Md Khairul Islam Vlogs
Don’t Stop.

আজ দুপুরে কুয়েতের মেজবান ওয়ান রেস্টুরেন্টে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন করা হয়। এই আয়োজনে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি অভিবাসী ও স্থানীয়রা চট্টগ্রামের স্বাদযুক্ত মেজবানি রান্নার অভিজ্ঞতা নেন।
রেস্টুরেন্টটি সাজানো হয়েছিল চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিফলিত করে। বাংলাদেশি প্রবাসীরা একত্রিত হয়ে স্বদেশের স্বাদ উপভোগ করেন।
মেজবানি রান্নার স্বকীয়তা বজায় রাখতে বিশেষ শেফ নিযুক্ত করা হয়েছিল।
এই আয়োজনের মাধ্যমে কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে যুক্ত হতে পেরেছেন। মেজবান ওয়ান রেস্টুরেন্ট ভবিষ্যতেও এমন আয়োজন আরো বৃদ্ধি করতে আগ্রহ প্রকাশ করেছে।
#চট্টগ্রাম_মেজবান #কুয়েতে_বাংলাদেশি_খাবার
▪️মেজবান ওয়ান রেস্টুরেন্ট
▪️মাহবুল্লাহ, ব্লক ১, ইশারা ১৩০
▪️কুয়েত

জীবনের নির্মম বাস্তবতা হলো—কখনো আনন্দ, কখনো বেদনা। মেহেদী রুবেল ভাইয়ের মতো অসংখ্য মানুষ প্রতিনিয়ত প্রিয়জনকে হারিয়ে বিদেশের মাটিতে কর্মব্যস্ত হয়ে পড়েন, কারণ জীবনের গাড়ি থামে না।
ভাইকে শেষ বিদায় দেওয়ার পর মাত্র এক সপ্তাহের শোক ছুটি নিয়ে আবার কুয়েতে ফিরে আসতে হয়েছে। হয়তো চোখের জল আর বুকের বোঝা নিয়ে কাজের ডেস্কে বসতে হয়েছে, কারণ বিদেশের কাজ, দায়িত্ব, সংসারের চাকা—কিছুই তো থেমে থাকে না।
এই হলো প্রবাস জীবনের করুণ সত্য: শোকও যেন লাক্সারি, সময়ই যেন সবচেয়ে বিলাসী জিনিস।
আমাদের সমাজে এমন হাজারো মেহেদী রুবেল নীরবে সংগ্রাম করে যাচ্ছেন—শোককে পুঁটলি বেঁধে রেখে প্রতিদিনের রুটিনে ফিরে যান। কারণ, জীবন নামের এই যন্ত্রণাদায়ক যাত্রায় "থামো" বলার সুযোগ খুব কম মানুষেরই থাকে।
🖤 "মৃত্যু যেন সেই নির্মম শিক্ষক, যে আমাদের বারবার শেখায়—জীবন কতটা ক্ষণস্থায়ী, তবুও আমরা এর দায়ভার নিয়ে প্রতিদিন নতুন করে হাঁটি।"
#জীবনের_বাস্তবতা #অভিবাসী_জীবন #প্রবাস_জীবন

জীবনটা সত্যিই সবসময় এক গতিতে চলে না—কখনো উচ্ছ্বাসের জোয়ার, কখনো স্তব্ধতার নদী। এটাই তার স্বাভাবিক ছন্দ। কিছু দিন আমরা দৌড়ায়, কিছু দিন শুধু হাঁটি; কখনো আলোয় ভরি, কখনো ছায়ায় ডুবে যাই। এই উঠানামাই তো জীবনের সত্যিকারের গল্প।
ভালো থাকুক আপনার প্রতিটি অস্থির মুহূর্তও—যেন প্রতিটি দোলাচল আপনাকে নতুন কিছু শেখায়, নতুনভাবে বাঁচার সাহস দেয়। 🌿

শুভ নববর্ষ ১৪৩২! 🎉
নববর্ষের এই শুভ দিনে আপনার জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে উঠুক! 🌿🌸
আসুন নতুন বছরে নতুন স্বপ্নে জেগে উঠি,
ভুলে যাই পুরনো সকল গ্লানি,
মিলে-মিশে গড়ি সুন্দর আগামী!
শুভ হোক পহেলা বৈশাখ! 🎊
পরিবারের অতিরিক্ত চাহিদার কারণে প্রতিদিন কোথাও না কোথাও মানসিক চাপে অকালে চলে যাচ্ছে একজন প্রবাসী (রেমিট্যান্স যোদ্ধা) । এটাই বাস্তব

এক নতুন ইতিহাস সৃষ্টি করলো বাংলাদেশ- যেখানে দল মত নির্বিশেষে সকলেই এক——-
মার্চ ফর গা-জা

Evening Time of Kuwait City

Kuwait Liberation Tower

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Abraj Tower Kuwait

মানুষ একা▪️▪️▪️▪️Man Alone
মানুষ আসলে একাই। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব—সব কিছুই সময়ের ফাঁদ। কেউ না থাকলে বুকের ভেতর শুনশান এক শূন্যতা, আর সবাই থাকলে মন খুঁজে ফেরে নির্জনতা।
জীবনের পথচলায় কেউ পাশে থাকে সাময়িক, কেউ দূরে সরে যায় স্থায়ীভাবে। শেষ পর্যন্ত, মানুষ একাই তার অনুভূতির ভার বহন করে, একাই অন্ধকার রাতের নীরব কান্না গিলে ফেলে।
তবু এই একাকীত্বই হয়তো জীবনের আসল সত্য।
Loneliness may be the real truth of life.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Al-Fahaheel
80000