Ehsan Bookshop

Your one stop Bookshop.

15/06/2024
12/06/2024

কুরবানির পশু কিনতে বাজারে যাচ্ছেন?

এক.
এমন সময় যান যখন গেলে কোন নামাজ কাজা হবে না। যেমন ফজর বা জোহরের পর। আসরের আগে গেলে কয়েক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়।

দুই.
বউকে নিয়ে যেতে হলে পর্দার সাথে নিয়ে যান, মুখ খোলা রেখে নিয়ে যাবেন না। এতে হাজারো মানুষের বদনজরের গোনাহ হবে; যার সব গোনাহ আপনার আমলনামায় জমা হবে।

তিন.
ক্রয়কৃত পশুর বা পশুর সঙ্গে নিজের ছবি/ভিডিও করবেন না। কারণ, বিনা কারণে মানুষ বা কোন প্রাণীর ছবি/ভিডিও করা কবিরা গোনাহ। এতে ইখলাসও নষ্ট হয়।

চার.
পশুর হাসিল উসূল করুন। অনাদায়ে কুরবানি সহিহ হলেও; কর্তৃপক্ষের হক আদায় না করার কবিরা গোনাহ হবে।

পাচ.
ক্রয়কৃত পশু বাসায় আনার সময় ভাই দাম কতো? বললে, জবাবে মিথ্যা বলবেন না। কেউ কেউ বেশি দামের পশু কুরবানি দিচ্ছি বুঝানোর জন্য ক্রয়কৃত মূল্যের বেশি বলে থাকে। আবার কেউ ‘ভাই জিতছেন’ শোনার জন্য কম বলে থাকে। দুটির কোনটিই কাম্য নয়।

#কুরবানী
#গরুছাগলেরহাঠ
#হজ্জ
#পশু

08/06/2024

আলহামদুলিল্লাহ ,আমরা বছরের শ্রেষ্ঠ দশদিন পেয়ে গেছি; আর তা হলো জিলহজ্জ মাসের প্রথম দশদিন,আলহামদুলিল্লাহ ।
এবছর জুন ৭ সূর্যাস্ত থেকে ,2024 তারিখে জিলহজ্জ মাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ l

বছরের শ্রেষ্ঠ ১০ টি রাত হলো রমজানের শেষ দশক, আর বছরের শ্রেষ্ঠ ১০টি দিন হলো যিলহজ্জের প্রথম দশক। রবের কাছে এই ১০ দিনের আমল অনেক প্রিয়।

#জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলসমূহঃ

(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা।

রাসূল (ﷺ) বলেন,
❝আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।❞
[ সহীহ মুসলিম : ১১৬২ ]

(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।

রাসূল (ﷺ) বলেন,
❝তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।❞
[ সহীহ মুসলিম : ১৯৭৭ ]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।

রাসুল (ﷺ) বলেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ), সুবহানাল্লাহ
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ), আলহামদুলিল্লাহ
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ ) লা ইলাহা ইল্লাল্লাহ
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) আল্লাহ আকবার ,পড়ো।❞
[ মুসনাদে আহমাদ : ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।

সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন—

اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد

অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত।
[ দারাকুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪; সনদ সহিহ ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ— প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে।
[ ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১ ]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।

আল্লাহ তা‘আলা বলেন,
❝নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।❞
[ সুরা তাওবাহ, আয়াত: ৩৬ ]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।

রাসূল (ﷺ) বলেছেন,
❝আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।❞ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জি১হাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।❞
[ সহীহ বুখারি : ৯৬৯; মুসনাদে আহমাদ : ৬৫০৫; সুনান আবু দাউদ : ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫ ]

🤲 : আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিন।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুন।আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে প্রশান্ত আত্মা নিয়ে তাঁর কাছে ফেরৎ যাওয়ার তৌফিক দান করুন।
আমীন।

08/06/2024

৯ জিলহজ ফজরের নামাজ হতে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর কোন কথা বা সুন্নত নামাজ না পড়ে একবার করে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।

🌸 প্রত্যেক মুসল্লির জন্য জিলহজের ৯ তারিখের ফজর হতে ১৩ তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায় করে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পুরুষদের উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব।
(আদ্দুররুল মুখতার ৩/১৭৭-১৭৮)

