রকমারি পশ্চিমবঙ্গের বই

রকমারি পশ্চিমবঙ্গের বই

Share

স্বদেশে বসেই কিনুন পশ্চিমবঙ্গের অরিজিনাল বই। পশ্চিমবঙ্গের সকল বই। But very few chances to get those books even are ready to pay for those.

There always been a demand of various foreign books including text, fiction, and non-fiction and so on. Sometimes the necessity is such that we are ready to pay five or ten times higher than the actual price. But no one is here to serve the required service. Yes, the customer might have promise, but keeping promise is rare to find. Now here we are to serve you with your required original foreign t

30/01/2025

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর অরিজিনাল প্রিন্টেড 'আদর্শ হিন্দু হোটেল' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ০৮% ছাড়ে!

অর্ডার করতে ক্লিক করুন👉 https://rkmri.to/5QMCFCDJDFQL

হাজারি ঠাকুর আর আদর্শ হিন্দু হোটেলের গল্পটা একটা স্বপ্নের গল্প।
সাত টাকা মাইনের চাকরি থেকে নিজের হোটেল, স্বপ্নটা একজন রাঁধুনী বামুনের জন্য অনেক বেশিই। সততার পথ থেকে একটুও না সরে, তিল তিল করে টাকা জমিয়ে এবং কিছু অনাত্মীয় আপনজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে হাজারি ঠাকুর তার হোটেলের স্বপ্নের পথে একটু একটু করে পা বাড়ায়।
বিভূতিভূষণের অসাধারন এই উপন্যাসটি পাঠককে মুগ্ধ করবে হাজারি ঠাকুরের সততা, আর্দশ, লেগা থাকা আর স্বপ্নের বুননে।
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসটির মাধ্যমে পাঠকেরা মানুষের সহজাত ভালো-খারাপ এবং পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো- এ সব বৈশিষ্ট্যের উপস্থিতিই পাবেন।

এছাড়া অর্ডার করতে 'Product 82035' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

29/01/2025

আশাপূর্ণা দেবী-এর অরিজিনাল প্রিন্টেড 'সুবর্ণলতা' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ১৩% ছাড়ে!

অর্ডার করতে ক্লিক করুন👉 https://rkmri.to/LTRF6NR1ARKI

আপাতদৃষ্টিতে 'সুবর্ণলতা' একটি জীবনকাহিনী, কিন্তু সেইটুকুই এই গ্রন্থের শেষ কথা নয়। সুবর্ণলতা একটি বিশেষ কালের আলেখ্য। যে কাল সদ্যবিগত, যে কাল হয়তো বা আজও সমাজের এখানে সেখানে তার ছায়া ফেলে রেখেছে। 'সুবর্ণলতা' সেই বন্ধন-জর্জরিত কালের মুক্তকামী আত্মার ব্যাকুল যন্ত্রণার প্রতীক।
আর একটি কথা আবশ্যক। আমার 'প্রথম প্রতিশ্রুতি' গ্রন্থের সঙ্গে এর একটি যোগসূত্র আছে। সেই যোগসূত্র কাহিনীর প্রয়োজনে নয়, একটি 'ভাব'কে পরবর্তী কালের ভাবধারার সঙ্গে যুক্ত করার প্রয়োজনে।

সমাজবিজ্ঞানীরা লিখে রাখেন সমাজ-বিবর্তনের ইতিহাস, আমি একটি কাহিনীর মধ্যে সেই বিবর্তনের একটি রেখাঙ্কনের সামান্য চেষ্টা করেছি মাত্র।
--লেখিকা

এছাড়া অর্ডার করতে 'Product 56724' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

28/01/2025

সুচিত্রা ভট্টাচার্য-এর অরিজিনাল প্রিন্টেড 'পালাবার পথ নেই' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ২০% ছাড়ে!

