An Nur Gadget World
এখানে সব ধরনের গেজেট/এক্সেসরিজ, ইলেকট?
আলহামদুলিল্লাহ আজ পেজটি ফিরে পেলাম।
কার কার পছন্দ?
চার্জার নিয়ে চতুর্থ পর্ব:
অনেকেই তাদের মোবাইল ফোন ঘন ঘন চার্জ দেয়। এটি কি ঠিক? এর কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে?
আমরা সবাই জানি যে, মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দেয়ার জন্য চার্জার পোর্ট থাকে যেখানে পিন প্রবেশ করানো হয়। তাই যদি ঘন ঘন চার্জ দেওয়া তাহলে ব্যাটারির ক্ষতির আগে চার্জিং পয়েন্ট নষ্ট হয়ে যাবে ।
গুগলের পণ্য ব্যবস্থাপক রোনাল্ড হো বলেন, 'অতিরিক্ত চার্জ দেওয়া খারাপ' বা 'ঘন ঘন চার্জ দেওয়া খারাপ' বলে যে মানসিকতা আছে, তা পুরোনো দিনের ধারণা। এখনকার প্রতিষ্ঠানগুলো ব্যাটারি ও চার্জিং অপ্টিমাইজিং প্রযুক্তি তাদের ডিভাইসে ব্যবহার করছে। ফোনের ব্যাটারির চার্জ যখন শতভাগ হয়, তখন অভ্যন্তরীণ ব্যাটারি চার্জার অতিরিক্ত চার্জ হওয়া ঠেকিয়ে দেয়। ফোনের ব্যাটারিগুলো চার্জারের কাছ থেকে শতভাগ চার্জ হওয়ার আগেই বার্তা পেয়ে তাকে ।
এবং ফোনগুলোকে তৈরি করাই হয় এমন ভাবে যেন যেকোনো সময় তা চার্জ দেওয়া যায় এবং যতবার খুশি ততবার। এতে শুধু চার্জিং পোর্ট এর সমস্যা হতে পারে যদি তা type d হয়। আর টাইপ সি type cএর ক্ষেত্রে এ সমস্যার সমাধান হয়ে যায়।
তবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা একটি বিষয়ে একমত যে আপনি যখন কোনো স্মার্টফোন ব্যবহার না করে সংরক্ষণের জন্য রাখেন, তখন একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চার্জ রাখা উচিত। এটা থেকেই বোঝা যায়, স্মার্টফোনের ব্যাটারি শতভাগ চার্জ রাখতে পছন্দ করে না।
স্মার্টফোনের ব্যাটারির চার্জ ৩০ থেকে ৫০ শতাংশ থাকলে তার আয়ু থাকে বেশি দিন। তাই স্মার্টফোনের চার্জ বেশিক্ষণ ধরে রাখতে এ সীমার মধ্যে চার্জ রাখার জন্য বলে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা।
অপরদিকে, DOD (Depth of Discharge) ক্যাপাসিটির বাইরে চার্জ খরচ করলে মোবাইল ব্যাটারির ক্ষতি হতে পারে। তাই আপনার মোবাইলের ব্যাটারির চার্জের পার্সেন্টেজ ২০% থেকে ৫০% এর মধ্যে থাকলেই চার্জে লাগিয়ে দেবার চেষ্টা করবেন। একেবারে পাওয়ার অফ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে যাবেন না।
তবে মনে রাখতে হবে, স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু অতিরিক্ত তাপমাত্ৰা। বেশি তাপমাত্রায় স্মার্টফোনের ব্যাটারি কমতে শুরু করে। তাই সরাসরি স্মার্টফোন রোদে রাখা ঠিক নয়। অনেক ক্ষেত্রে অতিরিক্ত গরমে ফোন বিস্ফোরণের ঘটনাও ঘটে। ৮৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ওপরে গেলেই ব্যাটারির কার্যকারিতা কমতে শুরু করে।
ভুয়া বা নকল চার্জার, কেবল ব্যবহার না করলে নিজ স্মার্টফোনের কেবল ছাড়া অন্য কেবল বা চার্জার ব্যবহারে তেমন কোনো ক্ষতি হয় না। তবে নিজের ডিভাইসের সঙ্গে দেওয়া চার্জার ও কেবল ব্যবহারই সবচেয়ে নিরাপদ।
