The Sunnah Store
Experience, Luxury Islamic Gifting! www.thesunnah.store Alhamdulillah! Prophet Muhammad (PBUH) said 'Convey from me even if it is one verse'. Ameen! :)
Dawah isn't something that can only be done verbally or in a mosque. A Muslim should make himself in such a way that his every steps is giving dawah; His lifestyle, his behavior, his dresses everything. So we started thinking if we can spread 'The Messages' from Rasool (SAW), Hence The Sunnah Store was born. The Sunnah Store, Its just not only a page for Clothing, a Gift Shop neither. Its a place
যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের মনের আকুতি জানালেন—“হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে। আমার স্ত্রী তো বন্ধ্যা। আপনি আমাকে একজন উত্তরাধিকারী দিন। রব্ব আমার! আপনি তাকে পছন্দনীয় বানিয়ে দিন।”
“যাকারিয়া! আমি তোমাকে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি।”
“কিন্তু কীভাবে...?”
“এভাবেই। তোমার রব্ব বলেছেন—এটা আমার জন্য সহজ।”
....
“মারইয়াম! আমি তো তোমার রব এর দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য এসেছি।”
“কেমন করে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শও করেনি আমাকে এবং আমি ব্যাভিচারিণীও নই।”
“এভাবেই। তোমার রব্ব বলেছেন—এটা আমার জন্য সহজ।”
....
পরিস্থিতি যতোই কঠিন হোক না কেন, আল্লাহ চাইলে যেকোনো সময় বান্দার উপর তাঁর রাহমাহ বর্ষণ করেন। আপাতদৃষ্টিতে কোনো জিনিস আমাদের কাছে অসম্ভব মনে হলেও, আল্লাহর কাছে তা অতি সহজ। যুগে যুগে আল্লাহ এভাবেই তাঁর প্রিয় বান্দাদের বরকতময় করেছেন...
(সূরা মারইয়াম এর কিছু আয়াত অবলম্বনে)
#একটুখানিকুরআন ১২
পবিত্র জুমা চলছে। সূরা কাহাফ পড়েছেন তো?
হাদীসে এসেছে, 'যে কেউ জুমাবারে সূরা কাহাফ পড়বে, পরবর্তী জুমা পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে।"(মুস্তাদরাকে হাকিম, ২/৩৬৮)
The 'NIQAH NAMA' 💞
Marriage comes as a blessing from the almighty to complete half of our deen.
Nothing but such a beautiful gesture of gift can beat the beauty of a 'wedding gift' to your spouse or friends.
Here is our new customized design of NIQAH NAMA. ✨
To place your order;
Send Us:
-Your spouse's name.
-Your marriage date.
-And a soft copy of your signature.
that's it....
Order now: https://thesunnah.store/product/nikah-nama/
কুর’আনে কোন সূরার প্রত্যেক আয়াতেই ‘আল্লাহ’র নাম বর্ণিত আছে?
কারও প্রয়োজনে কেউ আপনার কাছে সাহায্য চাইছে, এটা আসলে আপনারই সৌভাগ্য। সবার হাত দিয়ে আল্লাহ্ অন্যের উপকার করান না।
টুকিটাকি জিনিসপত্র ভুলে যাওয়া আর নয়! 😎
সাথে রাখুন Horsemen Productivity Notecards. ছোটো থেকে বড়, সবকিছুই লিখে রাখুন।
এতে করে কাজগুলো করা হবে সুন্দরভাবে। সাথে ট্র্যাকও রাখা যাবে।
🛒 Shop Now!
https://thesunnah.store/product/horsemen-productivity-notecards/
Premium Gold Foiled Nikah Nama!
A gorgeous thing that holds your happy memories. Soothes your eyes, and brings back sweet nostalgia. It's super special!
Take it as paper or a frame without glass, even sign it on the very day! 😇
ঘরে কী রেখে এসেছো?
- আল্লাহ এবং আল্লাহ'র রাসূল কে!
আহ, আবু বকর ...
একদিন আমরা আপনাকে দেখবো ইনশা আল্লাহ, একথা ভাবলেও মন ভালো হয়ে যায়, আর চোখ ভরে যায় ....
সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম!
রাদিআল্লাহু আনহু!
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহ চাইলে, এক মিনিটের তাওবা-ইস্তেগফারেই আমার বিপদ কেটে যেতে পারে।
রিজিক-সন্তানে বরকত আসতে পারে।
Alhamdulillah, Thumma Alhamdulillah.
This cards was to help those people who wanted to memorize the masnoon duas but didn't get the right tools.
May Allah accept everyone of you and us.
Photo Courtesy: Dipra Marjan. Jazakillahu Khairan Wa Ahsanal Jazaa!
একবার ছোট্ট সাহাবী উমার ইবনে আবি সালামাহ রা. নবীজীর সাথে খাচ্ছিলেন, তখন নবীজী (ﷺ) তাকে বললেন-
يَا غُلَامُ، سَمِّ اللهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمّا يَلِيكَ.
