Baby Care - শিশুর যত্ন

Baby Care -  শিশুর যত্ন

Share

তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।

15/01/2025

ইনি তার স্ত্রী এবং কন্যার জীবন বাঁচাতে খালি হাতে চিতাবাঘটি মেরে ফেলেছে।
আল্লাহ পুরুষ কে নারীর অভিভাবক করেছেন, উভয় এর কাজ ভাগ করে দিয়েছেন। নারী পুরুষ সমান নয়, একে ওপরের পরিপূরক।
C

Photos from Baby Care -  শিশুর যত্ন's post 13/01/2025

আমার আম্মুজানের স্কুল জীবন শুরু হয়ে গেলো।
সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন প্লিজ।

13/01/2025

হটাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন ❓❓(জনস্বার্থে প্রচারিত)

হঠাৎ কেউ স্ট্রোক করলে কি করবেন ?

🔵১. প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।

🟢২. রোগীকে নড়াচড়া করা যাবে না। কারণ, মস্তিষ্কে রক্তক্ষরণ বিস্ফোরিত হতে পারে।

🛑৩. সেলাই সুই কয়েক সেকেন্ড আগুনের শিখার উপরে রেখে গরম করে নিয়ে সুঁচটি জীবানুমুক্ত করে সুচ দিয়ে রোগীর হাতের ১০টি আঙুলের ডগার নরম অংশে ছোট ক্ষত করতে হবে, এমনভাবে করুন যাতে প্রতিটি আঙুল থেকে রক্তপাত হয়। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন, দেখবেন রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

🔵৪. যদি আক্রান্ত ব্যক্তির মুখ বিকৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রোগীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে রক্ত পৌঁছেছে।

🟢৫.এরপর দুই কান থেকে দুই ফোঁটা রক্ত পড়ার জন্য কানের নরম অংশে সুচ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বিকৃত হবে না।
🙏জনস্বার্থে প্রচারিত 🙏
Please Share on Your Profile for Future
゚ Capitals

12/01/2025

❤️❤️❤️

মা ওগো মা 12/01/2025

মা ওগো মা। তুমি ছাড়া এতো টেক কেয়ার করার কে আছে

মা ওগো মা

Rusha & Mumma's World 11/01/2025

Please Subscribe my youtube channel

Rusha & Mumma's World আল্লাহ আকবার

09/01/2025

"বিনা যুদ্ধে নাহি দিব, সূচ্যগ্র মেদিনী"।

২৪ পরবর্তী বাংলাদেশকে আর কেউ গোলামীর জিঞ্জিরে বন্দী করতে পারবে না।

09/01/2025

আমার বিয়ের ১বছর ৩মাস চলে।বিয়ের পর পরই একবার কন্সিভ করি।কত খুশি ছিলাম মা হবো প্রথম বাচ্চা।হাজবেন্ডও খুশি।যা খাইতে মন চাইতো এনে দিতো।

আনতো ঠিকই কিন্তু আমি আর খাইতে পারতাম না।আমার শাশুড়ি সব নিজের ঘরে নিয়ে রাখতো। আর পাড়ায় গল্প করে আমি কেজি কেজি ফল খাই ডিম খাই তাদের দেই না।🙂

এসব শুনে হাজবেন্ড লুকিয়ে আনতো। দিনের বেলায় আমি ঘুমালে আমার ঘর খুঁজতো।৩বেলা শুধু যতটুকু পারছি ভাত সবজি এসব খাইছি।ফল কেমন ৪মাসের পর আর চোখে দেখি নাই।🙂

ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, থালাবাটি ধোয়া,রান্না করা সব করছি।ধানের সময় ধান মাড়ায়,উড়ানো,ভেজানো, সিদ্ধ করা,শুকানো সবই করছি।সাথে শাশুড়ি ছিলেন।

এরপর আসে পেঁয়াজের সময়। পেট উপরে।আমি বসতে পারিনা দাড়াতে পারিনা।তাও যতটুকু পারি করেছি।তার জন্যও শশুড় বলেছে জমিদারের বাচ্চা কোনো কাজ পারেনা খালি খাই আর ঘুমায়।🙂

পেঁয়াজের সময় আমার শাশুড়ি আমারে ৮মাসের প্রেগন্যান্ট অবস্থায় রেখে মেয়ের বাড়ি গিয়ে মেয়ের পেঁয়াজ কেটে দিয়ে আসছে।🙂

