99 - BOOK SHOP
99 Book shop - শুধুমাত্র স্টুডেন্টদের জন্য।
সাবধান ভৌতিক থ্রিলার "কোহিনূর " আসিতেছে...
বুঝতে পারতেছেন নেক্সট কতগুলো বই পাঠকদের একসাথে আসতে যাচ্ছে?
ওরে পাগলা পানির দামে নিষিদ্ধ বই বিক্রি করি মানে চটি বই না। 🥹
নিষিদ্ধ ও রাজনৈতিক বই গুলো হাতে পাবার পর পাঠকদের তোলা ছবি। 💝
নিষিদ্ধ ও রাজনৈতিক বইয়ে পানির দামে অফার চলছে...
বিঃদ্রঃ নিষিদ্ধ বই বলতে আবার কেউ রবীন্দ্রনাথের চটি/ছুটি বই ভাইবেন না প্লিজ। 🙂
তুমি আমার কপালে নাই লেভেলের সুন্দর! 🙂
১৮+ ছুটি গল্প আবার কোনটা?😐
ছবিটা 💝
বহুবছর পর বন্ধুকে কাছে পেলে আমরা যেমন করি। ছবিটা দেখে তাই মনে হচ্ছে।
দোয়া করি দেশের জন্য দশের জন্য ভালোকিছু হোক। গত দুইমাস নানান ঝামেলার মধ্যে থেকেও বলবো আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছি। শান্তিতে আছি৷
আমাকে সামনা সামনি দেখলে কেউ বিশ্বাসই করেনা, ফেসবুকে উল্টাপাল্টা পোস্টগুলা যে আমি করি!🙂
ইংল্যান্ড থেকে নিষিদ্ধ রাজনৈতিক এবং প্রহেলিকা, কুহেলিকা, চম্পা হাউজ বই গুলো অর্ডার করেছে৷ 💝
যখন কেউ দেশের বাহির থেকে অর্ডার করে তখন কিযে খুশি লাগে এইভেবে যে আমাদের বই গুলো দেশের বাহিরেও যাচ্ছে৷ 💝
নিষিদ্ধ বই গুলো পানির চেয়েও কম দামে অফার চলছে... 💝
লেখা- রুদ্র গোস্বামী।
বিখ্যাত সেই বইটি Animal Farm ইংলিশ ভার্সন আসতে যাচ্ছে প্রিমিয়াম পাবলিকেশন্স থেকে। 💝
মূল্য ১০০ টাকার মধ্যে রাখার ইচ্ছা আছে৷ শীগ্রই অর্ডার নেওয়া শুরু হবে৷
ইংলিশ বইপ্রেমীরা কোথায়? কে কে অপেক্ষায় আছেন বইটির?
২৯৯ টাকায় তিনটি বই:
আদর্শ হিন্দু হোটেল ( পেপারব্যাক)
আরণ্যক ( পেপারব্যাক)
মেমসাহেব ( হার্ডকভার)
নিষিদ্ধ ও রাজনৈতিক বইয়ে সবচেয়ে কমে স্টুডেন্ট অফার চলছে.....
Nexus: FROM THE MULTI-MILLION COPY BESTSELLING AUTHOR OF SAPIENS (Hardcover, Premium Print Only 350 )
Pages : 492
Order Now!
যদি এক সঙ্গে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারন যদি প্রথমজনকে সত্যিই ভালবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পরতেন না।
কথাঃ শেক্সপিয়ার
অবাক লাগে, একটি দল সুযোগ পেয়ে সাধারণ জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে, দলটাকে ঢেলে সাজাচ্ছে। তাদের উদ্দেশ্য সর্বদলীয় সমর্থন পাওয়া। তাদের নেতাকর্মীরা এলাকা ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক ছোট ছোট আলোচনাসভা চালিয়ে যাচ্ছে।
অপরদিকে আরো একটি রাজনৈতিক দল লুটপাট চাঁদাবাজি দখলদারি করে যাচ্ছে। সম্ভব হলে এই দুইদলের নেতাকর্মীদের বক্তব্য গুলো শুনবেন। তাতে করে কিছুটা হলেও দুই দলের আদর্শ নিয়ে আপনার পরিস্কার একটা ধারণা তৈরি হবে।
বেশি বেশি বিশ্ব রাজনীতি, শীর্ষ পর্যায় থাকা দল গুলোর রাজনৈতিক বই। নিরপেক্ষ রাজনৈতিক পর্যালোচনা টাইপ বই গুলো পড়বেন তাহলেও অনেককিছু বুঝতে পারবেন৷
মাত্র ৫০/৬০ টাকার মধ্যে আসতে যাচ্ছে....
এই বইটা আমার খুব পছন্দের এবং ড্রিম প্রজেক্ট বলা যায়। 💝
কবে আসবে তা বলবোনা, তবে শীগ্রই আসবে ৫০/৬০ টাকা রেডি রাখুন।
মাত্র ৪৫০ টাকায় ফুল সেট 💝
অফার দিবো নাকি একদম কমে পানির দামে?
