Quiz Olympiad of Bangladesh
কুইজে অংশ নিন, পুরস্কার জিতুন। মজার মজার তথ্য দিয়ে জ্ঞানকে সমৃদ্ধ করুন।
এখানে আপনাদের মেধা বিকাশের জন্য কিছু তথ্য দেওয়া হবে, এবং আপনাদের মেধা যাচাই করার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। সবাই পেজে লাইক দিয়ে একটিভ থাকুন এবং মেধা যাচাই করার শুযোগ নিন।

সকালে উঠি তাকিয়ে দেখি, চাঁদের হাসির রূপ,
নতুন পোশাক, নতুন আশা, ভালোবাসার ধূপ।
সবার মনে সুখের বন্যা, কাটুক দুঃখ-যাতনা,
ঈদ মোবারক, আনন্দ থাকুক হৃদয়-প্রাঙ্গণা।
ঈদ মুবারক
পবিত্র ঈদ উল আযহা’র মহিমায় পূর্ণতা পাক আমাদের জীবন।
সুন্দর হোক প্রিয়জনদের আজ ও আগামীর দিনগুলো।
ঈদ মোবারক🌙

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ আসমানি তাগিদ।।
তোর সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্।
দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্।।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে।
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ঢাল হৃদয়ের তোর তশ্তরিতে শির্নি তৌহিদের।
তোর দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।
-- কাজী নজরুল ইসলাম
Happy New Year
2024

আসসালামু আলাইকুম।
যারা সেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য ইনবক্স করেছেন। আন্তরিক ধন্যবাদ।
ইনবক্সে নাম, ঠিকানা এবং শিক্ষা প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করুন।
প্রথমত আমরা জেলাভিত্তিক সেচ্ছাসেবী নিয়োগ দিবো।

আজকে কুইজ অলিম্পিয়াড এর জম্মদিন!!
দেখতে দেখতে আপনার প্রিয় কুইজ অলিম্পিয়াড ষষ্ঠ বছরে পা রাখলো।
এই দীর্ঘ পথচলায় আপনার যারা আমাদের পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ।
ইনশাল্লাহ, খুব শিঘ্রই আমাদের আগস্ট মাসের ইভেন্টের ঘোষনা আসবে।
পাশে থাকুন