🌸 নারীরা এই তাকবিরে তাশরিকটি নিচু স্বরে আদায় করবেন। উচ্চস্বরে নয়।

(রদ্দুল মুহতার ২/১৭৯; হাশিয়া তাহতাবী ১/৩৫৭)

06/06/2024

পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা।
একটা জীবন এখানে দাঁড়িয়েই কাটিয়ে দেওয়া যাবে।

আলহামদুলিল্লাহ।

09/04/2024

"এহসান বুকশপের" সম্মানিত সকল পাঠক পাঠিকাদের জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা

ঈদ মোবারক 🌙

#ঈদ #ঈদউলফিতর #আনন্দ

05/03/2024

রমজানের বাকি আছে আর কয়েকটি দিন!! আসুন এখন থেকে প্রস্তুতি নেই রমজানের ।
নিচের ১২ টি কাজ এখন থেকেই শুরু করি.........

কার্টেসীঃ As sunnah Foundation

26/02/2024

শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহর হাতে সমকালীন প্রকাশিত আর রাহিকুল মাখতুম। আলহামদুলিল্লাহ! সমকালীন প্রকাশনের আর রাহিকুল মাখতুমের বেশ প্রশংসা করেন শায়খ। সিরাত প্রেমী প্রত্যেক মুসলিমের অবশ্য পাঠ্য বই- আর রাহিকুল মাখতুম।

অর্ডার করতে ইনবক্স করুন!!

26/02/2024

🌱যে ব্যক্তি রমাদান মাস পাওয়া থেকে বঞ্চিত হয়, সে-ই প্রকৃত বঞ্চিত। আর যে ব্যক্তি রমাদান মাস পেয়েও এর কল্যাণ থেকে বঞ্চিত হয়, সে যেন সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হয়। আর যে ব্যক্তি নিজের আখিরাতের জন্য এই মাসে পাথেয় সংগ্রহ করতে পারে না, সে হলো নিন্দিত ও তিরস্কৃত।

বই : সময়কে কাজে লাগান
লেখক : ইমাম ইবনু রজব হাম্বালি (রাহিমাহুল্লাহ)
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান

31/12/2023

নতুন বছরের বিশেষ উপহার!!!

২০২৪ সালের শুরু স্পেশাল কিছু দিয়ে!!!

সমকালীনের "৫০% ছাড়" অফারটির সময় বাড়ল আরও ১০ দিন!

চলবে ১০ই জানুয়ারি ২০২৪ পর্যন্ত।

01832-093039


#অফার #সমকালীন

29/12/2023

🛑বিশ্বের দশটি দেশের মাদ্রাসাব্যবস্থা নিয়ে রচিত বিশ্বমানের গবেষণাগ্রন্থ 🛑

🟩 বইয়ের নাম:

🟨 স্কুলিং ইসলাম: বিশ্বব্যাপী মাদ্রাসাব্যবস্থা এবং স্থানীয় সমাজ সংস্কৃতি ও বিশ্বরাজনীতিতে তার প্রভাব।

🟩 বইটির বিষয়বস্তু :

🟨 বিশ্বব্যাপী মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে তৈরি করা একটি বিশ্বমানের গবেষণা-গ্রন্থ এটি। ভারত, পাকিস্তান, মিশর, তুরষ্ক, মরোক্কো, ইন্দোনেশিয়া, মালি, সৌদি আরব, ইরান ও বৃটেন—এই দশটি দেশের মুসলিম শিক্ষাব্যবস্থার উপর ১২ জন গবেষক ১০ মাসব্যাপী সম্মিলিত গবেষণা চালিয়ে অত্যন্ত প্রামাণ্য এবং সুসমৃদ্ধ এই বইটি রচনা করেছেন।

🟩 বইটিতে কী আছে?:

🟨1️⃣ ইসলামের ইতিহাসে মাদ্রাসাব্যবস্থার উৎপত্তি ও আধুনিক সময় পর্যন্ত এর ক্রমবিকাশের ও ক্রম-বিবর্তনের ইতিহাস।

🟨2️⃣ বিশ্বের দশটি দেশের মাদ্রাসাব্যবস্থা উত্থান-পতন এবং উন্নতি ও অধঃপতনের কমপ্লিট কেসস্ট্যাডি অর্থাৎ পূর্ণ বিবরণ।

🟨3️⃣ মাদ্রাসাব্যবস্থা নিয়ে পশ্চিমাদের প্রপাগাণ্ডার দাঁতভাঙা জবাব।

🟩 বইটি কাদের জন্য এবং কেন?