অর্ডার করতে👉https://rkmri.to/JAF1SGXKJWEU

সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রূপসী বিদিশার লোভ ছিল আরও উপরে ওঠার। তার বিয়ে হয়েছিল এক ধনী ঘরে। কিন্তু সুখের শুরুতেই বিদিশার জীবনে নেমে এল এক সর্বগ্রাসী বিভীষিকা। শুরু হল ব্ল্যাকমেলিং। টেলিফোনে এক ধাতব কণ্ঠস্বর তাকে ক্রমাগত ভয় দেখিয়ে চলেছে, নির্দিষ্ট অঙ্কের টাকা না-দিলে বিদিশার সমস্ত অতীত-বৃত্তান্ত ফাঁস হয়ে যাবে। টাকা জুগিয়েও নিস্তার নেই। হঠাৎ ঘটে গেল এক নিষ্ঠুর হত্যাকাণ্ড।

অদৃশ্য আড়ালে কে এই ব্ল্যাকমেলার? বিদিশা কোন পাপের ফল ভুগছে? নিজের লোভের? নাকি বহুচারিতার? রহস্যের জটিল জাল ছাড়াতে এগিয়ে এল স্বনামখ্যাত গোয়েন্দা প্রজ্ঞাপারমিতা ওরফে মিতিন। কাকে সন্দেহ করছে মিতিন? কীভাবেই বা সে উন্মোচিত করল রহস্যের ঘেরাটোপ? চেনাজানা চরিত্রকে নিয়ে লেখা এই উপন্যাসের পরতে পরতে চমক। নিছক রহস্যকাহিনী নয়, তার চেয়েও বেশি কিছু এই উপন্যাস। সমসময়ের প্রতিচ্ছবি।

এছাড়া অর্ডার করতে 'Product 51108' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

27/01/2025

৪০% পর্যন্ত ছাড়!
স্টকে থাকা বাংলা-ইংরেজি অরিজিনাল প্রিন্ট বিদেশি বইয়ে

দুই বাংলা জনপ্রিয় বইগুলোর অরিজিনাল প্রিন্ট সংগ্রহ করুন ঘরে বসে রকমারির মাধ্যমে। স্টকে থাকা বইগুলোতে বুঝে নিন সর্বোচ্চ ছাড়।

এ সুযোগ ৩১ জানুয়ারি পর্যন্ত তাই অর্ডার করুন এখনই।

অর্ডার লিঙ্ক👉🏻 rkmri.to/RAH6VXBOP4AV

*শর্ত প্রযোজ্য

27/01/2025

কল্লোল লাহিড়ী-এর অরিজিনাল প্রিন্টেড 'ইন্দুবালা ভাতের হোটেল' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ৩৫% ছাড়ে!

অর্ডার করতে ক্লিক করুন👉 https://rkmri.to/I0ISBUVJ9SN9

মায়া ছড়ানো উপন্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল' শুধুমাত্র কোন ভাতের হোটেলের গল্প নয় বরং জীবনের গল্প, স্বপ্নের গল্প। 'ইন্দুবালা ভাতের হোটেল' ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা ও আমাদের রান্নাঘরের ইতিহাস আর মন কেমনের গল্প।

খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো স্মৃতি আর হাহাকারে গল্প।

এছাড়া অর্ডার করতে 'Product 212371' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

25/01/2025

শীর্ষেন্দু মুখোপাধ্যায়-অরিজিনাল প্রিন্টেড 'কিশোর উপন্যাস সমগ্র- ১' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ১৫% ছাড়ে!

অর্ডার করতে👉 https://rkmri.to/Z7L2UV4XF4PC

শিশু-কিশােরসাহিত্যে শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের আকাশচুম্বী জনপ্রিয়তা। ছােটদের জন্য তিনি নির্মাণ করেছেন সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। রসে টইটম্বুর অদ্ভুতুড়ে সেই জগতে হাজির আশ্চর্য সব চরিত্র। তার নিজের কথায়— “ভূতপ্রেত, বিটকেল আর খিটকেলে লােক, উজবুক আর ভবঘুরে, বােকা আর চালাক, নানা সাইজের দারােগাবাবু, এমনকী রাজাগজা অবধি এসে আমার লেখার পাতায় গ্যাট হয়ে বসে যায়।

শুধু কি তাই? কাপালিক, মাথাপাগলা লােক, পেটুক, হাড়কিপটে, ভুলােমনের মানুষ কে নেই তার কিশাের উপন্যাসগুলিতে? তাদের আজব সব কাণ্ড-কারখানা মজিয়ে রাখে ছােটদের, পাশাপাশি রহস্য-রােমাঞ্চের স্বাদ বইয়ের পাতা থেকে চোখ তুলতে দেয় না। শীর্ষেন্দুর রচনায় ভূতেরা প্রবল উপস্থিত, কিন্তু তারা কেউই ভয়ংকর নয়, বরং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, যে বিপদগ্রস্ত তাকে সাহায্য করে।