হে বালক! খাবারের শুরুতে বিসমিল্লাহ বল। ডান হাতে খাও এবং নিজের সামনে থেকে খাও। (সহীহ মুসলিম, হাদীস ২০২২)
ঘুম হচ্ছে ছোট মৃত্যু।
ঘুমিয়ে গেলে মানুষ দুনিয়ার আর কিছু টের পায় না! যেন সে দুনিয়াতে নেই। তাই ঘুমকে বলে ছোট মৃত্যু। এই ছোট মৃত্যুর পর আল্লাহ তা'আলা মানুষকে নতুন জীবন দান করেন। তাই ঘুম থেকে জাগার পর আল্লাহ তা'আলার শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করতে হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (ﷺ) ও ঘুম থেকে জেগে আল্লাহ তাআলার প্রশংসা করতেন। হামদ-ছানা পাঠ করতেন। ঘুম থেকে জাগার পর দুআ পড়তেন। সেই দু'আটি হলো -
فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا
ঘরে প্রবেশ ও বের হওয়ার দু'আ ফ্রেম এখন বাংলায়! ✨
বাইরের প্রয়োজনীয় কাজ শেষ করে আমদের ঘরে ফিরতে হয়। কিন্তু ঘরে প্রবেশের সময় যদি আল্লাহর যিকির ও রাসূলের শেখানো দু'আ না পড়ি তাহলে শয়তান ঘরের মানুষদেরকে বিভিন্নভাবে কষ্ট দেয়। আর যদি ঘরে প্রবেশের সময় দু'আ পড়া হয়, তাহলে শয়তান বলে - নাহ্ এই ঘরে আর যাওয়া যাবে না।
আবার, আমরা যখন ঘর থেকে বের হই তখন শয়তান আমাদের পিছু নেয় এবং বিভ্রান্ত করার চেষ্টা করে। আমাদেরকে খারাপ পথে নিয়ে যেতে চায়। তবে, যখন ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তা'আলার উপর ভরসা করে এবং রাসূলের শেখানো দু'আ পড়ে বের হই তখন আমরা আল্লাহর হেফাজতে ও রক্ষণাবেক্ষণে চলে যাই। শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমাদেরকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে পারে না।
ঘরে প্রবেশ এবং বের হওয়ার দু'আ নিয়েই আমাদের এই নতুন ফ্রেম। খুবই প্রিমিয়াম এক্রেলিক ম্যাটারিয়ালস এ তৈরী ফ্রেমটিতে পেয়ে যাবেন ৪টি চাবি রাখার স্ট্যান্ড!
বৃষ্টিমুখর সন্ধ্যা কার না ভালো লাগে! ভেজা মাটির গন্ধ, নির্মল বাতাস, সূর্যের আনমনে ডুবে যাওয়া...। এতকিছুর ভিড়ে একটুখানি ওউদ পালটে দিতে পারে সবকিছু।
🔥 Spiced Oud x Horsemen.
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল
- আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট!
🥺
হিদায়াত ...
রাতের নামাজ শুরু করার আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)-ও তাঁর (সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম) পাশে এসে দাড়ালেন।
না ঠিক পাশে না, কিছুটা পিছনে।
নামাজ শেষে রাসূল (সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম) জিজ্ঞেস করলেন, 'আব্দুল্লাহ, তুমি আমার পাশে না দাঁড়িয়ে একটু পিছনে দাড়ালে কেনো?'
উত্তর দিলেন, 'ইয়া রাসুলাল্লাহ... আপনি আল্লাহ'র নবী, আল্লাহ্'র হাবীব... আমি আপনার 'পাশে' কিভাবে দাড়াই?'
সাল্লাল্লাহু 'আলায়হি ওয়া সাল্লাম
রাদিয়াল্লাহু আনহু
Limited Stock Alert! ⚡️
Don’t miss your chance to grab this perfect blend of elegance and comfort before it’s gone!
Shop now at https://thesunnah.store/product/horsemen-punjabi-ultra-light-harness-suiting-fabric-yankees-blue/
আলহামদুলিল্লাহ, শুরু থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের দেওয়া অনুদানগুলো সঠিক মানুষদের কাছে পৌছে দিতে। আমাদের স্বেচ্ছাসেবকদের টিমগুলো বন্যাকবলিত মানুষের দ্বারে দ্বারে ত্রানসামগ্রী পৌছে দিয়েছে।
বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতণের জন্য আপনারা আমাদেরকে বিশ্বাস করে অনুদান পাঠিয়েছিলেন। বন্যা তহবিলে আমাদের খরচের খাতসমূহ নিম্নে বিস্তারিত দেওয়া হলো।
The Sunnah Store x Muslim Youth Noakhali
'পাপ কত ছোট, সেটা দেখো না। বরং দেখো কার সামনে পাপ করছ।'
- বিলাল ইবনু সাদ (রহ.)