🟨1️⃣ আপনি যদি একটি মাদরাসা বা ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা বা সংশ্লিষ্ট কেউ হোন বা আপনার একটি উন্নত ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করার স্বপ্ন থাকে, তবে এই বইটি আপনার জন্য। সারা বিশ্বের মাদ্রাসাব্যবস্থার উত্থান-পতন আপনার চোখের সামনে থাকলে নিজের প্রতিষ্ঠানকে সবার চেয়ে আলাদা ও জনপ্রিয় করার পথে ইনশাআল্লাহ কয়েক ধাপ এগিয়ে থাকবেন আপনি।

🟨2️⃣ আপনি যদি একজন সন্তানের অভিভাবক হন এবং নিজ সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত থাকেন তবে এই বইটি আপনার জন্যও, কী ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের ক্যারিয়ারকে দ্বিধাহীনভাবে আলোকিত করতে পারবে, তা চিহ্নিত করা আপনার জন্য হয়ে উঠবে একেবারেই সহজ।

🟨3️⃣ আপনি যদি একজন চিন্তাশীল পাঠক বা গবেষক হিসেবে বিশ্বব্যাপী মাদরাসা বা ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস থেকে নিয়ে বর্তমান হালচাল সবকিছু এক বই থেকে জানতে চান, তবে নিশ্চিতভাবেই আপনার জন্য এই বইটির বিকল্প নেই।

🟩 বইটির হাদিয়া কত ও কিভাবে অর্ডার করবো::

🛑 বইটির মুদ্রিত মূল্য: ৫০০/- টাকা।
🛑 ২৫% ছাড়ে অফার মূল্য: ৩৭৫/- টাকা।
🛑 স্বল্প কুরিয়ার চার্জে সারাদেশে হোম ডেলিভারি।

➡ অর্ডার করতে পেইজের ইনবক্সে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর লিখুন। অথবা নিচের দেওয়া নাম্বারে 01832-093039 হোয়াটসঅ্যাপে কল করে অর্ডার করুন।

28/12/2023

২০২৩ সালের শেষ দিকে সমকালীন প্রকাশনকে কিনতে পারবেন মাত্র পনের হাজার টাকায়।
কি অবাক হচ্ছেন????
অবাক হওয়ার কিছু নেই!!!
৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সমকালীন প্রকাশনীর সকল বই পাবেন #৫০%ছাড়ে..

আর সমকালীন প্রকাশনী থেকে প্রকাশিত সকল বইয়ের দাম ৫০% ছাড়ে পড়বে মাত্র ১৪,৭০০ টাকা

এই সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

বইয়ের লিস্ট কমেন্টস এ।

03/12/2023

📣 দুটি তাফসীর
📙 তাফসীরে তাওযীহুল কুরআন (তিন খণ্ডে সম্পূর্ণ করআন)
📙 তাফসীর সহজ তাফসীরুল কুরআন ( দুই খণ্ডে কেবল সূরা বাকারা)
----------------------------------------
মুদ্রিত মুল্য : ৳5,200
ছাড় মূল্য : ৳2,860
----------------------------------------
#দুটি_তাফসীর একত্রে ক্রয়ে ডেলিভারি ফ্রি

শর্ট পিডিএফ কমেন্টেস এ

23/11/2023

তাফসীরে তাওযিহুল কুরআন ১-৩ খন্ড
অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন

#তাফসীর
#তাফসিরকুরআন
#কুরআনেরতাফসীর

01/11/2023

✅ যে কায়দাটি বহুকাল পূর্বে সর্বপ্রথম মৌলবী নূর মুহাম্মাদ ছাহেব লুধুয়ানভী রহ. সংকলন করেছেন।

পরবর্তীতে মুহিউস্ সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক ছাহেব রহ.-এর তত্ত্বাবধানে অনেক অর্থ ব্যয় করে, অনেক উপকারী বিষয় সংযোজন করে পুনরায় নতুনভাবে সংকলন করা হয়েছে। যা শিশুদের খুব সহজে কুরআনুল কারীম পাঠের উপযোগী করে গড়ে তোলে।
--------------------------
📙 নূরানী কায়েদা
হযরত মাওলানা শাহ্ আবরারুল হক (রহ.)
মুদ্রিত মুল্য : ৳50
ছাড় মূল্য : ৳25
--------------------------------------
📞অর্ডার করুন
ইনবক্সে অথবা ফোন করুন
01832-093039
------------------------------

22/08/2023

🌃ঘুমানোর পুর্বে কোন সুরা তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ সুন্নাত??

