English Grammar Guru
An Excellent Platform of Learning English Grammar Easily.
In time এবং On time এর মধ্যে পার্থক্যঃ
In time এবং On time সাধারণত সময়মতো কোনো কিছু করা হলে ব্যবহৃত হয়।
তবে এর মধ্যে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে।
On time ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট ঘটনার একদম কাটায় কাটায়।
আর In time তার একটু পূর্বে। তবে এত বেশি নয়।
যেমন: আপনি কোনো একটি পরীক্ষা দিবেন ১২ টায়। কিন্তু কি একদম ১২ টায় যাবেন? অবশ্যই না। আপনি ১০/২০ মিনিট সময় হাতে রেখে যাবেন।
অর্থাৎ এই যে ঠিক ১২ টায় পরীক্ষা শুরু হবে সেটা হচ্ছে On time আর আপনি ১০/২০ মিনিট পূর্বে গেলেন সেটা হচ্ছে In time.
✅ চলেন, ৫ টি Advanced Words শিখি
1. Buy শব্দটির পরিবর্তে Purchase শব্দটি ব্যবহার করেন।
I will buy the book. না বলে I will purchase the book. বলুন।
2. Need শব্দটির পরিবর্তে Require শব্দটি ব্যবহার করুন।
I need a book না বলে I require a book. বলুন।
3. Job শব্দটির পরিবর্তে Occupation শব্দটি ব্যবহার করেন।
What is your current job? এর পরিবর্তে What is your Current Occupation? বলুন।
4. Ask শব্দটির পরিবর্তে Inquire শব্দটি ব্যবহার করেন।
I will ask him না বলে I will inquire him বলুন।
5. Use শব্দটির পরিবর্তে Utilize শব্দটি ব্যবহার করেন।
I will use my time. না বলে I will utilize my time বলুন।
এই শব্দগুলো ব্যবহার করলে বাক্য আরও সুন্দর হয়।
ধন্যবাদ।
❌ Only few / Only little
✅ Only a few / Only a little
➡️ Only few /only little কখনও একা বসে না। এদের মধ্যে a বসাতে হবে।
✅ কাউকে যদি বলা হয় -
আমি ভাত খাই। এর ইংরেজি কী? তখন সহজেই বলে I eat rice. কিন্তু যদি বলি আমিই ভাত খাই কিংবা আমি ভাতই খাই। তার ইংরেজি কী হবে? তখন আর উত্তর দওতে পারে না। চলুন আজকে সেটা নিয়েই আলোচনা করা যাক -
➡️ Pronoun এর একটা প্রকার আছে নাম হলো Reflexive Pronoun. মানে Subject নিজে কোনোকিছু করলে এই Pronoun টি ব্যাবহার করা হয়।
Pronoun গুলো হল - , Ourselves, Yourself/Yourselves, Himself, Themselves, Herself, Itself.
যেমন: I work myself. এখন আপনি যখন Subject কিংবা Object এর উপর জোর প্রদান করবেন তখন তার সাথেই Reflexive Pronoun টি ব্যবহার করবেন। তখন এটাকে বলে Emphatic Pronoun.
যেমন: আমিই ভাত খাই। বাক্যটিতে আমি এর উপর জোর প্রদান করা হয়েছে। সেজন্য আমি অর্থাৎ I. এর পাশেই Reflexive Pronoun টি দিবেন।
তাহলে এর ইংরেজি হয় - I myself eat rice. কিংবা আপনি ভাত এর উপর জোর দিলেন, আমি ভাতই খাই তখণ ইংরেজি হবে - I eat rice itself. অর্থাৎ ভাতের উপর জোর প্রদান করা হলো। যেহেতু ভাত Noun তাই এর Pronoun টি ব্যবহার করা হলো It ( বস্তু হওয়ায়।)
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
He behaved me friendly.
আপাতদৃষ্টিতে এটি একটি সঠিক বাক্য মনে হলেও এটি ভুল।
মনে রাখবেন,
✅ Adjective + ly = Adverb কিন্তু Noun + ly = Adjective.
➡️ Adverb অতিরিক্ত তথ্য দেয় Verb সম্পর্কে।
➡️ Adjective অতিরিক্ত তথ্য দেয় Noun সম্পর্কে।
এখানে সে আমার সাথে বন্ধুসুলভ আচরণ করেছ এমন অর্থ দিচ্ছে। তাহলে বন্ধুসুলভ ( friendly) শব্দটা আচরণ করা ( Behave) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। কিন্তু Friendly শব্দটাকে যদি ভাঙ্গা হয় তাহলে আমরা পাব - Friend + ly এখানে Friend হলো Noun.. আর Noun এর সাথে ly যুক্ত হয়ে adjective হয়েছে।
এখন কথা হলো Behave ত verb, আর আমি আগেই বলেছি Verb কে Adverb অতিরিক্ত তথ্য দেয়। কিন্তু Friendly শব্দটা adjective হওয়ায় বাক্যটি ভুল। আমাদের দরকার Adverb.
তাহলে এটাকে আমরা Adverbial Phrase বানিয়ে ফেললে বাক্যটি সঠিক হয়ে যাবে।
আর পদ্ধতি টা হচ্ছে ঐ ly যুক্ত adjective শব্দটির জায়গায়
➡️ in a + ly যুক্ত adjective + way/manner বসাতে হবে।
তাহলে সঠিক বাক্যটি হবে -
He behaved me in a friendly manner.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
Topic: Cardinal Number, Ordinal Number এবং Multiplicative Number.