প্রিমিয়াম পাবলিকেশন্স হতে আসছে ইমরান হোসাইন আদিবের পলিটিক্যাল ট্রাজেডি জনরার নতুন উপন্যাস ❝সংকট❞
খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে বইটির প্রি-অর্ডার।
লেখকের পূর্বে প্রকাশিত পাঠক সমাদৃত বই গুলো হলো;
কাঠগোলাপ
নিয়তির কাটাতাঁর
ফুল মানুষ
ডেলিভারিম্যান আর ফোন করে না।
ডিরেক্ট বাসায় চলে আসে!
~ বাণীতে কাস্টমার 🙂
-"আমার চেহারাটা যদি আরেকটু মিষ্টি হতো তাহকে টিভি তে যেতাম।"
-"তোমার চেহারা মিষ্টি না?"
-"জ্বি না।"
-"বুঝলে কি করে চেহারা মিষ্টি না?"
-"আমাকে রাতে কখনো পিঁপড়া কামড়ায় না। আমি মিষ্টি হলে রাতে নিশ্চয় পিঁপড়া কামড়াতো।"
পাথর
হুমায়ূন আহমেদ
গন্ধমাখা দিন শেষ হলে বিবর্ণ দাগ কেটে যায় সময়, আমি নাহয় দীর্ঘ রাতের মতো একাকী নিঃসঙ্গ থেকে যাব, তবুও আর খুঁজব না কাউকে- মায়ার দরজায় খিল এঁটে দিয়েছি আজ।
যদিও সব কিছুর উর্ধ্বে আমি সম্পর্ককেই বেশি মূল্য দিয়েছি, তবুও কত সম্পর্ক এমন- বাঁচিয়ে রাখতে না পারার কারণে হারিয়ে যায়!
সময়ের বিবর্তনে জেনেছি অবশেষে-
স্বার্থের এই নগরীতে ‘সম্পর্ক’ ব্যবহারিক একটি নাম মাত্র...!
অস্থির তিনটা বই, তাও আবার হার্ডকভার। হাতে নিলেই মনে হবে নতুন বউ নিয়ে আসছেন ঘরে।
তিনটি বই একত্রে মাত্র ৪৫০ টাকা।
আতাউর সাহেবের চিঠিঃ-
শামা এখন বলি আমি আমার অসুখের কথাটা,
কেন গোপন করলাম। কেন জানি এক সময়
আমার মনে হলো প্রবল বৃষ্টির সময় কেউ যদি
গভীর মমতায় আমার হাত ধরে থাকে এবং
আমার কানে কানে বলে কোনো ভয় নেই।আমি
তোমার পাশে আছি।আমি তোমার হাত ধরে আছি।
এক মূহুর্তের জন্যও হাত ছাড়বো না।তাহলে হয়তো
আমার অসুখটা হবে না।
এক সময়,বৃষ্টিটা আমার কাছে সহনীয় হয়ে উঠবে।
কে জানে একদিন হয়তো সেই মেয়েকে নিয়ে বৃষ্টিতে বিজতেও পারবো।আমার এধরনের চিন্তার পেছনে
কোনো যুক্তি ছিলো না,ছিলো বিশ্বাস। ডুবন্ত মানুষ
খড়কুটো আখড়ে ধরে। আমিও তাই চেয়েছি।আমি
খুবই ভুল করেছি।আমি তো আর তোমাদের মতো সুস্থ-সাভাবিক মানুষ না।ভুল তো আমি করবই।
চিঠির প্রতি উত্তরেঃ
শামা কাদছে। শাড়ির আঁচলে সে চোখ মুছছে।
কোনো বড় সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছে। মস্ত বড়
কোনো সিদ্ধান্ত নেবার আগে আগে মেয়েদের
চোখে সব সময় পানি আসে।
- বৃষ্টি বিলাস
- হুমায়ূন স্যার
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
36. Banglabazar
Dhaka
House 28, Road 11, Block H, Mirpur 2 Sher-E-Bangla National Cricket Stadium Er Shamne
Dhaka, 1216
❤️ Trying to give the best product & service to keep our customers happy is our 1st priority 💯
Muhammad Ali Tower, Block-A, Road-4, House-02, Mirpur, Section-11
Dhaka, 1221
ভালবাসায় ভরে যাক পৃথিবীটা, মলিন সব চেহারায় ফুটে উঠুক এক চিলতে রঙিন হাসি,আমরা তো কেবল সহায়ক�
17/1, Shantinagar Bazar Road, Paltan Thana, Shantinagar
Dhaka, 1217
Are you a kpop fan if you are then you have come to the right place.Here we sell kpop merch such as photocard,light stick,sticker of your favorite idol.
18/20 Gandaria
Dhaka, 1204
We are providing branded watch all over Bangladesh.
Mridhabari
Dhaka, 1362
We sell high quality, up-to-date, Gadgets & Electronics products
236, New Elephant Road
Dhaka, 1205
Gift Hut is a retail Unit of DIGISOFT Bangladesh. The Company started its operations in 2002 having its first retail unit at Dhaka.