⚡সুরা ফাতিহা।

⚡সুরা বাকারাহ।

⚡সুরা মুলক।

⚡সুরা আলি ইমরান।

⚠️সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমরা আজ দেখতে চাই কতজন গুরুত্বপূর্ণ এই সুন্নতটি সম্পর্কে জানে⬆️

28/05/2023

-আল্লাহকে চিনো?
-জি।
-তাহলে আর কাউকে না চিনলেও চলবে। উনি চিনেন তোমাকে?
-জি, অবশ্যই চিনেন।
-তাহলে আর কেউ তোমাকে চিনার কী দরকার? উনার সাথে কথা বললে কি উনি তোমার কথা শুনেন?
-জি, শুনেন।
-তাহলে তো অন্য কারও সাথে কথা বলার সময় পাওয়ার কথা না তোমার। উনাকে কথা শুনাতে পারার আনন্দেই তো দিবানিশি উনাকে মনের কথা বলতে থাকবে, তাই না?
আচ্ছা, উনি কি তোমাকে কিছু বলেছেন?
-জি। কুরআনে বলেছেন।
সেই কথা হৃদয়কে শুনিয়ে বুঝিয়ে বাঁচিয়ে সজীব রাখার চেষ্টাতেই তো এই একদিনের জীবন ফুরিয়ে যাবে, তবু সফল হবে না। তাহলে এর-তার সাথে কথোপকথনের সময় কোথায়, বলো?


বই : তোমাকেই বলছি
লেখক : মোহাম্মদ তোয়াহা আকবর

24/05/2023

চোখ বুঝে যদি কোন আতর নিতে চান, তাহলে এটা নিয়ে নিন 😊

আতর ::পিংক মাস্ক । পরিমান:৩ এম এল।। ❤️

অর্ডার লিংক কমেন্টস

23/05/2023

অল্প সময়ের মধ্যে যদি কেউ নবী প্রেমে সিক্ত হতে চান, অথবা নবী বিদ্বেষী কোন অবুঝের মনে নবী প্রেমের ঝলকানি দেখতে চান তাহলে এই বইটি পড়ুন এবং পড়তে দিন।

লেখক জনাব গুরুদত্ত সিং দারা। একজন অমুসলিম নবী প্রেমিক।

দারা সাহেব অত্যন্ত উদার মন নিয়ে আমাদের নবীর সংক্ষিপ্ত জীবনী লিখেছেন। তার লেখার হরফে হরফে প্রেম ও ভালোবাসার 'আবে কাউসার' যেন ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে।এক কথায় অপূর্ব! যেমন ভক্তি ভালোবাসার আবেগ- উচ্ছ্বাস, তেমনি ভাষা ও সাহিত্যের ছন্দময় প্রকাশ!

23/05/2023

“বাইতুল্লাহর মুসাফির” বইটির লেখক- হযরত মাওলানা আবু তাহের মিসবাহ্ (দা.বা.)। বইটি হজ্বের সফরের অসাধারণ একটি বই। লেখকের সাথে এ সফরটি হয়েছিলো এদেশের বিশিষ্ট ইসলামী ব্যাক্তিত্ব হযরত হাফেজ্জী হুজুর (রহ.) এর সাথে।

লেখক তার সমস্ত ভাবাবেগ দিয়ে বইটি লিখেছেন। বইটি পড়লে মনে হয় সবকিছু যেন নিজের চোখের সামনে ঘটছে। অজান্তেই একসময় ভিজে উঠে চোখের পাতা। বইয়ের প্রতিটি পাতায় রয়েছে প্রচুর শিক্ষনীয় বিষয়। হজ্বের ভ্রমন কাহিনী ছাড়াও এতে আছে সমকালীন ইসলামী ইতিহাস ও ইরাক-ইরান যুদ্ধের অজানা রহস্য। বইটি পড়ে মনে হবে বুকে জড়িয়ে রাখি অনেক্ষণ। তাতেও হৃদয়ের তৃষ্ণা মিটবে না পাঠকের।