আমি সমস্ত কাজ একা করছি আর কা'ন্না করছি।গরুর ঘাস পর্যন্ত আমার শশুর আমারে দিয়ে কাটাইছে।৯মাস পর্যন্ত তাদের বাড়িতেই ছিলাম তারা আসতে দিবে না।পরে আমার আব্বু ইদের ১০দিন আগে গিয়ে জোর করে নিয়ে আসে।

খাওয়া দাওয়া ঠিক মতো না হওয়ায় আমার বাবুর ওজন আসে দেড় কেজি।মায়ের কাছে এসে এই ১মাসে ১কেজি বাড়ে।গত শনিবার রাত সাড়ে ১২টা থেকে পেইন উঠে।ব্যা'থা আস্তে ছিলো পরে ভোর ৪টা থেকে বেশি হয়।আব্বু জেলা শহরে নিয়ে যায়।হাজবেন্ড আর তার মা আসে।তার মা কিছুতেই সিজার করতে দিবে না।বলে বাচ্চা ছোট নরমালে হবে।হাসপাতালের নার্সরাও আর জোর না করে নরমালে চেষ্টা করতে থাকে। দুপুর ২টার দিকে আমার আব্বু সিজার করতে বললে আমার হাজবেন্ড বলে সিজার করলে কাজ করতে পারবেনা।নরমালে চেষ্টা করেন।🙂

আমার শাশুড়ী আমি মৃ'ত্যু পথযাত্রী তখনও মানুষের সাথে তুলনা করে যে অমুকের ৩দিন পর নরমালে হয়েছে তমুকের ৫দিন পর হয়েছে ওরো হবে। এরকম করতে করতে আমার বাবুটা পেটের ভিতরেই পায়খানা করে দেয়।তার পরে মা'রাও যায়।যখন ব্লা'ড ভাঙা শুরু হয় তখন সিজারের জন্য ওটিতে নেয়।ওটিতে যাওয়ার পর পরই বাচ্চা নরমালে হয়ে যায়।কিন্তু আমার সাইড ছিঁড়ে যায়।সেলাই লাগে।😭😭

আমি তখনও জানিনা আমার বাবু আর দুনিয়াতে নেই।বেডে দেওয়ার পর আমার মা যখন বললো আল্লাহ তোমারে আবার বাবু দেবেন শক্ত হও তখন জানলাম আমার মেয়েটা নেই।আমি আমার বাবুরে একটা নজর দেখতেও পারলাম না।তার আগেই প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দিয়েছে।😭😭

আজ ৫দিন হলো আমি আমার বাবুরে হারায়ছি।কত কষ্ট করলাম কত অত্যা'চার সহ্য করলাম শুধু বাবুটার মুখে মা ডাক শুনার জন্য।আর আল্লাহ আমার কাছ থেকে সব কেড়ে নিলেন।আমার মেয়ে আমারে সারাজীবন কাজ করার জন্য দুনিয়ার বুকে রেখে ফাকি দিয়ে আল্লাহর কাছে চলে গেলো।😭😭😭
এক আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা।আর আমাদের দেশে এখনো অহরহ এমন ঘটনা ঘটছে।

08/01/2025

একজন মুমূর্ষু রোগীর জন্য ২ ব্যাগ বি পজিটিভ (B+) রক্ত লাগবে ঢাকা পঙ্গু হাসপাতালে। 01724776865

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আলোচনা ছাড়া কোন সমস্যা সমাধান হয় না,আসুন পাখিদের কাছ থেকেও শিক্ষা গ্রহণ করি
নিজের প্রয়োজনে সবাই ভালো ব্যবহার করে,
মা তো এমনই হয় #highlightseveryone #fbreelsfypシ゚ #everyone @top fans
যদি লক্ষ থাকে অটুট তেব সফলতা আসবেই আসবে
উঁচু তলার সবকিছুই ভিন্ন, তারা আমাদের মত হাত-পা ছুড়াছুঁড়ি করে না বরং মাথায় মাথায় যুদ্ধ করে। @top fans Parents #highlights...
আহ্ কি সুন্দর আল্লাহর সৃষ্টি
লোভে পাপ, পাপে মৃত্যু।সব কিছু চাইলেই পাওয়া যায় না।
চেষ্টা কখনো বিফলে যায় না
কেউ যদি জিজ্ঞেস করে জীবনে এক সেকেন্ডের গুরুত্ব কত,তাহলে তাকে এই ভিডিও দেখান #fbreelsfypシ゚ #fypシ #everyone #parentingtips...
বিপদ যত বড়ই হোক চেষ্টার কোন বিকল্প নাই
অমানুষ
আমি কিন্তু দুরে নাই

Category

Website

Address


Mohammad Pur
Dhaka