মধু মিষ্টান্ন - Modhu Mistanno
খাঁটি মধুর তৈরি সুস্বাদু নাড়ুর বিশুদ?
আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বালাচাউ অনেক পছন্দের খাবার।এইটা এমনি ও খাওয়া যায়।আবার পান্তা ভাত ও গরম ভাত এর সাথে খেতে খুব মজা। আবার মরিচ ও পেঁয়াজ সাথে ও মেখে খাওয়া যায়। 🥰
Alhamdulillah... Amr Princesses " Inaaya &yana"
আসসালামুয়ালাইকুম।।।।। আশা করি সবাই ভালো আছেন।।। মধু ও নারকেল আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটাতো জানলাম আজকে বাদাম সম্পর্কে জানবোঃ
***হাড়ের স্বাস্থ্য়ের উন্নতি ঘটে: বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনও দিন কোনও হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না।
***ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়ঃমস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
***ক্যান্সারের মতো রোগ দূরে থাকে: বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করে।
***পুষ্টির ঘাটতি দূর হয়: এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনও ভয় থাকে না।
***রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়: এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়।
***খারাপ কোলেস্টেরলের মাত্রা কমেঃ বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরি উপাদান শরীরে অন্দরে ভাল কোলেস্টরলের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্টরলের মাত্রা কমতে শুরু করে।
***ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকে: শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
**** ওজন নিয়ন্ত্রণে চলে আসে: বাদাম খাওয়ার পর ক্ষিদে একেবারে কমে যায়। ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়।।
***রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে: বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
***কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায়: বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটায়।
*** হজম ক্ষমতার উন্নতি ঘটে।
প্রিয় গ্রাহকদের সরবারহের জন্য প্রস্তুত হচ্ছে ঘি ভাজা নারিকেল, মধু আর বাদামের সুস্বাদু পুষ্টিকর নাড়ু ♥ #মধু_মিষ্টান্ন ♥
আসসালামুয়ালাইকুম।।।। সবাই ভালো আছেন আশা করি। একটু অসুস্থ ছিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন।
আরবি পরিভাষায় মধুপোকা বা মৌমাছিকে ‘নাহল’ বলা হয়। পবিত্র হাদিস শরিফে মধু সম্পর্কে প্রচুর রেওয়ায়েত আছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)- এর মতে সকল পানীয় উপাদানের মধ্যে মধু সর্বোৎকৃষ্ঠ। তিনি বলেন- মধু এবং কোরআনের মাধ্যমে তোমাদের চিকিৎসা নেয়া উচিত। -(সুনানে ইবনে মাজাহ, হাকেম)
মধুতে গ্লুকোজ ও ফ্রুকটোজ নামক দুই ধরনের সুগার থাকে। অবশ্য সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে আছে। মধু নির্ভেজাল খাদ্য। এর শর্করার ঘনত্ব এত বেশি যে, এর মধ্যে কোনো জীবাণু ১ ঘণ্টার বেশি সময় বাঁচতে পারে না। এতে ভিটামিন এ, বি, সি প্রচুর পরিমাণ বিদ্যমান। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে। যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ), এছাড়াও প্রোটিন আছে। মধুতে কোনো কোলস্টেরল নেই।
নারিকেলে অতিরিক্ত ক্যালরি থাকায় তাৎক্ষনিকভাবে শরীরে শক্তি যোগায়। তাই কাজের মাঝে ক্লান্তি আসলে বা হালকা ক্ষুধা পেলে নারিকেল খান, সাথে সাথে কর্মউদ্দীপনা জেগে উঠবে।