নোটঃ DOD(Depth of Discharge) হচ্ছে কোন মোবাইল ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জিং ক্যাপাসিটি যা বেশিরভাগ মোবাইল ফোনের ক্ষেত্রে ৫০% এবং উন্নত মোবাইলে ক্ষেত্রে ৮০%।
তবে আমারা তা না পারলেও অন্তত 20% নিচেবাবো না এবং 90%এর বেশি চার্জ দিব না এটা আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে।
চার্জার নিয়ে তৃতীয় পর্ব:
মোবাইলকে তাড়াতাড়ি চার্জ করার এই প্রক্রিয়াটি শুরু হয় ২০১৩ সালে। কোয়ালকম ২০১৩ সালে নতুন একটি প্রযুক্তি রিলিজ করে, যেটির নাম কুইক চার্জার। যেখানে এই চার্জার টি ছিল একটি ১০ ওয়াটের চার্জার। এর পূর্বে যেসব চার্জার গুলো ছিল সেগুলো কম ছিল; তবে যখন কোয়ালকম এর কুইক চার্জার টি চলে আসলো, তখন ফোনগুলো আরো দ্রুত চার্জ হতে লাগল এবং তখনই শুরু হল ফাস্ট চার্জিং এর কাহিনী। Quick charger কোয়ালকম এর মালিকানাধীন এমন একটি চার্জিং ব্যবস্থা বা প্রটোকল যা ইউএসবির মাধ্যমে সরবরাহিত পাওয়ার পরিচালনার জন্য ব্যবহৃত হয়
কোন একটি Quick charger দিয়ে ফোনকে দ্রুত চার্জ করার জন্য অবশ্যই সেই ফোনটি কে Quick charging সমর্থন করতে হবে। আর তা না হলে সেই Quick charger টি দিয়ে সেই ফোনটি চার্জ করা যাবে না। এখানে সেই ফোনটি চার্জ করা যাবে না বলতে, সেই ফোনটিকে ফাস্ট চার্জিং সুবিধার মাধ্যমে চার্জ করা যাবে না।
আপনারা হয়তোবা দেখে থাকবেন প্রত্যেকটি ব্রান্ডের ফোনে একটা চার্জার কে আলাদা আলাদা নামে ডাকা হয়। ফাস্ট চার্জার কে একেক কোম্পানি একেক নামে ডাকলে ও টেকনোলজি কিন্তু একই। কোয়ালকম যেহেতু এই চার্জারটি কে প্রথমে Quick charger নামে ব্রান্ডিং করে ফেলেছে, এই জন্য অন্যান্য কোম্পানি গুলো এটিকে বিভিন্ন নামে ডাকে। সেজন্য ফাস্ট চার্জার কে কেউ বলে Quick charger, Adaptive fast charger, Rapid charger ইত্যাদি নামে। কিন্তু এখানে দ্রুত চার্জ করার টেকনোলজির কিন্তু একই; কিন্তু বিভিন্ন কোম্পানি এটিকে বিভিন্ন নামে বলে থাকে।
ফাস্ট চার্জার কে বিভিন্ন নামে ডাকা হলেও এটির কার্যক্ষমতা ঠিকই আছে। যেমনভাবে কোন মোবাইলের কনফিগারেশন এক হলেও সেই মোবাইলের ব্রান্ড অনুসারে সেটিকে অন্য নামে ডাকা হয়। তেমনি ভাবে এই ফাস্ট চার্জার টিকে প্রত্যেকটি কোম্পানি আলাদা আলাদা নামে ডেকে থাকে। আর এতে করে কোনো একটি চার্জার এর নাম শুনলেই সেই ব্রান্ডের কথা মাথায় চলে আসবে। যে বিষয়টি আপনার হয়তোবা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন।
প্রিয় পাঠক!
চার্জার নিয়ে পোস্ট করা আমাদের তিনটি পোষ্টই মোবাইল প্রযুক্ত নিয়ে পড়াশোনারত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিস্টার নাজমুল হোসেনের থেকে নেয়া হয়েছে।
চার্জার নিয়ে দ্বিতীয় পর্ব:
কোন একটি ফোন ফাস্ট চার্জিং সাপোর্টেড না; কিন্তু সেই ফোনে যদি ফাস্ট চার্জার লাগিয়ে দেন, তবে সেই ফোনের ক্ষতি হবে কিনা?
অথবা কোন একটি ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিন্তু সেটা যত ওয়ার্ডের সাপোর্ট করে আপনি যদি তার চাইতে বেশি ওয়ার্ডের চার্জার লাগিয়ে দেন তাহলে ফোনে ক্ষতি হবে কিনা?