বইটি প্রতিটি পাঠকের হৃদয়কে আলোকিত করে, হৃদয়কে কাঁদিয়ে দেয়, ভাসিয়ে দেয় এক আধ্যাত্মিকতার সমুদ্রে। বইটি পড়লে যে কোন পাথর হৃদয়ের মানুষেরও মন গলে যাবে এবং সে অবশ্যই বায়তুল্লাহর মুসাফির হওয়ার নিয়ত করবেন এবং ফিরে আসবেন আলোর পথে। বইটা শুধু মুসলমান নয় সব ধর্মের লোকেরই ভালভাবে পড়া উচিত।

একজন লেখকের ভ্রমনের বিবরণ কতটা জীবন্ত, ফুরফুরে আর হৃদয়গ্রাহী হওয়া যায় “বাইতুল্লাহর মুসাফির” না পড়লে বুঝানো যাবে না। মাওলানা আবু তাহের মিসবাহ্ বাংলা ইসলামী সাহিত্যের একজন বিশিষ্ট ব্যাক্তিত্ব, যার সাহিত্য কথা মানুষকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেয়। বইটির পাতায় পাতায় তিনি সাহিত্যের যে মায়াজাল বুনে গিয়েছেন তা সাহিত্যপ্রেমী পাঠককে এক প্রশান্তিময় সুখ দান করে। তাই নিঃসন্দেহে বলা যায়, বাংলা সাহিত্যের বিচারেও বইটি একটি অনন্য সংযোজন ও চিরভাস্কর।

অর্ডার লিংক কমেন্টস

Photos from Ehsan Bookshop's post 15/05/2023

বই নিয়ে কাজ করি আজকে প্রায় ৭ বছর হলো ।সারা বাংলাদেশে আনাছে কানাচে এমন কোন জায়গা নেই যেখানে আমরা বই ডেলিভারি করিনি।

যারা আমাদের থেকে বই নিচ্ছেন আমরা তাদেরকে সরাসরি ফেস টু ফেস কখনো দেখা হয়না।শুধু ভয়েস কলেই কথা হয়।

কিন্তু এই বই যে, এক এক জনের কাছে কত আবেগের বিষয় ,কত অপেক্ষার বিষয় ,সেটা হয়তো আমরা ওইভাবে ফিল করি না; কারন সব কাস্টমার তার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেনা।

#তাহফিজ_কুরআন সারা বাংলাদেশে সর্বত্র হাজার হাজার পিচ আমরা পাঠিয়েছি গত ৭ বছরে।বাংলাদেশে অনেক মাদ্রাসায় + দেশের বাইরে ভারতেও অনেক মাদ্রাসায় এই #তাহফিজ কুরআন পাঠিয়েছি।

কিন্তু,আজকে চিলমারী থানায় একটা মাদ্রাসায় তাহফিজ কুরআন হাতে পেয়ে বাচ্চাদেরকে দেওয়ার পর সেই ছবি মাদ্রাসার শিক্ষক আমাদের গ্রুপে শেয়ার করেছেন।

যা দেখে,আমরা সত্যিই একটু আবেগ আপ্লুত হয়ে যাই ।মনের অজান্তেই চোখের কোণে এক পশলা পানিও চলে আসছে।🥲

আসলেই তো, বই/কিতাব/কুরআন যেইটাই বিক্রি করিনা কেন!!! দিন শেষে যদি কেউ সেটা পেয়ে আনন্দিত হয়, এইটাইতো আমাদের প্রাপ্তি।

কাস্টমার রিভিউ লিংক কমেন্টসে।

#তাহফিজ_কুরআন
#এহসান_বুকশপ

13/05/2023

অফার!! অফার!! অফার! !
সুক্কারি খেজুর পাচ্ছেন নাম মাত্র মুল্যে --

🔰খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম দেহে উচ্চ রক্তচাপ কমায়। ও বাজে কোলেস্টেরল দূর করে ও শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কলেস্টোরল কমায় এবং ভালো কলেস্টোরলের মাত্রা বৃদ্ধি করে।

🔰 অর্ডার করার জন্য
১. আপনার নাম
২. ঠিকানা
৩. মোবাইল নাম্বার আমাদের পেইজে ম্যাসেজ করুন।

🏍️ ঢাকার ভিতরে ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১২০ টাকা
ক্যাশ অন হোম ডেলিভারী দেয়া হয়।

Helpline: 01832-093039 (WhatsApp)

13/05/2023

উমরা ও হজ্জ আদায়ের জন্য
অতি প্রয়োজনীয় ৫টি কিতাব প্যাকেজ
------------------------------------