সূত্র: হিলইয়াতুল আউলিয়া, ৫/২২৩
কুর'আন হিফযের ক্ষেত্রে সবচেয়ে কমন একটা টিপস হলো, 'একটা মুসহাফ থেকেই তিলাওয়াত করা এবং ঐ মুসহাফ টা কখনই চেঞ্জ না করা।'
এই টিপস টা কেনো দেয়া হয় বলে আপনি মনে করেন?
Our cigar oud brings a touch of magic to your day. It's like wearing a special accessory that makes you feel confident and happy.
Feel the beauty of fragrance and let it be your personal signature in the world.
🛒 Shop now: https://thesunnah.store/product/cigar-oud/
How would you feel if that was your child lying on the street?
If his head was to'rn open,
Arms blo'wn away,
Body quiet like a peace lily?
How would you feel?
যে ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, সে তিনটি বিষয়ের মাধ্যমে সম্মানিত হয়:
১) দ্রুত তাওবা করা
২) অন্তর পরিতৃপ্ত থাকা
৩) ইবাদতে উদ্যম পাওয়া
আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায়, সে তিনটি বিষয়ের মাধ্যমে শাস্তি পায়:
১) তাওবায় বিলম্ব করা
২) অল্পে তুষ্টি পরিত্যাগ করা
৩) ইবাদতে অলসতা করা
- আবু আলী আদ-দাক্কাক (রাহিমাহুল্লাহ)
সূত্রঃ কুরতুবীর ‘আত-তাযকেরাহ’: ১/২৭
ওহে লোক-দেখানো আমলকারী!
তুমি যাকে দেখিয়ে আমল করছ, তার অন্তরও ঐ সত্তার হাতেই যার অবাধ্যতা তুমি করছ।
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
সুত্রঃ আল-মুদহিশ: ২/৫৮৪
What is Oud?
- Oud is one of the most expensive woods in the world, and you may even hear it being called liquid gold!
Not only is it natural, unlike conventional alcohol-based perfumes. Oud blends are good for the hair and skin too!
It’s a natural moisturizer and has many health benefits! That is why most perfumers will blend Oud with only beneficial oils to create their blends!
Our attars are one of the finest in the market, In sha Allah.
Available in 3 ML and 6 ML bottles from our Men’s grooming Venture; Horsemen.
Keep it or give it, you won’t find anything 'regretting' here In sha Allah!
'উইকলি প্ল্যানার' নিয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করে জিতে নিন ১০% এক্সট্রা ছাড়!
আমাদের উইকলি প্ল্যানারটি আপনার দৈনন্দিন কাজকে কীভাবে সহজ করছে, কি কি উপকার পেয়েছেন প্ল্যানারটি ব্যবহার করে কমেন্টে জানিয়ে জিতে নিন আমাদের স্টকে থাকা পণ্যে ১০% অতিরিক্ত ছাড়!
Click here to claim your Sponsored Listing.
Our Story
Alhamdulillah! Prophet Muhammad (PBUH) said 'Convey from me even if it is one verse'.
Dawah isn't something that can only be done verbally or in a mosque. A Muslim should make himself in such a way that his every steps is giving dawah; His lifestyle, his behavior, his dresses everything. So we started thinking if we can spread 'The Messages' from Rasool (SAW), Hence The Sunnah Store was born.
The Sunnah Store, Its just not only a page for Clothing, a Gift Shop neither. Its a place for Dawah, Its a place to spread the messages of Islam all over the world In sha Allah. May Allah accept our niyah and give barakah in it. Ameen! :)
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
385/1/A, Banasree Road (Behind TV Center)
Dhaka
1219
Opening Hours
Monday | 10:00 - 19:00 |
Tuesday | 10:00 - 19:00 |
Wednesday | 10:00 - 19:00 |
Thursday | 10:00 - 19:00 |
Friday | 10:00 - 19:00 |
Saturday | 10:00 - 19:00 |
Sunday | 10:00 - 19:00 |
House No. 153, Tejgaon I/A
Dhaka, 1208
Model N Media is the exciting new division of 5M Multimedia, a sister concern of 5M Group.
Banani
Dhaka, 1212
Interior Design Consultant of: Apartment, Residential Home, Corporate, Office, Showroom also bout Ex
Dhaka, 1207
Interior and exterior design and construction consultancy services
Ka-119/C. . Kuril. Bishowroad . Vatara. Dhaka-1229
Dhaka, DHAKA-1229
COSMO INTERIOR .01714325688. [email protected] AN EXCLUSIVE ADVERTISING & INTERIOR PRODUCTION
Baitul Abid, 53 Punana Paltan, 2nd Floor
Dhaka, 1000
NeedleArt is a professional graphic design company with a long standing reputation for providing out
Dhaka
At Markthatdate.com, we will help you create a personalized keepsake that is guaranteed to become a
33, Kazi Nazrul Islam Avenue
Dhaka, 1215
GO GREEN, SAVE OUR FUTURE, SAVE OUR EARTH. WE ARE WORKING ON RENEWABLE ENERGY SECTOR. WE ARE THE FIRST COMPANY ASSEMBLING SECOND GENERATION SMD TYPE LED FOR LIGHTING. LED ARE ENVIR...