এটি বেশিরভাগ ক্ষেত্রে হয়না। কারণ প্রত্যেকটি ফোনের মধ্যে একটি টেকনোলজি থাকে, যেখানে ফোন চার্জার এর সাথে কমিউনিকেট করে। এখানে সোজা ভাষায় বলতে গেলে, "চার্জার বলে ভাই, আমি আপনাকে ১৮ ওয়াট দিতে পারব, কিন্তু ফোন বলে আমি ১০ ওয়াট নিতে পারব এবং দশ ওয়াট হলেই আমার চলবে"। যেখানে এই বিষয়টিকে ফোনের Charge controller নিয়ন্ত্রণ করে।
সেই ফোনের ব্যাটারি তে আসা Electricity level যদি ক্ষতিকারক মাত্রা অতিক্রম করে, তবে IC সেই অতিরিক্ত চার্জ কে বাধা প্রদান করে। এক্ষেত্রে যে চার্জটি সে নিতে পারবে, শুধুমাত্র সে চার্জ টিকে চার্জার থেকে নেয়। আর এজন্য ফোনের কোন ক্ষতি হয় না। কেননা কোন একটি ১৮ ওয়াটের চার্জার দিয়ে একটি ফোন কে চার্জে দিলে সেই ফোনটি যদি সেটি নিতে না পারে, তবে চার্জার ও সেই অতিরিক্ত চার্জ ফোনটিকে দেয় না। তো, বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে ফোনের কোন সমস্যা হয় না।
তবে ফাস্ট চার্জার দিয়ে কোন সাধারণ ফোনে চার্জ দেওয়া প্রস্তাবিত নয় এবং মোবাইল ফোন উৎপাদকেরা ও বলে থাকে, ফোনের সঙ্গে যে চার্জারটি দেওয়া হয়েছে শুধুমাত্র সেই চার্জারটি দিয়ে ফোনে চার্জ করতে। ফোনের সঙ্গে যে চার্জারটি আসে এবং যে ওয়াট এর চার্জারটি আসে, সেটি ব্যবহার করার জন্য এবং সেটি ব্যবহার করাই সবচাইতে ভালো হবে। ফাস্ট চার্জার দিয়ে সাধারণ ফোনে চার্জ করলে যে ফোনের ব্যাটারি ফেটে যাবে এমনটি খুবই ব্যতিক্রমধর্মী হয়ে থাকে। যেমনটি হয়ে থাকে সেই নষ্ট চার্জার এবং খারাপ ব্যাটারির কারণে। কোন ভালো একটি ফাস্ট চার্জার দিয়ে যতই সাধারণ মোবাইলে চার্জ করা হোক না কেন সেটির ব্যাটারির উপর এরকম কোনো প্রভাব পড়বে না।
সেই ব্যাটারীতে যত পরিমাণ চার্জার নিতে পারবে, শুধুমাত্র সে পরিমাণ চার্জ সেই চার্জারটি সেই ব্যাটারিকে দিবে। এক্ষেত্রে চার্জার এর ভেতরে ও IC লাগানো রয়েছে। একইভাবে আপনি যদি কোন একটি ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত পাওয়ার ব্যাংক থেকে ও আপনার মোবাইলটিকে চার্জ করেন তবুও এক্ষেত্রে আপনার মোবাইলের কোন ক্ষতি হবে না। আপনার মোবাইলটি যদি ফাস্ট চার্জিং সাপোর্ট না হয়ে থাকে তবুও সেই পাওয়ার ব্যাংক থেকে আপনার মোবাইলে চার্জ করা যাবে। এক্ষেত্রে আপনার মোবাইলে চার্জার দিয়ে চার্জ করার মতো করেই সাধারণ গতিতে চার্জ হবে এবং আপনার ফোনে কোন সমস্যা হবে না।
মোট কথা হলো আপনি যে চার্জার দিয়ে ফোন চার্জ দেন না কেন, যদি ফোনের আইসি এবং ব্যাটারিগত কোন সমস্যা না থাকে তাহলে আপনার চার্জার এবং মোবাইল কোনটারই কোন ক্ষতি হবে না।
তবে এটা না করা ভালো!
M10 Vs m19 দাম এবং মান বিবেচনায় কার কোনটা ভালো লাগে? ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানতে চাচ্ছি।
প্রিয় ভিউয়ার্স আধুনিক ও মানসম্মত পণ্য🎁 সরবরাহে আমরা বদ্ধপরিকর।🤝
অচিরেই আমাদের নিকট পাবেন গেজেট/ সব ধরনের এক্সেসরিজ এবং ইলেকট্রিক পণ্য তাই আমাদের সাথে থাকুন এবং লাইক ও ফলো করুন।
আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য!!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Jatrabari
Jatrabari
Jatrabari
The goal of Rupa's beauty is to The deliver quality products to the buyers with honesty and fidelity
House # 417/04, Nurpur, Road No. 02
Jatrabari, 1236
Joint BD is the most suitable retail online shop in the country!
, Shah Chandrapuri Garden City , Shonirakhra Mridhabhari Road Jatrabari
Jatrabari, 1362
Dhaka, South Jatrabar321/1-A, South Jatrabari, Kutubkhali Boro Madrasha Gate
Jatrabari, 1204
❝ RELIABLE • STYLES & TRENDS • LUXURY ❞ আস্থা ও বিশ্বাসের সাথে একটি বিশ্বস্ত প্লাটফর্ম গড়ে তুলতে আমরা অঙ্গিকার বদ্ধ। গুনগত মানসম্পন্ন পণ্যের শতভাগ নিশ্চয়তা! {IZRAA-ইসলামিক পন্যের ...
�Shop Adress�, Khutub Khali, South Jatrabari, Jamiya Madrasa Road
Jatrabari, 1236
এর চলা ও থামা হবে আল্লাহর নামে। নিশ্চয় আমার রব অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হুদ - ১১:৪১
25 Shahid Faruk Road
Jatrabari, 1204
Hazrin Cloth is the most popular online shopping page for women's 3 Pics in Bangladesh. We
Jatrabari, Dhaka Division
Jatrabari, 1204
Compass Nuts is a RELIABLE eCommerce site in Bangladesh offering lifestyle products across the county. 'Your FAITH is our RESPONSIBILITY'. Thank you Sir/Ma'am.