# # # হার্ট সুস্থ রাখে: নারিকেল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হার্টের সমস্যা দূর করে।
# # #ইনসুলিন নিয়ন্ত্রণ: নারিকেল রক্তের ইন্সুলিনের মাত্রা নিয়ন্ত্রনে রাখে এবং ডায়াবেটিস জনিত কারণে শরীরের ক্ষতি রোধ করে।
# #ওজন কমায়: নারিকেল অতিরিক্ত ওজন কমাতে সহায়তা করে। এটি খুব অল্প ক্যালোরিতেই মেটাবলিজম বৃদ্ধি করে শরীরে শক্তি যোগায়। নারিকেল খেলে সহসা ক্ষুধাও লাগে না তাই ওজন কমে।
# #রোগ প্রতিরোধ: নারিকেল রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। লিভারের অসুখের ক্ষেত্রে হেপাটাইটিস সি, জন্ডিস ও অন্যান্য লিভারের অসুখে বেশ ভালো কাজ দেয় নারিকেলের দুধ।
# #ক্যান্সার দূরে রাখে: নিয়মিত নারিকেল খেলে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার ও অন্যানো আরো কিছু ক্যান্সারের ঝুঁকি কমে যায় অনেকখানি।
# #দাঁত ও হাড় মজবুত করে: হাড়ে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম শোষণ করতে সাহায্য করে নারিকেল। এটি দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে।
# #হজমশক্তি বাড়ায়: নারিকেল হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং বিভিন্ন ভিটামিন, মিনারেল ও এমাইনো এসিড শোষন করে নিতে সহায়তা করে।
# #ত্বক কোমল করে: ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম রাখতে সাহায্য করে নারিকেল।
# #চুল ভালো রাখে: চুল ভালো রাখতে সাহায্য করে নারিকেল। নিয়মিত নারিকেল খেলে মাথায় খুশকি ও শুষ্কতা দূর হয় এবং চুল পড়া বন্ধ হয়।
আমাদের নাড়ুতে আছে সুস্বাদু ও পুষ্টিকর মধু ও নারকেল।।।।
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আব্বুকে আমার কাজের কথা প্রথম জানালাম।আমার আব্বু খুব খুশি হয়েছে😀😍।অনেক উৎসাহ ও দোয়া দিয়েছেন। যা আমাকে কাজ করার শক্তি দিবে। 😍😍😍
আসসালামুয়ালাইকুম 🙂 আমাদের প্রথম ৩ জন গ্রাহকের চার বক্স নাড়ু আজ ডেলিভারি দেওয়া হলো ❤ মধু মিষ্টান্নে আস্থা রাখার জন্য ধন্যবাদ ❤ মধুময় স্বাদের পুষ্টিকর বিশুদ্ধ নাড়ু নিয়ে পাশে আছে #মধু_মিষ্টান্ন ❤
আসসালামুয়ালাইকুম।। মধু মিষ্টান্নের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকে চাল ভাজা খেয়ে থাকি। আমাদের মা নানুরা খেয়ে থাকে চা এর সাথে। আবার চাল ভাজা দিয়ে মোয়া ও হয়। আর সে চাল ভাজার সাথে নারকেল,বাদাম ও মধু মিশ্রিত নাড়ু হলেতো যে মজা হবে না খেলে কেউ বুঝতে পারবেন না।। 🙂🙂🙂 মজা আর পুস্টি ভরা মধুর চাল ভাজা নাড়ু খেতে অর্ডার করুন মধু মিষ্টান্নে😍🙂
মধু শুধুমাত্র একটি উপকারী খাদ্য নয়, ঔষধি গুনাগুন সম্পুর্ণ ও বটে। আমাদের শরীরের সুস্থতায় মধুর উপকারিতা অতুলনীয়। বেশিরভাগ দেশেই, বিশেষ করে এশিয়ান দেশ গুলোতে মধু খাওয়ার প্রচলণ অনেক বেশি। আপনি যদি সকাল বেলা এক চামচ মধু খান তাহলে দিনের শুরুটাকে মধুর মত মিষ্টি করে দিবে। শুধু তাই নয়, মধুর আছে অবিশ্বাস্য কিছু স্বাস্থ্য উপকারিতা।আর এই পুষ্টিকর মধু সাথে বাদাম ও নারকেল হলেতো পুষ্টি এবং স্বাদে অতুলনীয় হয়ে যায়।আমরা আপনাদেরকে এসব পুষ্টিকর উপকরণগুলো দিয়ে তৈরি করে দিচ্ছি মজাদার মধুর নাড়ু। মজাদার নাড়ু খেতে অর্ডার করুন মধু মিষ্টান্নে ।😍😍😍😍😍
Menu :)
খাঁটি মধুর তৈরি সুস্বাদু নাড়ুর বিশুদ্ধ স্বাদ দিতে মধু মিষ্টান্নের পথচলা ..
মধু মিষ্টান্ন - Modhu Mistanno updated their business hours.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Jatrabari
1236