An Nuzum Academy

An Nuzum Academy

Share

কুরআন | আরবিভাষা | ফরজে আইন | ফিকহুল মুসলিম | শারিয়াহ | এরাবিক ফর কিডস | কুরানিক এরাবিক | ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ | নাহু ও সরফ

22/06/2025

বহু মানুষ আছে, যাদের ধৈর্য আছে গরমের দিনে রোজা রাখার এবং শীতের রাতে তাহাজ্জুদ পড়ার; কিন্তু হারাম জিনিসে না তাকানোর ক্ষেত্রে তাদের ধৈর্য নেই।

- ইমাম ইবনুল কাইয়িম (রহ.)

22/06/2025

টাকা দিয়ে এসি কেনার সামর্থ্য নেই? বিনে পয়সায় শিখে ফেলুন এসির আরবি! এসির ঠান্ডা বাতাস না পেলেও মন কিছুটা শান্ত হবে 😊

21/06/2025

অতএব, দুর্ভোগ সেসব নামায আদায়কারীর যে নিজের নামাযের ব্যাপারে উদাসিন!

সূরা মাঊন-৪-৫

21/06/2025

কচু খেতে পছন্দ করেন না এমন কি কেউ আছেন? 😊

20/06/2025

ঘরের আসবাবপত্রের নামগুলো জানেন তো?🤔

19/06/2025

হাশরের ময়দানে সবচেয়ে বেশি গুনাহ নিয়ে উপস্থিত হবে তারা, দুনিয়ার জীবনে যারা আজেবাজে বিষয়ে বেশি ব্যস্ত থাকত।

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদি.)

19/06/2025

আপনার মায়ের হাতে রান্না পছন্দের খাবার কোনটি? 😍

19/06/2025

জানালা দিয়ে বৃষ্টি দেখার সাথে সাথে
একটু আরবি শব্দটাও দেখে নিন..😊

Photos from An Nuzum Academy's post 18/06/2025

আলহামদুলিল্লাহ, আমাদের বেসিক এরাবিক ফ্রি কোর্সের রেজাল্ট প্রকাশিত হলো। রমাদানে এই ফ্রি কোর্সটি সম্পাদিত হয়েছিল। প্রায় সবাই খুব আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন। প্রতি ব্যাচ থেকে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত তিনজন পাবেন একাডেমির পক্ষ থেকে আকর্ষণীয় হাদিয়া 😍।

ফিমেল ব্যাচ থেকে হাদিয়া পাচ্ছেন (৩জন)-
১) উমামা
২) তাহমিনা তাবাসসুম
৩) ফজিলাতুন্নেছা

এবং মেল ব্যাচ থেকে হাদিয়া পাচ্ছেন(৩জন)-
১) জিয়াউর রহমান
২) একেএম রফিকুল আমিন
৩)আব্দুর রাজ্জাক

আপনারা ৬ জন পেইজে নাম,নাম্বারসহ সুন্দরবন কুরিয়ার ঠিকানা দিবেন ইনশাআল্লাহ।

রেজাল্টের বিস্তারিত হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

খুব শীগ্রই নতুন ফ্রি কোর্সের ঘোষণা আসবে। এর বাইরে আমাদের নিয়মতান্ত্রিক কোর্সগুলো পুরোদমে চলছে। ভর্তি-সংক্রান্ত আপডেট পেতে পেইজে চোখ রাখুন।

জাযাকুমুল্লাহু খয়রন

(বিঃদ্র- একই নাম্বার প্রাপ্তদের ক্ষেত্রে সাবমিট টাইম দেখে রেজাল্ট তৈরি করা হয়েছে।)

16/06/2025

চলছে গ্রীষ্মের উত্তাপ..
আজ আপনার এলাকায় তাপমাত্রা কত? 🤔

15/06/2025

দ্বীনদারির ভিত দুর্বল করে দেয়—

• কুরআন ত্যাগ
• বিলম্বে সালাত
• জিকির-ইবাদতহীন সময় কাটানো
• গা ফেলের সঙ্গ
• দৃষ্টি ও জবানের লাগামহী'নতা।

- শাইখ আতিক উল্লাহ হাফি.

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Mohammadia Housing Society
Dhaka
1207