Congratulations
অনলাইন কুইজ ফলাফলঃ ৮৬
এর উত্তর মালা....
১) ১৫২৯ সালে
২) ২০০৯ সালের ৩১শে জানুয়ারিতে
৩) ১৫৮০ সালে
৪) ১৮১৭ সালে
৫) ১৯০০ সালে
আজকের বিজয়ীরাঃ
১। Aminul Hasan
https://www.facebook.com/amin2000jsr
২। Rumana Islam
https://www.facebook.com/profile.php?id=100009854292090
৩। Tulu Molla
https://www.facebook.com/tulumolla.378936
৪। Faruk Hossain
https://www.facebook.com/792.faruk
৫। Sadia Mariam
https://www.facebook.com/sadia.mariam.71
অভিনন্দন,
আপনাদের পেজের এডমিনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অংশগ্রহনকারী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আমাদের যাবতীয় প্রশ্ন করা হয় পেজের পোস্ট থেকেই। এর বাহিরে প্রশ্ন দেওয়া হয় না। তাই আপনাদের অনুরোধ করছি, একটিভ থাকুন এবং সঠিক উত্তর প্রদান করুন।
বিঃ দ্রঃ- বিজয়িদের উদ্দেশ্যে বলছি, আমরা শুক্রবার রাত ১০ টার পর নতুন প্রশ্ন ছেড়ে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা নতুন প্রশ্ন ছাড়ার আগেই পেজের এডমিনের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের ফোন নাম্বার প্রদান করুন। প্রশ্ন ছাড়ার পর যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা প্রাইজমানি পাবেন না।
ধন্যাবাদ আপনাদেরকে, আমাদের পাশে থেকে সাহস যোগাবার জন্য।
♥♥ অনলাইন কুইজ প্রতিযোগীতা: ৮৬ ♥♥
প্রতিযোগিতায় অংশ গ্রহনের নিয়ম
কুইজ প্রতিযোগিতায় প্রশ্নের উত্তর প্রদানের পূর্বে, প্রতিযোগিতায় অংশ গ্রহনের নিয়মাবলি ও করনীয় গুলো জেনে নেই।
১. এই প্রতিযোগিতাটি শুধু মাত্র আমাদের ফেজবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এর ফলোয়ারদের জন্য।
২. তাই প্রতিযোগিতায় অংশগ্রহনের পূর্বশর্ত হলো আমাদের ফেসবুক পেইজে লাইক দিতে হবে বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে।
৩. পেইজ বা চ্যানেল এর ফলোয়ার বাদে অন্য কারো উত্তর গ্রহনযোগ্য হবে না।
৪. এই প্রশ্নটি পাবলিক ভিও দিয়ে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে হবে।
৫. শেয়ার থেকে শেয়ার গ্রহনযোগ্য নয়। মূল প্রশ্নটি শেয়ার দিতে হবে।
৬. আমাদের ফেইসবুক পেইজের ইনবক্সে উত্তর দিতে হবে। কমেন্টে উত্তর দেওয়া যাবে না।
আমাদের পেইজ লিংক ও মেসেঞ্জার ইনবক্স লিংক নিচে দেওয়া আছে।
৭. সঠিক উত্তর দাতাদের মাঝে থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
৮. বিজয়ী ব্যাক্তিদের মোবাইল রিচার্জ দ্বারা পুরস্কৃত করা হবে এবং ফলাফলের সাথে নাম ঘোষনা করা হবে। পুরস্কার বিজয়ী ও প্রাইজমানির বিস্তারিত নিচে দেওয়া আছে।
৯. প্রতি শুক্রবার রাত ১০ টার পর নতুন প্রশ্ন প্রদান করা হবে।
১০. বুধবার রাত ১০ টার মাঝে পেইজ ইনবক্সে উত্তর প্রদান করতে হবে।
১১. বৃহস্পতিবার রাত ১০ টা বাজে কুইজের ফলাফল ও বিজয়ীদের নাম ঘোষনা করা হবে।
১২. সকল প্রশ্নের উত্তর লুকানো থাকবে প্রশ্ন দেওয়ার তারিখ হতে পূর্বের এক সপ্তাহের পোস্ট এর মাঝে। যে পোস্ট গুলো পাবেন আমাদের ফেসবুক পেইজ বা ইউটিউব চ্যানেলে।
১৩. উত্তর দেওয়ার নিয়ম ও পদ্ধতি নিচে দেওয়া আছে।
১৪. নিয়মাবলি না মানা হলে উত্তর পরিত্যক্ত বলে গন্য করা হবে।........... নমুনা উত্তর/উত্তর দেওয়ার নিয়ম.........
উত্তর
১/
২/
৩/
৪/
৫/
নামঃ
পেশাঃ
ইমেইলঃ.......................... অথবা....................
Answer
1/
2/
3/
4/
5/
Name:
Profession:
E-Mail:
****** পুরস্কার ******
৫ জন বিজয়ীর জন্য থাকবে আমাদের মোবাইল রিচার্জ।
১ম বিজয়ী-১০০
২য় বিজয়ী-৮০
৩য় বিজয়ী-৫০
৪র্থ বিজয়ী-৫০
৫ম বিজয়ী-৫০
♦♦ আজকের প্রশ্নঃ ♦♦
প্রশ্ন ভিডিওতে প্রদান করা হয়েছে.
কুইজে অংশ নিতে চলে আসুন আমাদের ফেসবুক পেজে
আমাদের ফেসবুক পেজ লিঙ্কঃ https://www.facebook.com/quizolympiad/
মেসেঞ্জার লিংক: m.me/quizolympiad
ইউটিউব লিংক: https://www.youtube.com/channel/UCf4_FLlxdAk4eUcK4xg-OtQ

২৯ জুন: ইতিহাসে আজকের দিনে আজকে ২৮ জুন। চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা। ২০১২ সালের আজকের দিন.....

ঈদ এসেছে, ঈদ এসেছে ঈদ মুবারাক ভাই
বাঁকা চাঁদ ওই দেখা গেছে আসমানেরি গায়
চারি দিকে খুশির ছোয়া রঙ বাহারি সাজ
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ,
>>> >> ঈদ মোবারক
Cliquez ici pour réclamer votre Listage Commercial.
Our Story
কুইজের জগতে সবাইকে স্বাগতম।
কুইজ অলিম্পিয়াড অব বাংলাদেশ নামে আমরা একটি টিম তৈরী করেছি, যার মুল কাজ হলো কুইজ প্রতিযোগীতার মাধ্যমে সবার মেধা যাচাই করা।
আপনিও অংশ গ্রহন করুন এবং যাচাই করুন আপনার মেধা।
এছাড়া আপনাদের সাধারন জ্ঞ্যান বাড়ানোর সুবিধার্থে আমাদের পেজ, ব্লগ, ইউটিউব চ্যানেল ও এপ্স সব সময় আছে।
আপনাদের কাছে, আপনাদের পাশে।
প্রতি সপ্তাহে আমরা কুইজ প্রতিযোগীতার আয়োজন করব, কুইজের প্রশ্ন করা হবে আমাদের ব্লগের পোস্টের মাধ্যমে।
এবং সেই পোস্ট শেয়ার করা হবে, আমাদের পেজে।
তাই পেজের সাথে একটিভ থাকুন, এবং পুরো দেশকে দেখিয়ে দিন আপনার মেধা।
পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
Contacter l'école
Site Web
Adresse
Ammi Moussa
Heures d'ouverture
Lundi | 10:00 - 22:00 |
Mardi | 10:00 - 22:00 |
Mercredi | 10:00 - 22:00 |
Jeudi | 10:00 - 22:00 |
Samedi | 10:00 - 22:00 |
Dimanche | 10:00 - 22:00 |