Greenland Residential High School

Greenland Residential High School

Partager

The school is started from Year-1985. We provide best Education facilities. Tazmahal Road, Mohamm

15/12/2024
12/12/2024

রুটিন প্রকাশ : ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল........

10/12/2024

গ্রীনল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সেশনে প্লে গ্রুপ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে।
📍22/14, Tajmahal Road, Mohammadpur, Dhaka, Bangladesh
আজই যোগাযোগ করুন: 📞 +880 1711-221844

Photos from Greenland Residential School and College's post 14/11/2024

শিক্ষকতা কেবল একটি পেশা নয়, একটি ব্রত। সৃষ্টির সেরা জীব মানুষের সন্তানকে আসল মানুষ বানানোর মহান দায়িত্ব শিক্ষকের। অকৃপণভাবে এই মহান দায়িত্ব পালনের মাধ্যমে সহজেই সৃষ্টিকর্তার অশেষ কৃপা লাভ করবেন একজন ভালো শিক্ষক। যিনি শিক্ষকতায় নিয়োজিত তিনি শিক্ষার্থীর সেবা করার মাধ্যমে আজীবন করতে পারেন মহান সৃষ্টিকর্তার সেবা। যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পূজনীয় মনে করবেন তখন তিনিও হয়ে উঠবেন শিক্ষার্থীর তথা সমাজের সব মানুষের পূজনীয়। শিক্ষার্থীর কল্যাণ কামনায় মনে-প্রাণে, কাজে-কর্মে, ঘুমে-জাগরণে শিক্ষক হবেন সবচেয়ে বেশি নিবিষ্ট। সব শুভ কাজে শিক্ষার্থীর সফলতাকে নিজের সফলতা মনে করে সবচেয়ে বেশি আনন্দিত হবেন শিক্ষক। আবার কোনো একটি শুভ কাজে শিক্ষার্থীর ব্যর্থতাকে নিজের ব্যর্থতা ভেবে সবচেয়ে বেশি মর্মাহত হবেন শিক্ষক। নিজের শিক্ষার্থী ব্যর্থ হলে, সঠিক শিক্ষা দিতে পারেননি মনে করে নিজেকে অপরাধী ভাববেন শিক্ষক। এমনিভাবে শিক্ষার্থীর সবচেয়ে আপন ও কাছের মানুষ হয়ে উঠবেন একজন ভালো শিক্ষক। একজন ভালো শিক্ষক আজীবন লালন করবেন জানার এবং জানানোর ঐকান্তিক ইচ্ছা। শিক্ষককে জ্ঞানার্জনে হতে হবে নিরলস। অত্যন্ত সমৃদ্ধ হতে হবে নির্ধারিত বিষয়ভিত্তিক জ্ঞানে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অত্যন্ত ভালোভাবে জানা থাকতে হবে শিক্ষার সংজ্ঞা, শিক্ষার উদ্দেশ্য ও শিক্ষাদানের আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতি। আধুনিক বিশ্বের জ্ঞান-বিজ্ঞানে শিক্ষককে থাকতে হবে সমৃদ্ধ। প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক শিক্ষার নির্ধারিত সিলেবাস থাকলেও অনানুষ্ঠানিক শিক্ষার সিলেবাস অনেক ব্যাপক। সেই ব্যাপকতার ভেতর থেকে প্রতিনিয়ত ভালো-মন্দ চিনে ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করার শিক্ষা নেবেন ও দেবেন শিক্ষক।................

12/11/2024

শিক্ষকদের পেশাগত দক্ষতার সাথে শিক্ষার কার্যকারিতা উন্নয়ন ওতোপ্রোতভাবে জড়িত। একজন উন্নত পেশাগত দৃষ্টিভঙ্গির অধিকারী আদর্শ শিক্ষক নিজের দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করতে পারেন। একজন শিক্ষককে তার পেশার প্রতি শ্রদ্ধাশীল এবং পেশাগত উন্নয়নে আগ্ৰহী হতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যথার্থ মান বা স্ট্যান্ডার্ড নির্ভর করে তার শিক্ষক-শিক্ষিকার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষা দানের দক্ষতা এবং আন্তরিকতার উপর। তাই আমরা গ্ৰীনল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ শিক্ষার মানের ব্যাপারে চোখ-ধাঁধানো ইনফ্রাস্ট্রাকচার বা আবকাঠামোর চেয়ে শিক্ষক-শিক্ষিকার যোগ্যতাকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকি। এসব শিক্ষক-শিক্ষিকারা যে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত ও দক্ষ তা নয়। এঁরা সকলে শিক্ষা দানের ক্ষেত্রে অত্যন্ত নিবেদিত। ছাত্র-ছাত্রীদের সঙ্গে এঁদের রয়েছে এক স্নেহমধুর সম্পর্ক।