‘কিশাের উপন্যাস সমগ্র’ প্রথম খণ্ডে রাখা হল মনােজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত, হেতমগড়ের গুপ্তধন, নৃসিংহ রহস্য, বক্সার রতন, ভুতুড়ে ঘড়ি, গৌরের কবচ, হিরের আংটি, পাগলা সাহেবের কবর এবং হারানাে কাকাতুয়া। কৌতুক, রহস্য আর কল্যাণবােধের আলােয় উপন্যাসগুলি উজ্জ্বল হয়ে আছে বাংলা কিশােরসাহিত্যে।

এছাড়া অর্ডার করতে 'Product 42823' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

25/01/2025

দেবদত্ত বন্দোপাধ্যায়-এর অরিজিনাল প্রিন্টেড 'দ্য আলটিমেট ট্রুথ' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ৩৫% ছাড়ে!

অর্ডার করতে👉 https://rkmri.to/UN7IX5HDE49P

শহরের রাতের পানশালাগুলো অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে প্রশাসনের এক শ্রেণীর সীমাহীন লোভে। এসকর্ট সার্ভিস, নারীপাচার থেকে শুরু করে ড্রাগ ব্যবসা- কী নেই! গরিব ঘর থেকে উঠে আসা বার ডান্সারদের অভাবকে মূলধন করে চলে এই অসাধু উদ্যোগ। কয়েকজন সৎ পুলিশ অফিসারের সাহায্যে এবং কৌশলে সমাজসেবী শতদল সামন্ত ভেঙে ফেলে সেই চক্র। কিন্তু তারপর? তারপরের গল্প শুধু অন্ধকারের। প্রতিশোধের। একক শতদল কী পারবে বিরাট সে চক্রের বিরুদ্ধে যুদ্ধে জিততে?

এছাড়া অর্ডার করতে 'Product 264523' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

23/01/2025

সুচিত্রা ভট্টাচার্য-এর অরিজিনাল প্রিন্টেড 'গহিন হৃদয়' বইটি পাওয়া যাচ্ছে নিশ্চিত ১৮% ছাড়ে!

অর্ডার করতে👉 https://rkmri.to/1LNWDOQBGS10

বিদেশে বিয়ে ভেঙে যায় অনুপমের। মেয়ে লীনার অধিকার পায় তার মা। দেশে ফিরে আসে অনুপম। অধ্যাপনা শুরু করে বিশ্ববিদ্যালয়ে। অনুপমের বন্ধু ভাস্করের স্ত্রী সােহিনীর সঙ্গে ক্রমে গড়ে ওঠে তার বিশেষ অন্তরঙ্গতা। একসময় তারা সিদ্ধান্ত নেয় একত্রে বাকি জীবন কাটাবার। দাম্পত্য জীবনে তিতিবিরক্ত সােহিনী ভাস্করকে জানিয়ে দিতে চায়, সে পাপানকে নিয়ে চলে যাবে এবার। ঠিক এই সময় অসুস্থ হয়ে পড়ে ভাস্কর। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, ভাস্কর ক্যানসারে আক্রান্ত।

মাথায় আকাশ ভেঙে পড়ে সােহিনীর। অনুপম তাকে আশ্বস্ত করে। মরণাপন্ন ভাস্করের ব্যয়বহুল চিকিৎসা-পর্বে দায়িত্বশীল স্ত্রীর ভূমিকায় জড়িয়ে পড়ে সােহিনী। কী হবে সােহিনী-অনুপমের সম্পর্ক? ভাস্করের মৃত্যু কি কোনও মুক্তি আনবে। ক্লান্ত-বিধ্বস্ত সােহিনীর জীবনে? সুচিত্রা ভট্টাচার্যের ‘গহিন হৃদয়’ উপন্যাসে মৃত্যুর গহিন গন্ধ ছায়া ফেলে আছে সম্পর্ক-জটিল হৃদয়ের ওপর।

এছাড়া অর্ডার করতে 'Product 51099' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

21/01/2025

১১% ছাড়ে অরিজিনাল প্রিন্টেড 'তারানাথ তান্ত্রিক সমগ্র'

বিস্তারিত কমেন্টে👇

20/01/2025

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়-এর অরিজিনাল প্রিন্টেড "ব্যোমকেশ সমগ্র" পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে👉 https://rokshort.com/Sl_okgN2i

বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ। ধারালো নাম, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব। অসামান্য পর্যবেক্ষণ-ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা। শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বিষী। তবু কী রোমাঞ্চকর একেকটি ব্যোমকেশ-কাহিনী।

আসলে ব্যোমকেশের গল্প-উপন্যাস নিছক গোয়েন্দা-কাহিনী নয়। বরং সাহিত্যের ভোজে যা ছিল অপাঙক্তেয়, সেই গোয়েন্দা-কাহিনীকে ব্যোমকেশ-কাহিনীর মধ্যে দিয়ে ইরায়ত সাহিত্যের স্তরে উত্তীর্ণ করেছিলেন শরবিন্দু বন্দ্যোপাধ্যায়। জীবনকে এড়িয়ে ব্যোমকেশ-কাহিনীর সৃষ্টি করেননি তিনি। চেনা জীবনের মধ্যেই ফুটিয়ে তুলেছেন অচেনা চমক।
এহেন ব্যোমকেশ-কাহিনীই এবার এক খন্ডের দুই মলাটের মধ্যে। ব্যোমকেশের প্রতিটি গল্প-উপন্যাস এই অখন্ড সংগ্রহে সাজানো হয়েছে কালানুক্রমিক বিন্যাসে।

এছাড়া অর্ডার করতে 'Product 50985' লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

18/01/2025

শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর অরিজিনাল প্রিন্টেড 'মিলেমিশে' বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে👉 https://rokshort.com/yrcEyJQtf

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ২রা নভেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের টালমাটাল সময়ে পরিবারসমেত কলকাতা পাড়ি জমান। বাবার চাকরির সুবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শৈশব কেটেছে তার। বর্তমানে সাহিত্য পত্রিকা দেশ-এর সহকারী সম্পাদক পদে নিয়োজিত আছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটবেলা থেকেই ভীষণ বইপড়ুয়া ছিলেন। হাতের কাছে যা পেতেন তা-ই পড়তেন। খুব ছোটবেলাতেই তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দোপাধ্যায় এর মতো লেখকদের রচনাবলী পড়ে শেষ করেছেন। এই পড়ার অভ্যাসই তার লেখক সত্ত্বাকে জাগিয়ে তোলে।
সাহিত্যে অবদানের জন্য অনেক পুরস্কার পেয়েছেন তিনি।

তাঁর লেখা ১৯টি ছোট গল্প নিয়ে সংকলিত বই 'মিলেমিশে'।

এছাড়া অর্ডার করতে '92375' এই আইডিটি লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

16/01/2025

সমরেশ মজুমদার-এর অরিজিনাল প্রিন্টেড 'মৌষলকাল' বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে👉 https://rokshort.com/429Jm1UWj

সত্তরের নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনি তুমুল এক ইতিহাসের কথাই বলে। সমরেশ মজুমদার এই চরিত্রটিকে নিয়ে তিনটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন, যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালের রাজনৈতিক-সামাজিক সময় প্রবাহ।অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে সাধ্যমতো স্বপ্নপ্রয়াসে জড়িয়ে পড়েছে এবং ব্যর্থ হয়েছে যথারীতি। সর্বত্রই ক্ষমতালোভী রাজনৈতিক দল হিংস্র থাবা নিয়ে তৈরী।

পঁচিশ বছরেরও বেশি পার করে সমরেশ মজুমদার লিখেছেন অনিমেষ-মাধবীলতা-অর্কের নতুন কাহিনি ‘মৌষালকাল'। এই উপন্যাসের আধার পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। রাজনৈতিক পালা বদলের সেই ইতিহাসের নানান বাঁকে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব-প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন এক অবাধ স্বর। মৌষল পর্বের পারস্পারিক অবিশ্বাসের দিনকালেও পৌঢ় অনিমেষ-মাধবীলতা ঝলসে ওঠে আর-একবার।কেউ বিপ্লব-বিশ্বাসে, কেউ বা জীবন-বিশ্বাসে অটুট।

এছাড়া অর্ডার করতে '73035' এই আইডিটি লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

16/01/2025

সত্যজিৎ রায়-এর অরিজিনাল প্রিন্টেড 'শঙ্কু সমগ্র' বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে ক্লিক করুন👉 https://rokshort.com/Zp1vQkB_h

