Kazi Arif Japan
Make the best of an opportunity before the end of your time because All’s well that ends well.

আসছে ১৫,১৬ জানুয়ারী ২০২৫ গ্রামের বাড়িতে যুব সমাজের উদ্যেগে তাফসীর মাহফিল।
যাদের সম্ভব অংশগ্রহণ করবেন। মাহফিলের সফলতা কামনা করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!!
আমাদের সকলের প্রিয় ডঃ মিজানুর রহমান আজহারী হুজুর আজ ১৯ তারিখ মঙ্গলবার (এশা নামাজের পর )আমাদের সাগামিহারা ঈদগাহ্ মসজিদে সংক্ষিপ্ত আলোচনা করবেন ইনশা আল্লাহ্।
আপনারা সবাই আমন্ত্রিত।
আশা করছি মসজিদে চলে আসবেন!!
ধন্যবাদ ❤️
জাজাকাল্লাহু খাইরান।
আপা নাকি দেশের আসে পাশে আছে ?? আপা যদি চট করে ঢুকে যায়, তখন কি করবেন!?😁


লাইলাতুল কদরের দোয়া।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবারই আপনার কপালে শোক ও দুশ্চিন্তার ছাপ ছিলো? এর কারণ কি?
জিবরাঈল (আ.) নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রশ্নের জবাবে বললেন, "জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে, চোখে ও মুখে কখনো হাসি ফুটেনি।"
জাহান্নাম কেমন হবে?
১. জাহান্নামের গভীরতা এমন যে,এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান্নামের তলদেশে পৌঁছাতে ৭০ বছর সময় লাগে। বিচারের দিন জাহান্নামকে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে, যার প্রত্যেক শিকল ৭০ হাজার ফেরেশতা বহন করবেন।
২. জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।
৩. জাহান্নামবাসীদের শরীরের চামড়া ১২৬ ফুট পুরো করে দেওয়া হবে, যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন হয়। তাদের শরীরে আরও থাকবে তিল, যার এক একটি উহুদ পাহাড়ের সমান।
৪. প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ কঠিন করা হবে।
৫. জাহান্নামের খাদ্য হবে কাঁটাযুক্ত গাছ। আর পানীয় হবে ফুটন্ত পানি, পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল। এরপরও জাহান্নামবাসীর পিপাসা এতো বেশি হবে যে, তারা এই পানীয় পান করতে থাকবে।
৬. জাহান্নামের এই ভয়াবহ কঠিন কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে।জাহান্নামবাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে, তাদেরকে লোহার হাঁতুড়ি দিয়ে আঘাত করে, পুনরায় জাহান্নামে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি, আমার ভাইবোনরা আসুন, আমরা দীনের পথে চলি, ইসলাম মেনে চলি, আমাদের কখন, কি হবে আমরা কিন্তু কেউ জানি না?কেউ আমার সাথে যাবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে! দুনিয়াটা একটা ধোঁকা ও লালসাময়।
তাই আসুন, আমরা পবিত্র কুরআন- হাদিসের আদেশ-নিষেধ ও শরিয়াহ মোতাবেক চলে, ভয়াবহ কঠিন জাহান্নাম থেকে বাঁচি, আমাদের পরিবারকে বাঁচাই ও সারাবিশ্বের মুসলমানদেরকে বাঁচাই।
হে আল্লাহ! আপনি আমাকে, আমাদের পরিবারকে ও সারাবিশ্বের সকল মুসলমানকে, ভয়াবহ কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করুণ। (আমিন)
আল্লাহুম্মা ফাক্বী‘হু ফিদ্দীন।
(বাচ্চাদের জ্ঞানবৃদ্ধি ও কান্না বন্ধ করার জন্য বাচ্চার মাথায় হাত রেখে ১১ বার)
মাহে রমাদানের প্ল্যানিংয়ে এই শর্ট লিস্টটি আপনারও কাজে লাগতে পারে
◽রমাদানে আট কাজ গুরুত্বের সাথে বেশী বেশী করব -
১ ফরজ ছাড়াও রাত-দিনের সুন্নত ও নফল সালাতসমূহ
২. কুরআন তিলাওয়াত
৩. সাদাকাহ
৪. যিকির, ইস্তিগফার ও দুরুদ পাঠ
৫. দুয়া ও মুনাজাত
৫. মেসওয়াক
৬. রমজানের শেষ দশকে ইতিকাফ
৭. সবাইকে হাসিমুখে সালাম দেওয়া
৮. আত্মীয়, প্রতিবেশী ও গরিবকে খাবার খাওয়ানো
◽রমাদানে সাত কাজ সথাসাধ্য কম কম করবঃ
১. অতিরিক্ত ঘুম
২. অতিরিক্ত খাওয়া
৩. হরেক রকম রান্নায় অধিক সময় ব্যয়
৪. অহেতুক গল্প-গুজব
৫. ফেসবুক, ইউটিউবসহ অনলাইনে অহেতুক সময় ব্যয়
৬. শপিং ও দুনিয়াবি ব্যস্ততা
৭. ইফতারে ও সাহরিতে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ
◽রমাদানে আট কাজ একদমই করব নাঃ
১. চোখের গুনাহ করব না
২. গীবত, গালিগালাজ ও অশ্লীল কথাসহ মুখের গুনাহ করব না
৩. গান শোনা ও গীবত শোনাসহ কানের গুনাহ করব না
৪. হারাম অর্থ নিব না
৫. হারাম খাদ্য খাব না
৬. নামাজ কাজা করব না
৭. রোযা ভঙ্গ করব না
৮. অন্যায়ভাবে কাউকে কষ্ট দিব না।
আল্লাহ্ পাক আমাদের সবাইকে রমাদানের হক আদায় করার তাওফীক দান করুন আমীন।
আলহামদুলিল্লাহ, আগামী কাল রাতে তারাবি নামাজ ও সাহেরি খেয়ে আগামী পরশু দিন মঙ্গলবার থেকে জাপানে প্রথম রোজা শুরু হবে ইনশাআল্লাহ।
ここをクリックしてあなたのスポンサー付きリスティングを獲得。
ビデオ (すべて表示)
カテゴリー
事業に問い合わせをする
電話番号
ウェブサイト
住所
Zama-shi, Kanagawa
252-0027