১। মুঈনুল হুজ্জাজ
সংকলন: আলহাজ্জ মুহাম্মাদ নূরুল ইসলাম মিয়া
সম্পাদনা: মুফতী মনসূরুল হক ও মাওলানা গিয়াসুদ্দীন আহমাদ
মুদ্রিত মূল্য: ৳১৯০
শর্ট পিডিএফ
https://cutt.ly/h59HcGU

২। বায়তুল্লাহ্‌র পথে
মূল: সায়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
অনুবাদ: মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম
মুদ্রিত মূল্য: ৳২৬০
শর্ট পিডিএফ
https://cutt.ly/059JJqT

৩। নবীজীর সা.-এর হজ্জ
মূল : শায়খ আবদুল্লাহ আল-বারনী আল-মাদানী
অনুবাদ : উম্মে আবদুর রহমান
সংযোজিত: হজ্জ বিষয়ক প্রয়োজনীয় কিছু উপদেশ এবং উমরাহ ও হজ্জের মাসায়েল
মুদ্রিত মূল্য: ৳১৬০
শর্ট পিডিএফ
https://cutt.ly/c59KXNL

৪। হজ্জ একটি প্রেমসিক্ত ইবাদত
মূল : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা. বা.
অনুবাদ: মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন
মুদ্রিত মূল্য : ৳৫০
শর্ট পিডিএফ
https://cutt.ly/e59Zy9z

৫। মুনাজাতে মাকবুল ও মাসনুন দুআ
মূল : হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
উদূ তরজমা ও তাশরীহ : মাওলানা আবদুল মাজেদ দরিয়াবাদী
বাংলা অনুবাদ : মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আবদুল্লাহ
মুদ্রিত মূল্য: ৳২৪০
শর্ট পিডিএফ
https://cutt.ly/i59XdJy
-------------------------------------------------

প্যাকেজটির মুদ্রিত মূল্য: ৳৯০০
অফার মূল্য: ৳৪৫০

অর্ডার করুন ইনবক্সে অথবা ফোন করুন
01832-093039

Want your business to be the top-listed Shop in Jatrabari?
Click here to claim your Sponsored Listing.

একটি সপ্নকে তাড়াতে...

মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পথে মার্চেন্ট শিপের এক ক্যাপ্টেন সাহেবের সফরসঙ্গী হয়েছিলাম। অনেক বিষয় নিয়েই কথা হচ্ছিল। জানতে পারলাম উনি বই পাগল একজন মানুষ। এবং উনার পারিবারিক পাঠাগারে বইয়ের সংখ্যাও তাক লাগিয়ে দেওয়ার মত। জিজ্ঞেস করলাম 'আবু তাহের মিছবাহ' সাহেবের 'তুরষ্কে তুর্কিস্থানের সন্ধানে' বইটি কেমন লেগেছে? উনি একটু অপ্রস্তুত ভাবে বললেন 'আবু তাহের মেছবাহ' কে? আমি একটু অবাক হলাম; কারণ উনাকে দেখে মনে হয়েছিল, উনি প্রাকটেসিং মুসলিম।

পরে উনার সাথে বিস্তারিত আলোচনা করে বুঝলাম অনেক কারণেই ধর্মীয় বইয়ে উনি আগ্রহী নন। আমি শুধু বললাম, আপনি ইসলামি সাহিত্য সম্পর্কে জানুন । দিন অনেক বদলে গেছে। গত কয়েক বছরে এক বিপ্লব ঘটে গিয়েছে ধর্মীয় পাড়ায়। প্রচ্ছদ থেকে শুরু করে প্রতিটি ফর্মায় পাবেন আন্তরিকতার ছাপ, সাথে মানসম্মত কন্টেন্ট। আর আলেম লেখকদের মাঝে কেউ কেউ তো এমনও রয়েছেন, যারা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্রের Literary criticism- এর যোগ্যতা রাখেন।

ভদ্রলোক বুঝেছিলেন কিনা জানিনা। কিন্তু আমি বুঝেছিলাম, জেনারেল মানুষের সাথে ইসলামি সাহিত্যের একটি সেতুবন্ধ এখন সময়ের দাবি। ইসলামী সাহিত্যে ছড়িয়ে দেওয়ার ইচ্ছা বোধকরি সেদিনই হয়েছিল।

