Samma Ditti
কাউকে বিন্দুমাত্র ক্ষতি করো না। কিছুই বলা যাবে না।

অরুণাচল প্রদেশে, সাধনারামা বনবিহারের ভলেন্টিয়ারের টিমের গ্রুপিং ফটো।
ভারতে অরুণাচল প্রদেশে, সাধনারামা বনবিহারে ধর্মীয় অনুষ্ঠানের উৎসর্গ টাকা দান দেওয়ার সময় এইভাবে পুণ্যার্থীদের ভীর হয়েছে ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না।
ইংরেজি ৩১ মে মাস ১৯৯৯ সালত| পোল্লে হুজ্জো পারেয়োজ ও ভান্তে| Singer| Nayan Muni Chakma|
অরুনাচল প্রদেশে, সাধনারামা বনবিহারের গণশ্রামণের অনুষ্ঠানটি অসাধারণ অনুষ্ঠান হয়েছে। যদিও বা কেউ নিজে স্বচক্ষে না দেখলেও ভিডিও এবং ছবি দেখেছেন। ভিডিও এবং ছবি দেখলে অনুমান করা যায় অসাধারণ একটি অনুষ্ঠান।
চলে আসুন Hanging Bridge দেখার জন্য অরুনাচল প্রদেশে, লাটাও'তে। এই ঝুলন্ত ব্রিজটি পিন্ডিকা(হামতি রাজা) বিহার এলাকায় অবস্থিত। এখানে কোন মানুষের কোলাহল নেই।
১৪একর জাগা ফেলেনেই অরুনাচল জিয়েগোই। ইক্কে সেই জাগানি দিগিলে হার্টফেল অব বিলি জানেলহ।😭
ইন্ডিয়া,অরুনাচল প্রদেশে, সাধনারামা বনবিহারে ধর্মীয় কাজে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে। যারা অরুনাচল গিয়েছে সবাই কাপ্তাই বাধের উদ্ভাসিত হয়ে সেখানে গিয়েছে। অনেক বর্ষীয়ানদের সাথে দেখা হয়েছে কিন্তু কাজের ব্যস্ততার কারণে কথা বলতে সুযোগ হয়নি।
অরুনাচল, ডায়ুন বাজারের পাশে এই বর্ষীয়ানের বাসায় কিছুক্ষণ কথোপকথন হয়। তিনি বাঘাইছড়ি উপজেলাবাসী ছিলেন। কিভাবে অরুনাচলে গেলেন তিনি তার কথার মাধ্যমে ব্যক্ত করলেন।
সাধনারামা বনবিহারে ৫০০জন ধাম্মাদায়াদাকে পরিদর্শনে যান শ্রদ্ধেয় জয়তিলক মহাথের মহোদয়..

অরুনাচল, সাধনারামা বনবিহারে অনুষ্ঠানে গিয়ে অনেক ছবি তুললাম। এমন ব্যস্ত দিন ছিলো আমার ফেসবুকেও ছবি আপলোড দিতে পারি নাই। সব ছবিও দেখা হয় নাই। অনুষ্ঠান শেষ করে বাংলাদেশে এসে অবশেষে রুমে বসে ছবিগুলো দেখতেছি।

তুমি চাকমা পোশাক পড়লেও তুমি চাকমা জাতি নয়। তুমি বৌদ্ধ প্রতিরূপদেশে জন্মগ্রহণকারী থাইল্যান্ডি মেয়ে। তোমাকে চাকমা পোশাক পরলে চেনা যায় না তুমি চাকমা মেয়ে না থাইল্যান্ডি মেয়ে। আবার দেখা হবে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে তোমার সাথে। @เด็กหญิง อารมณ์ดี
History of in
, Asking for and Offering Ceremony
500 Mass Program in India
At Sadhanarama Bana Vihara Diyun Pradesh, India 🇮🇳🇮🇳🇮🇳
Editor Gasagrit Singthong
বোধিপাল ভান্তেরে আনিলং আমি| উষা চাকমা জন্মদিনত| শিল্পী| দীপান্বিতা চাকমা|
১৬ই ডিসেম্বর ২০২৪খ্রি, সাধনারামা বনবিহারে শ্রদ্ধেয় নন্দপাল ভান্তেকে ভারতে ২৫বছর ধর্ম প্রচার উপলক্ষে অরুনাচল প্রদেশের শ্রদ্ধাশীলা উপাসিকারা আর ত্রিপুরার প্রদেশের শ্রদ্ধাশীলা উপাসিকারা যৌথ উদ্যোগে রুপার পাত্র এবং রুপার চামচ দান করেছেন।
আসাম প্রদেশ, ডিব্রুগড় বিমান বন্দর থেকে ত্রিপুরা, আগরতলা বিমানবন্দরে যেভাবে আসলাম। সেই স্মৃতিটুকু সর্ট ভিডিও ধরে রাখলাম।
আগরতলা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আসার সময় স্মৃতি ধরে রাখলাম।

এই জুতা/সেন্ডেল হুরোত মর সেন্ডেলানিও আরেয়োং।🤔
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Rangamati
4500