সত্যজিৎ রায়ের সৃষ্ট একটি কালজয়ী চরিত্র প্রফেসর শঙ্কু। ভ্রমণরসের সঙ্গে এ্যাডভেঞ্চার মিশিয়ে এবং তার সঙ্গে রহস্যরস ও বিজ্ঞানকে জুড়ে দিয়ে সত্যজিৎ রায় লিখেছেন অসাধারণ সব শঙ্কু কাহিনী।

মোট ৩৮টি সম্পূর্ণ ও ২টি অসম্পূর্ণ গল্প নিয়ে প্রকাশিত সমগ্রটির প্রতিটা গল্পে এত পরিমাণ অ্যাডভেঞ্চার, থ্রিল ও সাসপেন্স যে পড়ার সময় যেকেও শিহরিত হবেন বারবার। বইয়ের প্রত্যেকটি পাতাই যেন এক অজানা বিষ্ময়। আপনার সামনে নতুন এক দুনিয়ার দরজা খুলে দেবে সত্যজিৎ রায়ের অনবদ্য এই সৃষ্টি ।পড়ে বলতেই হবে অসাধারণ। হয়তো শেষ করে ফেলতে পারেন একবসাতেই।

বইটিতে প্লাস পয়েন্ট হিসেবে থাকছে সত্যজিৎ রায়ের আঁকা প্রফেসর শঙ্কুর দুর্দান্ত সব স্কেচ!

এছাড়া অর্ডার করতে '42908' এই আইডিটি লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

14/01/2025

সমরেশ মজুমদার-এর অরিজিনাল প্রিন্টেড 'কলিকাতায় নবকুমার সম্পূর্ণ' বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে ক্লিক করুন👉 https://rokshort.com/OBTCG-XOH

গ্রামের ছেলে নবকুমার। ভাগ্যন্বেষণে এল 'কলিকাতায়'। ঘটনাস্রোতে নবকুমার সোনাগাছির মতো 'লালপাড়া'-য় থাকতে থাকতে চিৎপুরের যাত্রাপালায় পেয়ে যায় প্রম্পটারের চাকুরি। যৌনকর্মীদের সুখ দিঃখের সাথী হয়ে উঠেছে সে। হঠাৎ যাত্রাদলের বড়বাবুর নজরে পড়ে গেল। অপ্রত্যাশিত সৌভাগ্য-সিনেমার নায়ক।

কিন্তু ইতিমধ্যে ঘটে গেল ভয়ংকর ঘটনা। সোনাগাছির শেফালি মা খুনের অভিযোগে এরেস্ট হলেন। প্রথম সিক্যুয়েল- কলিকাতায় নবকুমার তারপর?....

এছাড়া অর্ডার করতে '305811' এই আইডিটি লিখে হোয়াটসঅ্যাপ করুন '01519521971' এই নম্বরে অথবা লাইভ চ্যাটে।

13/01/2025

শীর্ষেন্দু মুখোপাধ্যায়-এর অরিজিনাল প্রিন্টেড 'পারাপার' বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

অর্ডার করতে👉 https://rokshort.com/Q59UqhPTk

ক্যানসারে আক্রান্ত হয়েছিল একত্রিশ বছরের তরুণ যুবা ললিত। সাময়িক সুস্থতার পর ছাড়া পেল হাসপাতাল থেকে তাকে নিতে এল বাড়িওলার ছেলে শম্ভ আর অভিন্নহৃদয় বন্ধু তুলসী।... সূচনার এই সামান্য আয়ােজন থেকে ‘পারাপার’ উপন্যাসের কাহিনিকে ধীরে ধীরে, কিন্তু আশ্চর্য নৈপুণ্যে, লেখক নিয়ে যান এক বিশাল ব্যাপ্ত জগতের মধ্যে— ঘটনার সংঘাতে যেখানে প্রত্যক্ষ ও অনুভব্য যাবতীয় অভিজ্ঞতা বদলে যায় প্রতি মুহুর্তে, গার্হস্থ্য আর অধ্যাত্ম হয়ে পড়ে একাকার। ললিত, ললিতের বুড়ি মা, তুলসী, মৃদুলা, সঞ্জয়, রিনি, আদিত্য, । শাশ্বতী, অপর্ণা, বিমান আর রমেন (যার চোখের দিকে তাকিয়ে আত্মহত্যায় মগ্ন দুঃখী মানুষও পায় ঈশ্বরের সান্নিধ্য), বিভিন্ন ও পরস্পরবিরােধী। এইসব চরিত্রের সংলগ্ন হয়ে এগিয়ে চলে জীবনএক বিচিত্র সমগ্রতার দিকে।
দুঃখ থেকে আনন্দের, প্রত্যাখ্যান থেকে প্রেমের মৃত্যু থেকে জীবনের দিকে চলেছে মানুষের নিরন্তর ও তাৎপর্যময় পারাপার। পাঠককে সেই মহত্তম বােধের মুখােমুখি দাড় করিয়ে দেন শীর্ষেন্দু মুখােপাধ্যায় তাঁর এই আন্তরিক উপন্যাসে।