04/11/2024

Yearly Exam. Routine-2024

31/10/2024

গ্রীনল্যান্ড রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ
২০২৫ সেশনে প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত
বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তি চলছে !!!
প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:
১। বর্তমান বিশ্বের প্রবল প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অত্যাবশ্যক ইংরেজি শিক্ষার গুরুত্বকে সামগ্রিক পাঠ্যসূচীতে সঞ্চারিত করা হয়েছে।
২। ছাত্র-ছাত্রীদের শিক্ষা লাভকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা রয়েছে।
৩। কঠোর শৃঙ্খলা ও নিয়ম-কানুন অনুসরণ করে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটানো হয়।
৪। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি-সমৃদ্ধ শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের নৈতিক বলে বলীয়ান করে উন্নত চরিত্রের অধিকারী করে তোলার জন্য বিশেষ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রয়েছে।
৫। সাম্প্রতিক কালে গোটা বিশ্বে সাড়া জাগানো কম্পিউটার প্রযুক্তির প্রতি সকল ছাত্র-ছাত্রীকে আগ্রহী করে তোলার জন্য একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব রয়েছে যেখানে বিভিন্ন শ্রেণির ছেলে-মেয়েদের নিয়মিত কম্পিউটার শিক্ষা দেওয়া হয়।
৬। স্কুলের দেওয়াল পত্রিকার গল্প, কবিতা, ছড়া ও প্রবন্ধ ইত্যাদি লেখা এবং নিজেদের অংকিত ছবি প্রকাশ করে ছাত্র-ছাত্রীগণ তাদের সুপ্ত সাহিত্য ও শিল্প-প্রতিভা গড়ে তোলার সুযোগ পায়।
৭। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা ও ইংরেজি ভার্সন আধুনিক ও সৃজনশীল পদ্ধতিতে পাঠদান।
৮। প্রতিটি শ্রেণি কক্ষের পাঠদান ঘরে বসে পর্যবেক্ষণ করার সুবিধা।
৯। শ্রেণিকক্ষের পড়া শ্রেণিকক্ষেই ৫০% সম্পন্ন করার সুব্যবস্থা।
১০। উন্নত মানের লেকচার শীট প্রদানের মাধ্যমে পাঠদান করা হয়।
১১। দুর্বল শিক্ষার্থীদের জন্য রয়েছে Special Class
১২। আমাদের রয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডসহ বিতর্ক প্রতিযোগিতা।
১৩। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান। শিক্ষার্থীদের সার্বিক তত্তাবধায়নের জন্য রয়েছে Special Security & Governance.
১৪। প্রতিটি ক্লাসে আসন সংখ্যা সর্বোচ্চ ৪০টি।
১৫। আমাদের শিক্ষার্থীরাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক শীর্ষস্থান অর্জন করতে সক্ষম হবে।
১৬। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তি প্রদান ও আর্থিক সুবিধা।
ভর্তির নিয়মাবলী:
১। ছেলে-মেয়েদের এ স্কুলে ভর্তি করতে আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাকে প্রথমে স্কুলের অফিস থেকে ২০০.০০ টাকা মূল্যের প্রসপেক্টাস বা পরিচিতি-পুস্তক ও ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
অতঃপর-
(ক) ভর্তির ফরম যথাযথ ভাবে পূরণ করতে হবে।
(খ) শিক্ষার্থীর ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি (আইডেনটিটি কার্ড তৈরি করার জন্য) অফিসে জমা দিতে হবে।
(গ) বাবা-মা বা নিকট-আত্মীয় ২ জন অভিভাবক-অভিভাবিকার সদ্য তোলা ১টি করে পাসপোর্ট সাইজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ১ কপি করে ফটোকপি অফিসে জমা দিতে হবে।
(ঘ) উপরোক্ত জিনিস সহ শিক্ষার্থীকে নিয়ে অভিভাবককে অফিসে হাজির হয়ে স্কুলের নিধারিত ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে ।

Vous voulez que votre école soit école la plus cotée à Ammi Moussa ?
Cliquez ici pour réclamer votre Listage Commercial.

Type

Téléphone

Adresse


22/14, Block/C, Tazmahal Road, Mohammadpur, Dhaka/1207
Ammi Moussa