সেই চেতনার বহিঃপ্রকাশ হিসেবে কিছু ক্ষুদ্র প্রচেষ্টা সূচনা হয়েছে; যার মধ্যে এহসান বুকশপ একটি।

Videos (show all)

রামাধান ফেস্ট ২০২৪।সিয়ান পাবলিকেশন#রামাধান
মাথা ব্যাথা!!?? তিনবার শুনুন, মাথা ব্যাথা ভাল হয়ে যাবে ইনশাআল্লাহ
🛑বিশ্বের দশটি দেশের মাদ্রাসাব্যবস্থা নিয়ে রচিত বিশ্বমানের গবেষণাগ্রন্থ 🛑🟩 বইয়ের নাম:🟨 স্কুলিং ইসলাম: বিশ্বব্যাপী মাদ্র...
তাফসীরে তাওযিহুল কুরআন ১-৩ খন্ডঅর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন#তাফসীর#তাফসিরকুরআন#কুরআনেরতাফসীর
চোখ বুঝে যদি কোন আতর নিতে চান, তাহলে এটা নিয়ে নিন 😊আতর ::পিংক মাস্ক । পরিমান:৩ এম এল।। ❤️অর্ডার লিংক কমেন্টস
ভালো ভালো বই বেছে শুধু নিজের জন্যই কিনবেন? বাচ্চাদের জন্য কিছু নেবেন না?বই : “ছোট্ট ছোট্ট গপপো” সিরিজ (৫টি বই)
ভালো ভালো বই বেছে শুধু নিজের জন্যই কিনবেন? বাচ্চাদের জন্য কিছু নেবেন না?শিশুরা হচ্ছে কাদামাটির মতো। ছোট থাকতেই তাদেরকে ...
ইসলাম ও আমাদের জীবন ১-১৫—একজন মানুষের জীবনের জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে এই একটা সিরিজই যথেষ্ট।
#pre_order01832093039

Category

Telephone

Address


57, Kutubkhali, Donia, Jatrabari. Dhaka
Jatrabari
1236

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Other Book Stores in Jatrabari (show all)
তাকওয়া বই বিতান তাকওয়া বই বিতান
Jatrabari, Dhaka
Jatrabari, 1232

সহীহ আকিদা মানহাজ ভিত্তিক বইয়ের সমারোহ

The BookStall The BookStall
Jatrabari

THe BookStall is a place where you can find various types of books, magazines, notebooks and other s

শঙ্খচিল_Online Books Corner শঙ্খচিল_Online Books Corner
Jatrabari , Dhaka
Jatrabari

শঙ্খচিল বুকস কর্নার

Online Shop Dhaka Online Shop Dhaka
Dhaka
Jatrabari, 1236

ভালো মানের পন্য কাস্টমারে কাছে সহজে পৌঁছে দেওয়া !

Pata Book Point Pata Book Point
Jatrabary, Dhaka
Jatrabari

Assalamualaikum l We sell a variety of Islamic books by reading which you can increase your knowl

Comics & Manga Shop BD Comics & Manga Shop BD
Dhaka
Jatrabari, 1236

Comics & Manga Shop BD is a trustworthy online bookshop. We provide all kinds of original imported English Comics and manga all over Bangladesh.

Book pion - বুকপিয়ন Book pion - বুকপিয়ন
60/4 Rosulpur
Jatrabari

শিল্প-সাহিত্য, দর্শন, গল্প-উপন্যাস ও ই?

কুতুব ক্যাফে কুতুব ক্যাফে
Demra Road
Jatrabari, 1204

এক্সট্রা ছাড় মূল্যে সকল জনরার ইসলামিক-নন ইসলামিক বই পেতে কুতুব ক্যাফে ভিজিট করুন। আর নির্যাস নেন জ্ঞানের।🌸 আপনার সম্পদ, আমাদের আমানত। আপনার শ্রদ্ধা ও ভালোবাসা, আমাদের শক্তি ও পাথে...

VarBooks by Prodomart VarBooks by Prodomart
Jatrabari
Jatrabari

VarBooks is an online book store operated as a part of Prodomart. Where users can buy multiple versi

Bookshop Bangladesh Bookshop Bangladesh
Bibir Bagicha
Jatrabari, 1232

Our first goal is to deliver books to everyone at the lowest prices

Ettadi book house Ettadi book house
Jatrabari

Binimoy designs Binimoy designs
Kutobkhali
Jatrabari, 1236

গ্রাফিস ডিজাইন