিদা-0193636852 😛সাবিলা-0168387848. 😛সাথী -0184777375. 😛দৃষ্টি-01767893467. 😛সামিনা-0192774063. 😛রুশি -0173384696. 😛সাহানা-0194747784. 😛সাকিরা-0168838660. 😛সামিরা-0193774483. 😛মিথীলা-0195330374. 😛মেগলা-nkl0184884185. 😛মাইসা-0167727458. 😛রুমি-0176806285. 😛রিমা-0193664368. 😛রিমি-0168335678. 😛রাইসা-0183473884. 😛কলি-0195665274. 😛তুবা-0167654209. 😛নওসিন-0194737634. 😛নীহা-0184746463. 😛নাদিয়া - 0184738478. 😛নুপুর-018472206. 😛পিয়া-019468834. 😛সাবা-0168473848. 😛এনা-0168463749. 😛নীলা-0184006746. 😛পপি-0179363747. 😛তমা-0183766368. 😛শিউলী-0194835574. 😛মেহেজাবিন-0184747485. 😛লুবনা-0169344789 😛সানি লিওন- +9907787 ক্যাটরিনা কাইফ- +222388. 😜😜😜😜😜😜😜😜
জ্যাঁ জ্যাঁক রুশো - 0112828
অনেক দিলাম
বাইচা না
হাং আবার কারো কষ্ট দেখতে পারে না
😉😉😉😉
জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার
🌾পুলিশ ও সামরিক বাহিনী ছাড়া সরকারী চাকরিতে প্রবেশের কোন বয়স সীমা থাকবে না। অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা চালু করা হবে। ত্রিশোর্ধ শিক্ষিত বেকারের জন্য বেকার ভাতা চালু করা হবে। তিন বছরের মধ্যে সব সরকারী শূন্য পদে নিয়োগ সম্পন্ন করা হবে।
🌾সংখ্যালঘু মন্ত্রনালয় প্রতিষ্ঠা করা হবে। সংখ্যালঘুদের উপর যে কোন হামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। মুঠোফোনে ইন্টারনেট খরচ অর্ধেকে নামিয়ে আনা হবে। দেশের বিভিন্ন গনজমায়েতের স্থানে ফ্রী ওয়াইফাই ব্যবস্থা করা হবে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর নৃশংস হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। শহরে গণপরিবহন কে প্রাধান্য দিয়ে পরিবহন নীতি প্রনয়ন করা হবে।
🌾বিচারবহির্ভূত হত্যাকান্ড এবং গুম পুরোপুরি বন্ধ করা হবে। রিমান্ডের নামে পুলিশী হেফাজতে যে কোন শারীরিক নির্যাতন বন্ধ করা হবে। সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা হবেনা। বিপথগামী রাজনৈতিক কর্মীদের হাত থেকেও নাগরিকগন সুরক্ষিত থাকবেন।
🌾ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব গনমাধ্যমের ওপর কোন রকম প্রত্যক্ষ বা পরোক্ষ সরকারী নিয়ন্ত্রন থাকবে না।
🌾পর পর দুই মেয়াদের বেশী প্রধানমন্ত্রী থাকা যাবে না।
🌾ন্যায়পাল নিয়োগ করা হবে এবং সংবিধান নির্দেশিত সব দায়িত্ব পালনে ন্যায়পালকে পূর্ন স্বাধীনতা দেয়া হবে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দূর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ন স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে। ব্যাংকিং খাতে ও শেয়ারবাজার লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
🌾পিএসএসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। প্রথম বছর থেকেই ডাকসু সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত,বেসরকারী শিক্ষা পুরোপুরি ভ্যাটমুক্ত এবং মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান করা হবে। সকল পরীক্ষার প্রশ্ন ফাঁস চিরতরে বন্ধ করা হবে।
🌾শ্রমিকদের নুন্যতম মজুরী নির্ধারণ এবং গার্মেন্টস সহ সব শিল্প এলাকায় শ্রমিকদের জন্য বহুতল ভবন নির্মাণের মাধ্যমে আবাসনের ব্যবস্থা,কৃষি ভর্তূকী বাড়িয়ে সার বীজ ও অন্যান্য কৃষি উপকরন সহজলভ্য করা হবে।
🌾অতিদরিদ্র ও দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরন মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বয়স্ক ভাতা,দুস্থ মহিলা ভাতা,বিধবা ও স্বামী পরিত্যক্তদের ভাতার পরিমান এবং আওতা বাড়ানো হবে। শ্রমিক খেতমজুরসহ গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠির জন্য সুলভ মূল্যে রেশনিং চালু করা হবে।
🌾মানুষকে ভেজাল ও রাসয়নিকমুক্ত নিরাপদ খাদ্য পাওয়ার নিশ্চয়তা দেয়া হবে।
🌾 নারীর জন্য সংরক্ষিত আসনের প্রথার পরিবর্তে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে ২০শতাংশ মনোনয়নের বিধান করা হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে। ইউরোপ জাপান সহ বিভিন্ন উন্নত দেশে শ্রমশক্তির বাজার তৈরী করা হবে।
Click here to claim your Sponsored Listing.