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

বিদেশি বইয়ের গল্পকথা

বিশ্বের সেরা বইগুলোর প্রতি সবারই আকর্ষণ কাজ করে। আবার বাঙালী পাঠকদের হৃদয়ে পশ্চিম বঙ্গের লেখকদের একটা আলাদা জায়গাতো বরাবরই ছিল। পাঠকদের এই চাহিদার কথা চিন্তা করেই রকমারি ডট কম এর এই বিদেশি বইয়ের আয়োজন। পাঠক হিসেবে বিশ্বের যে কোন সেরা বই পড়তে চাওয়াটা আপনার অধিকার আর রকমারির পক্ষ থেকে সে বই পৌছে দেয়া আমরা দায়িত্ব মনে করি।

ইতিমধ্যেই রকমারি সাইটে বেশিরভাগ বিখ্যাত বিদেশি বইগুলো এন্ট্রি করা আছে। আপনি চাইলে খুব সহজেই সেখান থেকে অর্ডার করতে পারেন। যেহেতু বইগুলো আমাদের স্টকেই থাকে সেহেতু বই ডেলিভারীর সময় খুব কম লাগবে। এছাড়া আপনি যদি এমন কোন বই চান যা এখনো প্রকাশিত হয়নি বা সাইটে এন্ট্রি নেই সেক্ষেত্রে বইয়ের নাম, পাবলিশারের নাম সহ যতটা সম্ভব বিস্তারিত তথ্য জানালে আমরা চেষ্টা করব এক মাস অর্থাৎ ৩০ দিনের মধ্যে কাঙ্ক্ষিত বইটি ইমপোর্ট করে নিয়ে আসার এবং আপনার হাতে পৌছে দেয়ার।

সম্পূর্ণ অরিজিনাল প্রিন্টের, ঝকঝকে মলাটের বিদেশি বইয়ের আভিজাত্যই অন্যরকম। এ বিষয়ে আপনাকে পুরোপুরি নিশ্চয়তা দিতে পারে রকমারি ডট কম। আমাদের এই রকমারি ফরেন পেইজটি খোলার উদ্দেশ্য মূলত নানান রকম বিদেশি বই সম্পর্কে তথ্য দেয়া এবং যারা পশ্চিমবঙ্গের বইসহ নানান বিদেশি বই পড়তে আগ্রহী তাদের সাহায্য করা। রকমারি ডট কম এর প্রধান পেইজ দ্বারা এই পেইজটি অনুমোদিত এবং রকমারি টীম এই পেইজটি পরিচালনা করছেন। তাই যে কোন বিদেশি বই সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শ জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

তবে এবার দেশে বসেই কিনুন বিদেশি বই...

Videos (show all)

রোগী তো শেষ তাহলে অফারের কি হবে!
অফার এমন যে মিস করার সুযোগই নেই!
বাংলাদেশেই থাকবে!
সময় বাড়লো 'রকমারি ক্লিয়ারেন্স সেল' অফারের!
আজই শেষ দিন!😥
আজই শেষ দিন!😥
যারা এখনো অফার দেখেনি, তাদেরকে এভাবে করে অফার দেখানো হবে😁
ক্লিয়ারেন্স সেল অফারে দুই বাংলার পাঠকপ্রিয় বইগুলো নিন ৪০% পর্যন্ত ছাড়েসুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখ...
মাথা ঘোরানোর আসল কারণ–জানলে হেসে হবেন কুপোকাত!
মাত্র ১৬ টাকা ডেলিভারি চার্জ!
যদি আমরা রাখি ভালো, তবেই থাকবে ভালো বাংলাদেশ ❤️
বই বা পণ্য অর্ডার করুন বর্ষসেরা অফারে!

Category

Telephone

Address


2/1E Arambag, Motijheel
Dhaka
1000