✅ Cardinal Number হলো: One,Two,Three,Four....
✅ Ordinal Number হলো: First, Second, Third,Fourth....
দু'টোর মধ্যে পার্থক্য:
➡️ Cardinal Number - Noun এর পরে বসে।
যেমন: Unit Nine, Chapter Five
➡️ Ordinal Number - Noun এর পরে বসে।
যেমন: First Page, Third Man.
➡️ Multiplicative Number - single,double,triple,quadruple....
বি: দ্র: Ordinal Number এর আগে article the বসে।
যেমন: He is the first person in my village who travelled UK.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
🚀 সাধারণত Preposition এর পর Pronoun এর Subjective form হয়। কিন্তু এি নিয়মে থাকলে--
A/An + Noun + of + possessive pronoun.
যেমন: I wanted a pen for him.
preposition for এর পর pronoun এর objective form ( he থেকে him).
কিন্তু,
➡️ A friend of mine was going to market yesterday when I saw him.
ঐ নিয়ম অনুযায়ী হওয়ায় of preposition এরপর objective না হয়ে possessive pronoun ( mine = my friend) বসেছে।
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
⛔ আমরা অনেকেই A number of দোখে এরপর Singular Noun এবং Verb বসিয়ে দিই। কিন্তু তোমরা জেনে রাখো-
➡️ A number of এরপর Noun Plural এবং Verb ও Plural হবে।
➡️কিন্তু The number of এর পর noun plural কিন্তু Verb হবে Singular.
Structure:
1) A number of + Plural Subject + Plural verb...
2). The number of + Plural Subject + Singular verb...
উদাহরণ:
✅ A number of boys were playing football yesterday.
✅ The number of boys was playing football yesterday.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
⛔ Object ও Complement এর মধ্যে পার্থক্য:
➡️ Object নির্ণয় করতে হলে বাক্যের Subject ও Verb কি / কাকে দ্বারা প্রশ্ন করতে হবে।
I have a pen.
প্রশ্ন করেন আমার কী আছে? উত্তর একটি কলম। A pen এখানে object.
➡️Complement সবসময় সাবজেক্ট কেই বোঝাবে। মানে সাবজেক্ট যা কমপ্লিমেন্টও তাই বোঝায়।
যেমন: I am a student. এখানে Subject I আর a student টাই হলো আমি। তাই এখানে a student হলো subject এর Complement.
কিন্তু I have a student. এখানে I কিন্তু নিজে a student নয় বরং I এর a student আছে। তাই a student এখানে object.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
Transitive verb ও Intransitive Verb এর মধ্যে পার্থক্য।
✅ বাক্যে যে verb এর obj থাকে, সেই verb কে transitive verb বলে।
✅ বাক্যে যে verb এর obj থাকে না, সেই verb কে intransitive verb বলে।
⚠️ Object নির্ণয় করার জন্য subject ও verb কে কী/কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। উত্তরে যা পাওয়া যায় তা object এবং না পাওয়া গেলে object নাই।
যেমন: My father gave me a pen.
বাবা আমাকে একটি কলম দিয়েছিল।
প্রশ্ন কর, বাবা কী দিয়েছিল? উত্তর কলম, কাকে দিয়েছিল? উত্তর আমাকে।
কী এর উত্তর কলম আসায় কলম একটি object আবার কাকে এর উত্তরে আমাকে আসায় me একটা object. আর যেহেতু object আছে তাই gave এখানে transitive verb.
অপরদিকে, I want to go home.
আমি বাড়ি যেতে চাই। প্রশ্ন কর, আমি কী যেতে চাই? আমি কাকে যেতে চাই? উত্তর আসে? না। বরং আসে আমি কোথায় যেতে চাই? বাড়িতে। যেহেতু কী/কাকে এর প্রশ্নে উত্তর আসে না সেহেতু এখানে object নেই। তাই Go এখানে intransitive verb.
আশা করি বিষয় টা ক্লিয়ার৷ সমস্যা হলে প্রশ্ন করে পারো।
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
⛔ Few এবং A few এর মধ্যে পার্থক্য:
Few এবং A few উভয়ই Plural Countable Noun এর পূর্বে বসে।
➡️ Few মানে কিছু। এটি Positive অর্থ দেয়। Some এর মতো।
➡️ A few নেই বললেই চলে। তবে আছে। পরিমাণে কম থাকবে। এটি Negative অর্থ দেয়।
✅ আমার কিছু বন্ধু আছে।
I have a few friends.
✅ আমার বন্ধু নেই বললেই চলে।
I have few friends.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
⚠️ Many এবং Much এর মধ্যে পার্থক্য।
➡️ Many এবং Much দুটোই অনেক বোঝায়। কিন্তু যেকোনো জায়গায় এদের ব্যবহার করতে পারবে না।
➡️ Many বসে Plural Countable Noun এর আগে।
➡️ Much বসে Uncountable Noun এর আগে।
Examples:
➡️ I have many friends.
➡️ I have much money
১ম উদাহরণে Friends Countable এবং Plural তাই Many.
২য় উদাহরণে Money Uncountable। তাই Much.
মো. হৃদয়
ঢাকা বিশ্ববিদ্যালয়
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Mohammadpur
Dhaka
1207